পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

१क्ष्म धिं ] বিরাজ-বেী Y & ‘A বিরাজ। তোমাকে একটা পেল্লাম করা হয় নি যে । পায়ের ধূলো একটু নিতে দাও আগে । নীলাম্বর তাহার হাতটা ধরিয়া নিজের পায়ের উপর রাখিল । বিরাজ বার বার পায়ের ধূলা লইয়া মাথায় দিল ও পরম আরামের স্বরে বলিল— আঃ, আঃ । আমাকে একটু ধরবে ? একবার উঠে বসব । নীলাম্বর । শুযেই থাক না । উঠে কী করবে ? বিরাজ। করবে নয, কববি । ( হঠাৎ ছেলেমাহুষের মত নালিশের সুরে বলিল ) জান গো, তুমি তুই তোকারি করতে বলে রাগ করতুম, আর রাস্তার লোকে, ভিখিরির আমাকে তুই বলে কথা কইত । তুমি অাগের মত বল । নীলাম্বর। উঠবি কেন বিরাজ ? শুয়ে থাকু না, আমার ফোলে মাথা দিযে— বিরাজ। তাই থাকৃব বলেই ত এসেছি । কিন্তু একবার দেখি তোমাকে । কতদিন দেখি নি যে গো, একবার মুখখানি দেখব না ? আমার সেই মুখখানি । নীলাম্বরের সহায়তায় বিরাজ হাতের উপর ভর দিয়া উঠিয়া বসিল । উভয়ে উভয়ের মুখের পানে চাহিয়া বসিয়া রহিল নিম্পন্ হইয়া। চোথের জলে দেখার বাধা হইতেছে, চোখ মুছিয়া দেখিতেছে । আবার জল আসে, আবার মোছে । তারপর নীলাম্বর । এমন হয়ে গেলি কী করে বিরাজ ? বিরাজ নীরবে রক্তের প্রতি অঙ্গুলি নির্দেশ করিল। তারপর বড় মধুর হাসিয়া বলিল— বিরাজ। কেমন হয়ে গেছি ? বড় কুৎসিত হয়ে গেছে মুখখানা, না ?