পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y (tò বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক নীলাম্বর। ব্যস্ত হস নে পুটি, বোধহয অজ্ঞান চযে গেছে। দুৰ্ব্বল দেহে এত বড় ধাক্কা সইতে পারে নি । তুষ্ট দেখ দিকি, কোথাও থেকে একটু জল যদি আনতে পারিস, ঐ দোকানে যোগীন আছে— বলিতে বলিতে সে পথের উপর বসিয়া পড়িল ও অতি অাদরে সংজ্ঞাহীন বিরাজের মাথা আপন ক্রোড়ে তুলিয়া লইল । হরিমতি । ( উঠিযা ) হে বাবা তারকনাথ ! রক্ষে কর, ঠাকুর বঁচিযে দাও, ফিবিযে দিযে আর কেড়ে নিও না বাবা, হে মা কালী ! বুক চিরে রক্ত দেব মা, রক্ষে কর । বলিতে বলিতে সে প্রায় উন্মাদিনীর মত ছুটিয়া বাহির হইয়। গেল । গভীর কণ্ঠে নীলাম্বর ডাকিল— নীলাম্বর । বিরাজ ! সাড পাইল না। আবার ডাকিল— বিরাজ ! বিরাজ-বেী ! বিরাজ । ( ক্ষীণকণ্ঠে সাড়া দিল ) উ । নীলাম্বর । বিরাজ ! চেযে লেখ । বিরাজ । ( চোখ মুদ্রিত করিযাই বলিল ) এ সত্যি ? ওগো, আবার স্বপ্ন নয ত ? চোথ চাইলে তুমি পালিয়ে যাবে না ? নীলাম্বর । না, আমি এসেছি যে ৷ বিরাজ ! বিরাজ । তুমি ডাকবে বলে চুপ করে থাকতে চাই, কিন্তু সাড়া না দিযে যে থাকতে পারি না । আবাব ডাকো । নীলাম্বর । বিরাজ ! বিরাজ-বেী ! বিরাজ পূর্ববৎ সাড় দিল “উ” । দেখা গেল তাহার হাতখানি মাটীতে ইতস্ততঃ কী যেন খুজিতেছে নীলাম্বর। কী খুজিছ ? বিরাজ ?