পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পঞ্চম দৃগু ] বিরাজ-বে। ) t) নীলাম্বর । না নেই। ষে ঘরে তোমার ঠাই বিধাতা একদিন নিজের হাতে করে দিয়েছিলেন, সে ঘর থেকে তোমাকে বঞ্চিত করার অধিকার আমার ত নেইই, তোমার নিজেরও নেই। বোধহয স্বয়ং বিধাতারও আর নেই । হরিমতি ও তাহার পিছনে যোগীন প্রবেশ করিল বিরাজ। ঐ পুটি আসছে, না ? সঙ্গে বুঝি যোগীন ? হ্যা গা, আমার ছোট-বোঁ ? সে কই ? সে কেমন আছে ? লীলাম্বর জবাব দিল না ( ব্যাকুল কণ্ঠে ) হ্যা গা, চুপ করে আছ কেন ? বল না ? সে আমার পেটের মেযে, সে ভাল আছে ত ? নীলাম্বর । ছ। তুমি ঘরে চল দেখবে - তার বিশ্বাসেই তোমাকে ফিরে পেযেছি বিবাজ । বৌমা বাড়িতে অপেক্ষা করছে তোমার জন্তে, সে জানত তুমি নিশ্চয ফিরে আসবে । বিরাজ । ( অধীর কণ্ঠে ) আমায বাড়ি নিয়ে চল । আমার ঘরে, আমার বিছানায একবার শুইযে দাও গে । হরিমতি আসিয়া বিরাজকে প্রণাম কল্পিল বিরাজ। ও পুটি, আমাকে এখুনি ঘরে নিয়ে চল দিদি, ঘরে নিষে চল । কী জানি আজকের রাত যদি থাকি, একবার আমার সেই ঘরে গুয়ে তারপর যেন যাই । হরিমতি । ( কাদিতে কঁাদিতে ) না বৌদি, বাবার কথা ব’ল না । দেশে নয়, তোমাকে আমি কলকাতায় নিয়ে যাব, তোমাকে জামি সাহেব ডাক্তার দেখিয়ে চিকিৎসা করাব—