পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२७ বিরাজ-বে) [ প্রথম অঙ্ক হরিমতি । দাড়াও সুন্দরীদিদি, বৌদিদি দক্ষিণের টাকা বার করে আনছে । উভয়ে দাড়াইল মোহিনীর প্রবেশ মোহিনী । ( অতি কুষ্ঠিত ও মৃদু কণ্ঠে) মুন্দরি, একটি কাজ করবে ? স্বন্দর জিজ্ঞাস্ব দৃষ্টিতে চাহিল এই পাঁচটি পযসার চিনি সন্দেশ আর দু পয়সারদই কিনে বাবাকে দিও, আর এই একটি পযসা দক্ষিণে, লক্ষ্মীটি । সুন্দরী। এই ত পূজো যাচ্ছে ছোটবেীমা, আবাব কেন ? মোহিনী। ত হোক, তুমি কারুকে বলে না সুন্দরি। লক্ষ্মৗটি । পয়সা দিয়া দ্রুত পদে যেন পলাইয়া গেল। বিরাজ প্রবেশ করিল। তাহার এক হাতে একটি ছোট রেককে বাতাসা বিরাজ। ( নেপথ্য হইতে বলিতে বলিতে ঢুকিল ) ওবে তোরা বাতাসাগুলো ফেলে যাচ্ছিস্ যে, আ সুন্দরি, চোখ কোন দিকে থাকে তোর ? হ্যা রে পুটি, তোব দাদা কোথায গেলেন ? পুজো যাচ্ছে, একবার দেখুক ৯ দেখ দিকি ভেতরে— চওঁীমণ্ডপের ভিতর নির্দেশ করিল। পুটি উঠিয়া ভিতরে উকি দিয়া দেখিয় দাওযার উপর হইতে বলিল— হরিমতি । না, এথানে ত নেষ্ট দাদা । বলিয়া ফিরিয়া আসিতে তাহার দৃষ্টি পড়িল দূরে মাঠের উপর। তাহার চোখ বিস্ফারিত হইল, সে চীৎকার করিয়া উঠিল— হরিমতি । ও মা, ঐ যে দাদা ! ঐ ত কার সঙ্গে মাঠের ওপর দিযে ছুটে চলেছে— শুনিয়া চমকিত বিরাজের হাত হইতে ঝন ঝন শব্দে থালি পড়িয়া গেল, সে পাষাণ-প্রতিমার মত দাড়াইয়া রহিল