পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ ৫থম অঙ্ক প্রথম দৃশ্ব হুগলী জেলার সপ্তগ্রামে দুই ভাই নীলাম্বর ও পীতাম্বর চক্ৰবৰ্ত্তীর বাটীর প্রাঙ্গণ। একদিকে নীলাম্বরের ঘর, পাকা দেয়াল গোলপাতার চাল । অন্যদিকে পীতাম্বরের ঘরের একটা পাশ । নীলাম্বরের ঘরের সামনে পাক রক, তাহ হইতে তিন ধাপ সিড়ি নামিয়াছে প্রাঙ্গণে । আর একটি দাওয়া-ওলা ঘর দেখা যাইতেছে প্রাঙ্গণের পিছন দিকে, এই ঘরের দেওয়াল ও দাওয়া মাটীর । এটি রান্নাঘর। রান্নাঘরের পাশে, পীতাম্বরের ঘরের দিকে ধানের মরাই, উঠানের প্রায় মধ্যস্থলে তুলসীমঞ্চ। সৰ্ব্বযুদ্ধ একটি পরিচ্ছন্ন স্বচ্ছল গৃহস্থ বাটীর শ্ৰী সৰ্ব্বত্র পরিস্ফুট। সকাল-বেলা পীতাম্বরের ঘরের দিক হইতে পীতাম্বর প্রবেশ করিয়া সামনে অগ্রসর হইয়৷ আদিতেছে। সে থৰ্ব্বকায় ও কৃশ । গায় গলাবন্ধ কোট, ছোট ঝুলের ধুতি, ক্টোচ উলটাইয়া কোমরে গোজা, পায় মলিন ক্যানভাসের জুতা। তাহার বগলে কাগজপত্র ( ফুলস্ক্যাপ আকারের বোর্ডের সহিত ফালি দিয়া বাধা )। বাম হস্তে দড়ি বাধা দোয়াত বুলিতেছে, দক্ষিণ হন্তে পুরাতন ছাতি। ‘দুর্গ, দুর্গ বলিতে বলিতে পীতাম্বর কয়েক পদ আসিয়াছে, এমন সময় তাহার পিছন হইতে তাহার স্ত্রী মোহিনী প্রবেশ করিল মোহিনী, (সসঙ্কোচে ) বলছিলুম—(পীতাম্বর শুনিতে পাইল । বলিয়া মনে হইল না। তখন একটু উচ্চস্বরে ) একটা কথা বলছিলুম—