পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

[ s ] লইয়া যত গৰ্ব্বোক্তি, যত অতিশযোক্তি বিরাজ করিয়াছে সবই তাহার ভবিষ্যৎ বিড়ম্বনার দ্যোতক। নহিলে এমন করিয়া ও-সব কথা বিরাজের মুখে তাহার হুষ্টি-কৰ্ত্তা দিতেন না। কালো-কুচ্ছিত কাণা-খোড়া হইলেও স্বামী তাহাকে ভালবাসিত নিশ্চয়, এ সত্য অতি নিষ্ঠুর ভাবে বিধাতা তাহাকে প্রত্যক্ষ করাইলেন। যে মুখর বিরাজ স্বামীকে বলিল—তুমি না হয গাছতলায় থাকতে পার, কিন্তু আমি ত পারি না, মেয়েমানুষের লজ্জা সরম আছে—আমাকে দাসীবৃত্তি করেও একটা আশ্রযে বাস করতেই হবে । হায! সেই বিপ্লাজকেই অচিরকাল পরে গাছতলাতেই বাস করিতে হইল, একদিন নয় বহুদিন। এবং দাসীবৃত্তি করিয়াও তাহার আশ্রয় টিকিল না। উদাহরণ বাড়াইবার প্রযোজন নাই, রসিক পাঠক নাট্যসম্ভাবনার দিক দিয়া বিরাজ-বে। উপন্যাস পড়িলে আনন্দ পাইবেন, তাহাতে সন্দেহ নাই। আমি ইহার নাট্য-সম্পদ সম্বন্ধে যে সামান্ত চিন্তা করিয়াছি, তাহারই অল্প উল্লেখ করিলাম। বাৰ্ণাড-শ নই, আমার ভূমিকা পড়িবার জন্য পাঠকের তৃষ্ণ নাই, তাহা জানি। অতএব অলমতি বিস্তরেণ। ৯৩১, সাপেণ্টাইন লেন, কলিকাতা ১৫ই ভাদ্র, ১৩৫৪ কানাই বসু