পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२ বিরাজ-বে। [ প্রথম অঙ্ক নীলাম্বর চিন্তিত মুখে আকাশের দিকে চাহিয়া দেখিল । তখন থর রৌদ্রে মাঠ ভরিয়া গিয়াছে। নেপথ্য হইতে হরিমতির কণ্ঠ আসিল— হরিমতি । ( নেপথ্যে ) দাদা, বৌদি ঘরে এসে গুতে বলছে । নীলাম্বর নীরবে বসিয়া রহিল । হরিমতির প্রবেশ হরিমতি । শুনতে পাও নি দাদা ? নীলাম্বর ধীরে ঘাড় নাড়িয়া জানাইল, ন অনেকক্ষণ ঠায় বসে আছে । বৌদি বলছে রোদটা বডড চড়া হয়েছে, আর রোদের তাতে বসে থাকতে হবে না । নীলাম্বর । ( আস্তে আস্তে বলিল ) সে কী করছে রে পুটি ? হরিমতি। বৌদি ? বৌদি পুজোর জিনিসপত্তর গুছিয়ে দিচ্ছে । নীলাম্বর। লক্ষ্মী দিদি আমার, একটি কাজ করবি ? হরিমতি । (ঘাড় কাত করিয়া ) হ্যা করব । নীলাম্বর । ( কণ্ঠ অতি কোমল করিয়া ) আস্তে আস্তে আমার চাদর আর ছাতিটা নিয়ে আয় দেখি । হরিমতি । চাদর আর ছাতি ? নীলাম্বর। হ্যা, নিয়ে আয় ত দিদি । হরিমতি । ( চোখ কপালে তুলিয়া ) বাবা রে । বৌদি ঠিক এই দিকে মুখ করে বসে রয়েছে যে । নীলাম্বর। পারবি নে আনতে ? হরিমতি অধর প্রসারিত করিয়া মাথা নাড়িয়া বলিল— হরিমতি । না দাদা, দেখে ফেলবে। তুমি ঘরে চল । নীলাম্বর। হু, যাই । হরিমতির প্রস্থান