পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●는 বিরাজ-বেী দ্বিতীয় অঙ্ক কিন্তু তোমার হয় ত পূৰ্ব্ব জন্মের পাপ ছিল। না হলে কিছুতেই এমন হত না । বিরাজ । ( মুখ তুলিয়া ) কী হত না ? নীলাম্বর । তোমার সমস্ত দেহ মন ভগবান রাজরাণীর উপযুক্ত করেই গড়েছিলেন, কিন্তু— বিরাজ । কিন্তু কী ? বল ? নীলাম্বর চুপ করিয়া রহিল বিরাজ । ( রুক্ষ স্বরে ) এ খবর ভগবান কখন তোমাকে দিয়ে গেলেন ? নীলাম্বর । চোখ কান থাকলে ভগবান সকলকেই খবর দেন । বিরাজ। ই । ভগবান কি তোমাদের চোখ কান দেন শুধু মেয়েমানুষের রূপের খবর নেবার জন্তে ? নীলাম্বর। না, তা নয়। কিন্তু এটা একবার ভেবে দেখেছ বিরাজ, যে তোমার মত কটা মেয়েমানুষ এমন নিগুণ মুখের হাতে পড়ে ? এইটেই তোমার পূৰ্ব্বজন্মের পাপ । নইলে তোমার ত দুঃখ কষ্ট সহ করবার কথা নয় । রাজার ঘরেই তোমার— বিরাজ । থীম। তুমি কি মনে কর, এই সব কথা শুনলে আমি খুশী হই ? নীলাম্বর । কী সব কথা ? বিরাজ । এই যেমন রাজার ঘরেই আমাকে মানায়, রাজরাণী হতে পারতুম, শুধু তোমার হাতে পড়েই এমন হয়েছি—এই সব ? মনে কর এ শুনলে আমার খুব আহলাদ হয় ? না, যে বলে তার মুখ দেখতে ইচ্ছে করে ? বিরাজের রাগ দেখিয়া কুষ্ঠিত নীলাম্বর কী বলিৰে ভাবিয়া পাইল মা