পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বে। -9) হলেন গায়ের ঠাকুরদা, ঠাট্টা করতি পারেন। সেই যে আমার পো-ম গল্প করতেন না ?—বলে, রাজবাড়ীর ঐরেবত হাতী, সকাল-বেলা প্রাতিভভমনে বেরিয়েছেন। পথে তোমার গে দেথা হল মশার সঙ্গে । মশা বললে, আহা, কাল রেতে তোমায বডড কামড়েছি, না ? সব্বাঙ্গ ফুলে উঠেছে বটে, তাই ভয়ে ঘরের থেকে বেরিয়ে পড়েছ দেখছি—হা:, হাঃ হাঃ । ত বসুন, সন্ধ্যে হতে দেরি আছে, আর এক কন্ধে তামুক সেবা করুন । ভোলানাথ । থাক থাকু, আর ত কাজকৰ্ম্ম নেই, তোমার এথেনে বসে বসে তামুক সেবা করলেই আমার চতুর্ণর্গ ফল হবে । যদু কলিকা লইয়া প্রস্থান করিল ভোলানাথ । টাকা ধার দিযে ভাল বিপদেহ পড়া গেল । ( বলিতে বলিতে বাহিরের রাস্তার পানে চাঙ্গিয দেখিযা ) ও পতেম্বর, পীতেম্বর হে, শোনো, শোনো । পীতাম্বর প্রবেশ করিল আমি তাই বলি ভাইপোটাকে যে, বলিস কাজকৰ্ম্ম খুঁজে পাস না, আর আমাদের পীৱে স্বরকে দেখ দিfক, উকীল মোক্তার উপোষ করে মরছে, আর ও গাছতলায় বসে লোকের দরথাস্ত লিখে দিয়ে, দলিল নকল করে দিযে কেমন গুছিয়ে নিয়েছে। পীতাম্বর । তারপব, ঠাকুরদা যে এখানে একলাটি বসে ? ভোলানাথ । আর ভাই, একলাটিই ত বসে থাকতে হচ্ছে । তোমার দাদা ত চোত গেল, বোশেখ গেল, জষ্টিও যায়, একটি পয়সা স্বদ বলে উপুড় হস্ত করলেন না । পীতাম্বর । মাপ করবেন ঠাকুরদা, ওসব আমাকে শোনাবেন না ।