পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তৃতীয় দৃশ্ব ] বিরাজ-বে) &S নীলাম্বর । তোমার একটা কথাও আমি শুনি নি ? বিরাজ । ( জোর করিয়া ) না, একটাও নয় । তুমি কেবলু ভেবেছ নিজের পাপ হবে, মিথ্যে কথা হবে, লোকের কাছে অপযশ হৰে । কেবল তুমি নিজের কথা ভাব । অনেক দুঃখে আজ আমাকে এ কথা মুখ দিয়ে বার করতে হল। আজ নিজের ঘরে দাসীবৃত্তি করতে দিতে তোমার লজ্জা হচ্ছে, কিন্তু কাল যদি তোমার একটা কিছু হয়, পরশু ষে দুটো ভাতের জন্তে আমাকে পরের ঘরে গিয়ে দাসীবৃত্তি করে বেড়াতে হবে । তবে একটা কথা এই যে, সে তোমাকে চোখে দেখতেও হবে না, কানে শুনতেও হবে না । কাজে কাজেই তাতে তোমার লজ্জাও কবে না, ভাবনা চিন্তা করবারও দরকার নেই । এই না ? নীলাম্বর সহস এ অভিযোগের উত্তর দিতে পারিল না । মাটীর দিকে খালিফক্ষণ চুপ করির চাহিয়া থাকিয়া চোখ তুলিয়া মৃদুকণ্ঠে বলিল— নীলাম্বর । এ কখনও তোমার মনের কথা নয় । দুঃখ কষ্ট হয়েছে বলেই রাগ করে বলছ । তোমার কষ্ট আমি যে স্বর্গে বসেও সইতে পারব না, এ তুমি ঠিক জান । বিরাজ ! আগে তাই জানতুম বটে। কিন্তু কষ্ট যে কী তা কষ্ট্রে না পড়লে যেমন ঠিক বোঝা যায় না, পুরুষমামুষের মায়া-দয়াও তেমনই সময় না হলে টের পাওয়া যায় না । কিন্তু তোমার সঙ্গে এই সন্ধ্যেবেলায় আমি রাগারগি করতে চাই নে । তুমি কী কথা বলতে এসেছিলে আমাকে তাই বলে নিজের কাজে যাও । নীলাম্বর । কী কথা বলতে এসেছিলুম, তা ভুলে গেছি। কিন্তু এখন ষে কথা বলতে চাইছি সে অঙ্ক কথা । দুই এক মুহূর্ত চুপ করির বিরাজের জালত মুখের পানে চাহিয়া এ জন্মে তোমার ত কোনও দোষ অপরাধ শক্রতেও দিতে পারে না,