পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

NDe বিরাজ-বে। [ দ্বিতীয় অঙ্ক সেখানেই হল কথা, বিয়েও হল সেইখানে। কী থরচা, কী ধুমধাম । আর সেই বিয়ে ইস্তক ছটি মাস এই চলেছে বড়বাবুর। তাই বলি– আমিইনত উপলক্ষি— যদু । ভবিতfব্য রে বাবা লবীনচক্ষর, ভবিতব্যি । অমন রামচন্দরকে বনে যেতে হল, যুধিষ্ঠিরকে নরক দর্শন করতে হল, তুমি করবে কী ? নবীন। না তাই বলছিম । পারলে আর দিতুম নি ? ছোটবাবুর কী বল না, অমন বোনের বিযেতে একটা আঙ্গুল নেড়ে উবগার করলেন না । উলটে নিজের ঘরদের ভাগবঁটির করে নিযে কেবল পুটুলিতে গিরের ওপর গিরে নাগাচ্ছেন বই ত নব । যদু । আচ্ছা লবীনচন্দব, তুমি তা হ’লে এস। সাধুচরণকে একলা রেথে এয়েছ বলছিলে— নবীন। হ্যা খুড়ে, তাইতেষ্ট ত তাড়াতাড়ি করতেছি । বড়ছেলেট থাকলে আমার আজ ভাবনাটা কী । আসব’থন কাল সকালে । দ্র ও প্রস্থান যদু কাছে আসিতেছে ভোলানাথ। কী রে বাপু, বেলা ত কাবার হযে গেল । তোদের বড়বাবু কি আর ফিরবে না নাকি আজ ? কী রাজকাৰ্য্য করে বেড়াচ্ছেন, তা ত বুঝি না । যত্ন । রাজকাৰ্য্যই করতেছেন হয় ত। কোথায় কোন দুঃর্থীর ঘরে uছড়া কাথার সিংহাসনে বসে রাজকাৰ্য্য করতে নেগে গেছেন, তিনিই , छांcनन । ভোলানাথ । বলি, ফিরবে ত ? না কি আমি এসেছি, খবর পেয়েছে, তাই আজি এত ফিরতে দেরি হচ্ছে ? যত্ন । হে: হে: হে: হেঃ, হাসালেন কত্তামশাই । তা আপনি