পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় দৃপ্ত ] বিরাজ-বে। ૨૪ নীলাম্বর মহাভারত তুলিয়া লইয়৷ পাতা উলটাইয়া যথাস্থান খুজিয়া পড়িতে শুরু করিয়াছে, এমন সময় বৃদ্ধ মতি মোড়ল আসিয়া একেবারে তাহার" পায়ের নীচে সিড়ির উপর কাদিয়া পড়িল মতি । ও দাদাঠাকুর গো— নীলাম্বর। কী হযেছে ? কী ? ও মতি— মতি । ওগো দাদাঠাকুর, তুমি একবার না দেখলে ত আমার ছিমস্ত আর বঁাচে না । কাদিতে লাগিল নীলাম্বর। কী রকম হয়েছে খুলে বল, কাদিস নে। মতি । একবার পায়ের ধূলো দ্যাও দেবতা । ছিমস্ত যে আমার ফাকি দিয়ে চলে যায়— আকুল ভাবে কাদিতে লাগিল নীলাম্বর । গায়ে কি খুব বেশি বেরিয়েছে মতি ? মতি। সে আর কী বলব। মা যেন একবারে ঢেলে দিয়েচেন । ছোটজাত হয়ে জন্মেছি দাঠাকুর, কিছুই ত জানি নি, কী করতে হয়— বলিতে বলিতে সে নীলাম্বরের দুই পা জড়াইয়া ধরিল একবার চল গো একবার চল । নীলাম্বর । ( ধীরে ধীরে পা ছাড়াইয়া লইয়া কোমল স্বরে ) কিছু ভয় নেই মতি, তুই যা, আমি পরে যাচ্ছি । তুই ঘরে যা । মতি । ঘরে গিয়ে যে টিকতে পারি নে ঠাকুর । সে মাগি আছাড়ি পিছাড়ি করছে । ( উঠিল ) ভুলে থেক নি দেবতা, আমাদের ওষুধ বিষুদ মস্তর তস্তর সব ঐ দুটি পায়ে । একবার পায়ের ধূলো দিয়ে পরাণটা রক্ষে করে যাও । নীলাম্বর । বাব ত বলেছি মতি যাবই আমি। তুই বা, মোড়ল ীে একলা আছে । চোখ মুছিতে মুছিতে মতি চলিয়া গেল