পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ॐंश्च घृशं ] বিরাজ-বেী ૨ જ নেই খুড়ো, বললাম—ছোটবাবু, ভেন্ন হয়েছেন, আপনি হয়েছেন, সে আপনাদের ভায়ে ভায়ে কথা । আমি ও সব জানি নে । আমার দেীবীর যখন সময় হবে, বলতে হবে না, বড়বাবুর পায়েই জমা দিয়ে আসব । তারপর তার ঠেঞে আপনি আপনার হিস্তে বুঝে নেবেন । ব্যাস । কী বল গো খুড়ো ? যদু মাথা নাড়িতে লাগিল। নবীন কয়েক মুহূৰ্ত্ত তাহার মুখের প্রতি চাহিয়া থাকিয়া বলিল— তা তুমি আর কিছু ব’লো নি বড়বাবুকে । যা বলবার আমিই কাল এসে বলব। চললাম । নবীন প্রস্থান করিল। যদু ফিরিয়া আসিতেছে—নবীন পুনঃপ্রবেশ করিয়া ডাকিল— নবীন। একটা কথা খুড়ে । ( যন্থ ফিরিয়া গেল ) বলছিলাম, পারলে কি মানুষ ইচ্ছে করে দেয় না ? না, আমাকে এতকাল দেখেও ছোটবাবু চেনেন নি ? যদু । তা বই কি । আচ্ছা, তোমার আবার দেরি হয়ে যাচ্ছে । নবীন। বডড দেরি হয়ে গেল খুড়ো । সেধেটি কী করছে কে জানে। আসলে ছোটবাবুর ভয়টা কী জান ? বড়বাবু যদি খরচ করে ফেলেন। তেনার—মানে--দিদিঠাকরুণের বিয়ের পর থেকে এটু, টানাটানি যাচ্ছে কিনা— যত্ন । না না, টানাটানি নয় লবীনচন্দর— নবীন। না তাই বলছি। আর দেখ খুড়ো, সেও ত মুলে এই আমি। ঐ দিদিঠাকরুণের বিয়ের সম্বন্ধ আমিই পেরথম তুলি রায়মশায়ের ছেলের সাথে, সে কবে ? অাড়াই বছর পরে সেই