পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বে। হরিমতি । আবার ‘কানী’ বলে গাল দিযেছে । নীলাম্বব । ( বোনটিকে পিছন চাইতে টানিযা সামনে বসাইয কেঁাচার কাপড়ে চোখ মুছাইয দিযা ) তোমাকে কানী বলে ? এমন দুটি চোখ থাকতে তোমাকে যে কানী বলে, সে-ই কানী । কিন্তু গাল টিপে দেয় কেন ? হরিমতি । ( কান্নার সুবে ) মিছিমিছি । নীলাম্বর । মিছিমিছি ? আচ্ছা, চল ত দেখি । রক হক্টতে নামিল নেপথ্য বিরাজ । ও যদু, যদু এলি ? একটা কাজে যদি C5* @ー বলিতে বলিতে রান্নাঘরের পাশ হইতে বডবধু বিরাজ প্রবেশ করিয়া প্রাঙ্গণে দাডাইল বিরাজ অসামান্ত সুন্দরী । লালপাড় শাড়ী পরণে, গায় জামা নাই, কপালে উজ্জ্বল সি দুর টিপ, আসিয়া ভাইবোনকে এক সঙ্গে দেখিয়া সে জ্বলির উঠিল বিরাজ । ও । পোড়াবমূখি আবার নালিশ করতে এসেছিস ? নীলাম্বর । কেন আসবে না ? তুমি কানী বলেছ, সেটা না হয তোমার মিছে কথা । কিন্তু তুমি গাল টিপে দিলে কেন ? বিরাজ । দেবে না ! অত বড় মেযে, ঘুম থেকে উঠে চোখে মুখে জল দেওয়া নেই, কাপড় ছাড়া নেই, গোযালে ঢুকে বাছুর খুলে দিয়ে ই ক’রে দাড়িয়ে দেথছে । আজ এক ফোটা দুধ পাওযা গেল না । মারা উচিত । নীলাম্বর । না, ঝিকে গয়লাবাড়ি পাঠিয়ে দেওযা উচিত। কিন্তু