পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》(t는 বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক বলিতে বলিতে সস্তপণে শুচিত বঁাচাইয় পা ফেলিয়া অগ্রসর হইল বিরাজ। ( হঠাৎ কী আশায় যেন উঠিয়া বসিয়া জিজ্ঞাসা করিল ) হঁ্যা বাবা, আপনার বাড়ি কোথায় ? যাত্রী । ( সবিস্ময়ে ) কেন বল দেখি ? সে খোজে কী দরকার ? বিরাজ। বলছি, আপনার বাড়ি কি সাতগায়ের কাছে হবে ? যাত্রী । কেন, সাতগায়ে কী হয়েছে ? বিরাজ । যদি দয়া করে একটা খবর পাঠিয়ে দেন বাবা । সাতগার চক্ৰবৰ্ত্তাদের ছোট-বেীয়ের কাছে, তার নাম মোহিনী— যাত্রী । না বাবা, আমরা থাস কলকাতার ছেলে, অত সাতগা আটগা জানি নে, মোহিনী-ফোহিনীও চিনি নে । এই আধ ঘণ্টা পরে ট্রেণ ছাড়বে— লোকটি চলিয় গেল বিরাজ। ঠাকুর । এখনও প্রায়শ্চিত্ত শেষ হয নি তবে ? এত কাছে এসেও পথে পড়ে মরব ? কেমন করে আমি খবর দেব ? বিরাজ কাশিতে লাগিল । এক পুরোহিত কমণ্ডলু হস্তে আসিতেছিল, কাশির শব্দে ফিরিল পুরোহিত। কী রে, তুই এখানে শুয়ে আছিস ? আজ চন্নামৃত নিতে যাস নি কেন ? বিরাজ। উঠতে পারি নি বাবা । পুরোহিত। নে ধর । ( চরণামৃত দিল ) বাতাস আজ ফুরিয়ে গেছে রে । বিরাজ। তা হোক বাবা । ( চরণামৃত পান করিল ) আর খেতে পারব না । পুরোহিত। কিছু খেয়েছিস ? ( বিরাজ জবাব দিল না ) বা হয়