পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*क्ष्म चि ] বিরাজ-বেী 》@° চেয়ে-চিস্তে নিয়ে দুটো খাবার ব্যবস্থা কর । আর যদি হত্যে দিতিস, সে আলাদা কথা । তা নয়, এমন করে চার দিন না খেয়ে পড়ে আছিস, এতে কি রোগ সারে ? বিরাজ। এ আমার সারবার রোগ নয় বাবা, সারাতেও চাই নে আমি । হত্যে দিয়ে পড়ে থাকলে ত আমার চলবে না। পুরোহিত। সারবে না কেন ? বাবাকে বল। কত লোকের কত ব্যাধি বাবার দয়ায়—, ওটা কী রে ? রুটি নাকি ? বিরাজ । ( দেখিয়া ) তাই বোধ হয় । পুরোহিত । থাস নি কেন ? বিরাজ । ও কে ভিক্ষে দিয়ে গেছে । পুরোহিত। তা বুঝতে পেরেছি। নয় ত কি তুই কিনে আনতে গেছিস । খাস নি কেন তাই বলছি । বিরাজ । ( এক মুহূৰ্ত্ত চুপ করিয়া থাকিয় বলিল ) কেন খাব ? মরণকাল পর্য্যস্ত ভিক্ষে করেই খাব ? অামি কি ভিথিরি ? না, খাব না । - পুরোহিত। তবে ময় । যা পেয়েছিস থেয়ে নে, তা নয় । বিরাজ । কেন খাব ? অার কত অপমান, কত দুঃখ সওয়াবে জামায় ? আর চলতে পারছি না বলেই ত পড়ে আছি । আমি কি ইচ্ছে করে পড়ে আছি ? আমি কী করে থবর দিই বল ? পুরোহিত । কত রকম পাগলই আছে সংসারে! যাই রাত হয়ে গেল । প্রস্থান বিরাজ । পথে পড়ে মরে থাকলে তোমার মান বাড়বে ? কিন্তু কেন ? তাই বা মরব কেন ? আমার ঘর নেই ? কী করেছি আমি ? আমি