পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

డిky বিরাজ-বে। [ त्रेिडीय स्रक বিরাজ। যদি কালো কুচ্ছিত হতুম, তা হলে আমাকে কি এত ভালবাসতে ? নীলাম্বর । ( মৃদু হাসিযা ) ছেলে-বেলা থেকে একটি পরম সুন্দরীকেই ভালবেসে এসেছি। কী করে বল্ব এখন, সে কালো কুচ্ছিত হলে কী করতুম। বিরাজ। আমি বলব কী করতে ? তা হলেও তুমি আমাকে এমনই ভালবাসতে । নীলাম্বর নিঃশব্দে চাহিয়া রহিল তুমি ভাবছ কী করে জানলুম, না ? নীলাম্বর। ঠিক তাই ভাবছি, কী করে জানলে ? বিরাজ । আমার মন বলে দেয। আমি তোমাকে যত চিনি, তুমি নিজেও নিজেকে তত চেন না । যা অন্যায, যাতে পাপ হয, এমন কাজ তুমি কখনও করতে পার না । স্ত্রীকে ভাল না বাসা অন্যায়, তাই আমি জানি, যদি আমি কানা খোড়াও হতুম, তবুও তোমার কাছে এমনই আদর পেতুম। সত্যি নয ? লীলাম্বরের চোখে পুনরায় জল আসিল । সে বিরাজের মাথাটি একবার বুকের কাছে চাপিয়া ধরিয়া ভারী গলায় বলিল— নীলাম্বর । সত্যি বই কি বিরাজ । বিরাজ। ঘরে চল, ভাল করে তোমার মুখ দেখতে পাচ্ছি না । নীলাম্বর নীরবে উঠিল ও উভয়ে বাটীর ভিতর চলিয়া গেল। তখন রাত্রি হইয়াছে । চওঁীমওপের ভিতর অনুজ্জ্বল দীপালোক, বাহিরে অন্ধকার। সেই অন্ধকারে দুইটি মূৰ্ত্তি আবিতুত হইল। একটি হাফপ্যান্ট পর। পুরুষ মূৰ্ত্তি, অপর স্ত্রীমূৰ্ত্তি। তাহামের মুখ ভাল দেখা যায় না, কেবল চাপ কণ্ঠের কথা শোনা গেল। তাহার রাজেন্দ্র ও স্বন্দরী । স্বনারী। আর আপনি আসবেন না বাবু আমার সঙ্গে, দোহাই