পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y 8 ধিরাজ-বে। [ প্রথম অঙ্ক বিরাজ। আমাকে পাখাটা দে পুটি, যা তুই খেলগে যা । পুতুলকে কাপড় পরাইতে পরাইতে হরিমতি চলিয়া গেল । সেইদিকে একটুক্ষণ চাহিয়া, পরে বিরাজ বলিল— বিরাজ । সত্যি বলছি, অত ছোট-বেলায বিবে হওয ভাল নয। নীলাম্বর। কেন নয় ? আমি ত বলি, মেযেদের খুব ছোট-বেলtয বিয়ে হওয়াই ভাল । বিরাজ । ( মাথা নাড়িযt ) না, আমার কথা নয আলাদা, কিন্তু পাঁচজনের ঘরে দেখছি ত । ঐ যে ছোট-বেলা থেকে মারধর সুরু হয়ে যায়, শেষে বড় হলেও সে দোষ বোচে না । সেই জন্তেই ত আমি আমার পুটির বিয়ের নামটিও করি নে। নইলে পরপ্তও রাজেশ্বরীতলার ঘোষালদের বাড়ি থেকে ঘটকী এসেছিল। সৰ্ব্বাঙ্গে গযনা, হাজার টাকা নগদ—তবুও আমি বলি, না আরও দুবছর থাক । নীলাম্বর । ( বিস্মিত হইয়া মুখ তুলিয়া ) তুষ্ট কি পণ নিযে মেযে বেচবি না কি রে ? না না— বিরাজ । কেন নেব না ? অামার একটা ছেলে থাকলে টাকা দিয়ে মেয়ে ঘরে আনতে হ’ত না ? আমাকে তোমরা তিনশো টাকা দিয়ে কিনে আন নি ? ঠাকুরপোর বিযেতে পাচশো টাকা দিতে হয নি ? না, না, তুমি আমার ও-সব কথায় থেক না—আমাদের যা নিয়ম আমি তাই করব । নীলাম্বর । ( অধিকতর আশ্চৰ্য্য হইয়া ) আমাদের নিয়ম মেয়ে বেচা এ-খবর কে তোকে দিলে ? আমরা পণ দিই বটে, কিন্তু মেয়ের বিয়েতে এক পয়সাও নিই নে। আমি পুটিকে খান করব । ( দুধের বাটি তুলিল )