পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয দৃশ্ব ] বিরাজ-বে। 8@ যাবার কথাই যদি বললে মা, পিযাদা ডাকতে এলে, না বলি কী করে ? এই তুমি মনিব, যেদিন সন্ধ্যে-বেলাষ ঘাটে থেকে ফিরে রেগে আগুন হযে হুকুম করলে—যা ত সুন্দরি, কে একটা লোক ঘাটের ধারে দাড়িযে আছে, মান করে দি গে আমাদের বাগানে ঢুকতে, তা গেলুম নি ? বিরাজ। গেলি, কিন্তু যা বলেছিলুম তা করেছিলি ? সুন্দরী । ( খতমত খাইযা ) য’্যা ? বিবাজ । (তীক্ষদৃষ্টিতে তাঙ্গর মুখের দিকে চাহিযা ) বলি, মানা করতে বলেছিলুম, তা করেছিলি ? সুন্দরী । ( সামলাইয লইবার চেষ্টা করিল ) ওমা, তুমি কী কথা কও বৌমা ! মান করলুম নি ত কী করলুম তবে ? আমি কি গিয়ে গপপ করলুম তার সঙ্গে ? বিরাজ । গল্প করেছিলি কি না, সে তুই জানিস । কিন্তু তা হ’লে আবার এত কথাই বা হয় কেন, আর তোকে ডেকেই বা পাঠায় কিসের জোরে ? সুন্দরী । সেই কথাই ত বলছি মা । তুমি যেমন মনিব, তারাও হলেন তেমনি এ মুল্লকের জমীদার। আমরা দুঃখী প্রজা, পিয়াদা পাঠালে হুকুম অমান্ত করি কৗ ভরসাব ? বিরাজ হাড়ীর ঢাক খুলিয়া ভিতরে হাত দিয়া নাড়িয়া দিল , তারপর ঢাকা বন্ধ করিয়া হনরীর প্রতি চাহিয়া বলিল— বিরাজ। তারা এ মুল্লুকের জমিদার নাকি ? সুন্দরী । ( এক গাল হাসিয়া ) হ্যা মা, এই মহালট যে তারাই কিনেছেন । জমিদার ত নয়, রাজা বললেই হয় । তার বাসের যুগ্যি কাছারী বাজী ত নেই, তাই বাবু ঐ তোমার ঘাটের ওপারে