পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃপ্ত ] বিরাজ-বেী `ථ বিরাজ । ( ডাক দিয়া ) ও পুটি, তোর দাদার দুধটা নিয়ে আয় না । ( গলা নামাইয়া ) পাগল ? পাগল করেছিলে কেন ? নীলাম্বর । করতে হয় নি । কিন্তু দুধ কী হবে ? বিরাজ । আমি খাব । না, ঠাট্রা নয়, কাল ও-বাড়ির পিসিমা এসেছিলেন, শুনে বল্লেন—এত কম বয়সে মাছ ছেড়ে দিলে চোখের জ্যোতি কমে যায, গায়ের জোর কমে যায় । না, না, সে হবে না, শেষকালে কী হতে কী হবে, তোমাকে মাছ ছাড়তে অমি দেব না । নীলাম্বর । (হাসিয়া ) আমার হয়ে তুই বেশি করে খাস, তা হলেই হবে । বিরাজ । ( রাগের সুরে ; কী যে হাড়ি কাওরার মতন আবার তুই তোকারী কর । নীলাম্বর । ( অপ্রতিভ হইয়া ) মনে থাকে না রে । ছেলে-বেলার অভ্যেস যেতে চায় না। কত তোর কান মলে দিয়েছি, মনে আছে ? বিরাজ । ( মুখ টিপিয়া হাসিয়া ) মনে আবার নেই ? ছোটটি পেয়ে আমার ওপর কম অত্যাচার করেছ তুমি ? বাবাকে লুকিয়ে, মাকে লুকিয়ে, আমাকে দিয়ে তুমি কত তামাক সাজিয়েছ ! কম শয়তান তুমি । নীলাম্বর হো হো করিয়া হাসিয়া উঠিল নীলাম্বর। আজও সেই সব মনে আছে তোর ? কিন্তু তখন থেকেই তোকে ভালবাসতুম । বিরাজ । ( হাসি চাপিয়া ) জানি। চুপ কর, পুটি আসছে। বাম হাতে একটা ছিন্নবস্ত্র পরানে পুতুল ও ডান হাতে গরম দুধের বাটি লইয়া হরিমতি আসিল । বাটি পাতের কাছে বসাইয়া সে পাথ লইয়া বাতাস করিতে উত্তত হইল