পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

विठौब्र शृश ] বিরাজ-বেী లిసె আপনার । আমি ত বলেছি আপনাকে, কথা কইতে আমি পারি নে, আমার ভরসা হয় না। আপনি যান এইবার, কে কোথা থেকে দেখে ফেলবে, সৰ্ব্বনাশ হবে । রাজেন্দ্র । সব বুঝি, তবু স্থির থাকতে পারি না। ভূতে টেনে রাস্তায় রাস্তায় ঘুরিয়ে নিযে বেড়ায় । সৰ্ব্বনাশের কথা কী বলছ ঝি, সৰ্ব্বনাশ আমার হয়ে গেছে সে দিন যে দিন তোমাদের নদীর ঘাটে প্রথম চোখে পড়ল সেই অপরূপ মূৰ্ত্তি । এত সুন্দরও মানুষ থাকতে পারে, আমি জানতুম না । সুন্দরী । আপনি রাজ লোক বাবু, এই বয়েস, এই রূপ আপনার, যা হবার নয়, তার পেছনে ছুটবেন না বাবু! রাজেন্দ্র । তুমি বুঝতে পারবে না সুন্দরী । আমার আtহার নেই, ঘুম নেই, মুখ নেই, শাস্তি নেই। যাব, কলকাতাতেই চলে যাব । দেখি যদি ভুলতে পারি। কী জানি আবার ছুটে আসতে হবে কিনা । যাক, আমি চললুম। তবে তুমি দেখো, তুমি দেখো । রাজেন্দ্র অন্ধকারে অদৃপ্ত হইল, সুন্দরী বাটীর ভিতর প্রবেশ করিল विडौम्न शूञ्च নীলাম্বরদের গৃহ-প্রাঙ্গণ ( প্রথম অঙ্কের দৃপ্ত )। কেবল মরাই অন্তর্হিত হইয়াছে এবং পীতাম্বরের ঘরের পাশ হইতে একটি টানা দরমার বেড়া বাড়িটাকে দুইথওে বিভক্ত করিয়াছে । বৈকাল-বেলা । ভোলানাথ উঠানে ক্রুদ্ধ ভঙ্গিতে দওtয়মান, লীলাম্বর মাথায় হাত দিয়া সিড়ির উপর বসিয়া ভোলানাথ। বলি কি সাধে বাপু ? তোমার ব্যাভারে বলায় । আজ নয় কাল, এ শনিবারে নয় আর বুধবার, বুড়ো মানুষকে ঘুরিয়ে ঘুরিয়ে