পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বে। చి মোহিনী। কাল সন্ধ্যে বেলায ত কৈলাশের মা স্বদ ন কী দিয়ে গেল । তোমার পায়ে পড়ি, দাও । পীতাম্বর । তাও দেখা হয়েছে ? আ খেলে যা ! এত দেখেছ, আর সে-গুলো যে বাক্সয় তুলে রাখলুম, সেটা দেখ নি ? যাও, যাও, মিছে দেরি করে দিও না । ( অগ্রসর হইল ) মোহিনী। কোন দিন কি চাই ? না, কোন দিন তুমি হাত তুলে দুটো পয়সা দিয়েছ ? আজ বডড দরকার বলেই না এত করে বলছি । পযসা ত তোমার বাক্সেই থাকে চিরকাল, তা থাকৃ— পীতাম্বর । কী ? পিছু ডেকে হল না, আবার বাক্স খুড়ছ ? আচ্ছা! আজ রোজগারপাতি কী রকম হয় দেখি,তারপর ( প্ৰহারের ভঙ্গীতে হাত তুলিয়া ) ফিরে এসে তোমার এই বেয়াড়াপান আমি বার করব। প্রস্থানোঙ্কত মোহিনী । নিজের জন্তে চাই নি কোন দিন, চাইবও না গো । ঠাকুরের মানসিক করেছিলুম, তাই এমন ভিখিরির মতন—(অভিমানে কণ্ঠরুদ্ধ হইয়া আসিল ) পীতাম্বর । ( যাইতে যাইতে ফিরিল, কিছু কোমল কণ্ঠে ) নাও:, গও দুয়েক পয়সা ছিল সম্বল পকেটে, তা কি থাকবার যে আছে । নাও, নিয়ে মাথা কেনো । ( ছাতা বাম হাতে ঝুলাইয়া পকেট হইতে পয়সা বাহির করিল ) মোহিনী। দু আনা ? দু আনায় আমি কী করে-- পীতাম্বর। খুব হবে, খুব হবে। ঠাকুর দেবতা আর কত খান বাপু । চিরকাল পাচ পয়সার খেয়ে এসেছেন, গরীবের বাড়ি, নাও, ধর । ( হাতে পয়সা দিল ) নাও, দুগ্গা দুগগা বল দিকি, দুগগা দুগগা বল, অনেক দেরি হয়ে গেল ।