পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 বিরাজ-বেী [ প্রথম অঙ্ক "দুর্গা, দুর্গা" বলিতে বলিতে ব্যস্তভাবে প্রস্থান করিল । মোহিনী পয়সা মাথায় স্পর্শ করিয়া, দুর্গ নাম উচ্চারণ করিয়া, ঘরে ফিরিতে উদ্যত হইয়াছে, এমন সময় পীতাম্বর ফিরিয়া আসিয়া বলিল পীতাম্বর । ওগো দেখ, পুজে টুজে দিতে ঠাকুরতলায় যাবে, কি কোথায় যাবে, আর ঘর দোর গুলো হাট করে খুলে রেখে যাবে, তা ক’র না যেন । জগনলা গুলো ছিটfকনি এটে দোরে তালা দিয়ে তবে বাড়ি থেকে বেরিয়ো । আমার মাথাটি খেযো না, বুঝলে ? জুগ গা দুগ গা-• • • • • ব্যস্তভাবে প্রস্থান ঘাড় নাড়িয়া সম্মতি জানাইয় মোহিনীও প্রস্থান করিল। কয়েক মুহূৰ্ত্ত পরে নেপথ্য হইতে মুদুকণ্ঠে কীৰ্ত্তন জাতীয় স্বর শোনা গেল । প্রবেশ করিল নীলাম্বর। তাহার আকৃতি পীতাম্বরের বিপরীত । দীর্ঘ, উন্নত, বলিষ্ঠ দেহ, গৌরবর্ণ, গায়ে জামা নাই । গলায় তাহার তুলসীর মালা । নীলাম্বর আসিয়া তাহার ঘরের রকে একটি খুটি ঠেস দিয়া বসিল, কণ্ঠের সঙ্গীত স্পষ্টতর হইল। যদু ভৃত্য তামাক দিয়া গেল। নীলাম্বর গান থামাইয়া হকায় মুখ লাগাইল । তাহার দশবৎসর বয়স্ক অনুঢ়া ছোট বোন হরিমতী পিছন হইতে নিঃশব্দে আসিয়া ইটুে গাড়িয়া বসিয়া দাদার পিঠে মুখ লুকাইয়া কাদিতে লাগিল। নীলাম্বর হুক| বাম হাতে লইয়া, ডান হাত ঘুরাইয়া বোনের মাথার উপর রাখিয়া সস্নেহে কহিল— নীলাম্বর । সকাল-বেলাই কাল্লা কেন দিদি ? হরিমতি । ( মুখ রগড়াইয়া পিঠময় চোথের জল মাখাইয়া দিতে দিতে ) বৌদি— ক্রমদন নীলাম্বর। হ্যা, বৌদি। বৌদি কী করেছে বল ত ? হরিমতি । গাল টিপে দিয়েছে । নীলাম্বর । বটে ।