পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিরাজ-বেী [ দ্বিতীয় অঙ্ক من 3 স্বাববাগানে তাবু খাটিয়ে রয়েছেন। ( সোৎসাহে ) ত সত্যি মা, রাজপুত্ত র ত রাজপুত্ত্ব র! কীবে মুখ চোখের ছাদ, কী রঙ, আর কীবে রাজার মতো ঐশ্বষ্যি। তাবুর মধ্যে ঢুকলে— বিরাজ । থাম, থাম, চুপ কর । ওসব কথা তোকে জিজ্ঞাসা করি নি। কী তোকে বললে ডাকিয়ে নিযে গিয়ে তাই বল । সুন্দরী । ( ক্ষুব্ধস্বরে ) কী কথা আর হবে মা, কেবল তোমারই কথা । বিরাজ । হু । ক্ষণকাল মৌন রহিল, পরে উনানের কাঠ ঠেলিযা দিয়া ফিরিয়া চাহিয়া বলিল— আচ্ছা স্বনারি, তুই ত অনেকবার সেখানে গিযেছিস, এসেছিস, অনেক কথাও কয়েছিস, কিন্তু আমাকে ত একটি কথাও বলিস নি ? সুন্দরী । ( প্রথমটা হতবুদ্ধি হইযা গেল, পরে সামলাইযা ) কে তোমাকে বললে মা আমি অনেকবার গিযেছি, অনেক কথা কযে এসেছি ? বিরাজ। কেউ বলে নি, আমি নিজেই জানি । আমার কপালের পেছনে আরও দুটো চোথ কান আছে । বলি, কাল ক’টাক বকশিস নিয়ে এলি ? দশ টাকা ? সুন্দর বিস্ময়ে অবাক হইয়া গেল। তাহার অঞ্চলের ষে প্রাস্তটা সামনের দিকে পড়িয়াছিল সেইটা তাড়াতাড়ি টানিয়া লইয়া হাতের মুঠির মধ্যে চাপিয়া ধরিল। তাহার মুখের উপর একটা পাণ্ডুর ছায় পড়িল, অস্পষ্ট আলোতেও বিরাজ তাহ দেখিল বিরাজ । ( ঈষৎ হাসিয়া ) সুন্দরি, তোর বুকের পাট এত বড় হবে না যে তুই আমার কাছে মুখ খুলবি। তবে কেন মিছে আনাগোনা করে, টাকা থেয়ে, শেষে বড়লোকের কোপে পড়বি ? সুন্দরী । না—না— সে কথা খুজিয়া পাইল নী বিরাজ। কাল থেকে এ বাড়িতে আর ঢুকিস নে । তোর হাতের