পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* @b- বিরাজ-বেী [ চতুর্থ অঙ্ক নীলাম্বর। কুৎসিত ? তা ত দেখি নি। বলছি, এত রুগ্ন এমন জীর্ণ-শীর্ণ হয়ে গেলে কেমন করে ? বিরাজ । ( পরিহাসের স্বরে বলিয়া ফেলিল ) তবে কী হব ? তুমি কি মনে করেছিলে আমি দুধে ভাতে রাজভোগে আছি, মোটা সোটা হচ্ছি ? বলিয়াই এই কথার মধ্যেকার লজ্জাকর ইঙ্গিতটা উভয়ের মনে নিদ্ব্যুৎ চমকের মত ফুটিয়া উঠিয় তাহদের স্তম্ভিত করিয়া দিল। বিরাজ মাথা নিচু করল। এই সময়ে দূরে যোগীন ও জলের ঘট হাতে হরিমতি প্রবেশ করিল। ইহাদের পানে চাহিয় যোগীন ইঙ্গিতে হরিমতিকে অগ্রসর হইতে নিষেধ করিল। উভয়ে নিঃশব্দে ফিরিয়া গেল । সঙ্কোচ ত্যাগ করিয়া বিরাজ মাথা তুলিয়া বলিল— বিরাজ । তোমার মনে কষ্ট হবে বলে একটা কথা বলতে পারছি না । সে থাক, কিন্তু এইটুকু শুধু জিজ্ঞেস করছি—তুমি সব কথা শুনেছ ? নীলাম্বর । এ কথার জবাব এখন দেব না বিরাজ । কিন্তু আমিও একটা কথা বলব, শুনে তোমার মনে কষ্ট হবে, তবুও । বিরাজ, আমি আর গাজা থাই না। আমাতে আমি আছি। শুধু তাই নয়, আমি তোমাতেও আছি বিরাজ । আমি কিছু শুনব না, যতক্ষণ না পথ থেকে তোমাকে তোমার ঘরে নিয়ে যেতে পারছি । ( বলিতে বলিতে তাহার কণ্ঠ রুদ্ধ হইয়া আসিল ) তোর জন্তে পথে পথে ঘুরছি, তোকে যে তাড়িয়ে দিয়েছিলুম বিরাজ, ঘরে ফিরিয়ে নিয়ে ষেতে দে অাগে । বিরাজ কয়েক মুহূৰ্ত্ত চোখ বুজিয়। এই কথার গভীর অর্থ হৃদয়ঙ্গম করিল। চোখ বুজিয়াই সে বলিল— বিরাজ। আমার ঘরে ? আমার ঘরে আমার ঠাই আছে ? তবে আর আমার কিছু বলবার নেই।