পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দ্বিতীয় অঙ্ক প্রথম দৃশ্য সন্ধ্যার প্রাক্কাল নীলাম্বরদের চণ্ডীমণ্ডপ । দাওয়ার উপর একটি মোড়ায় বৃদ্ধ ভোলানাথ মুখোপাধ্যায় বসিয়া তামাক টানিতেছে, নিচে পৈঠার উপর নবীন এক টুকরা কলাপাত পাকাইতে পাকাইতে গান গতিতেছে। গানটি কীৰ্ত্তন। অদূরে ধন্থ দাড়াইয়া গান শুনিতেছে। গান শেষ হইলে— যছ। খাস গাইছ লবীনচনার । বাঃ, বাঃ ! নবীন। খুড়ো, আমি কি আর শিখতে পেরেছি ? এই গানই যখন আমাদের বড়বাবু গান, আহ, বনের পশুপার্থী থির হয়ে শোনে। যদু। যাই, গরুটারে গোয়ালে তুলে আসি । প্রস্থান ভোলানাথ একটা স্বথটান দিয়া ছক হইতে কলিকাটি তুলিয়া নবীনের হাতে দিল। নবীন পাতার নল সহায়তায় ধুমপান করিতে লাগিল ভোলানাথ। তোদের বড়বাবুর যেমন কাও ! আমাদের নীপাড়ার অতদিনের হরিসভা পড়ে রইল, আর তিনি গেলেন গয়লাপাড়ায় গিয়ে কোত্তনের দল বসাতে । নবীৰ। আজ্ঞে না, দল তিনি বসান নি কৰ্ত্তা । দল আমাদের, । আমরা সন্ধ্যে-বেলায় বসে এট,-আদৰ্টু নাম করি, তিনি দয়াময় মধ্যিসাধ্য এটু, পা’র ধূলো দান করেন। ওঁর ত বামুন গয়লা ভেদ নেই।