পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চতুর্থ দৃশু ] বিরাজ-বে। மூ8 পালন করতে পারি নি । কিন্তু সে-সব কথার জন্তে ত তোকে ডাকি নি । ষা বলছি পারিস কি না তাই বল । পীতাম্বর । ( মাথা নাড়িযা ) না, বিযেব আগে আমাকে জিজ্ঞেস করেছিলে ? নীলাম্বর । করলে কী হত ? পীতাম্বর । ভাল পরামর্শষ্ট দিতুম । নীলাম্বরের মাথার মধ্যে আগুন জ্বলিতে লাগিল, তাহার ওষ্ঠাধর কঁাপিতে লাগিল। তবুও নিজেকে সংবরণ করিয়া বলিল-- নীলাম্বর । তা হলে পারবি নে ? পীতাম্বর । না । আর পুটির শ্বশুরও যা নিজের শ্বশুরও তাই । এরা গুরুজন । তিনি যখন পাঠাতে ইচ্ছে করেন না, তখন তার বিরুদ্ধে আমি কথা কইতে পারি না । ও স্বভাব আমার নয় । নীলাম্বর । পুটির শ্বশুর তোর গুকজন, আর আমি, আমি তোর কেউ নই, না ? পীতাম্বর । তা বলছি না, তবে পুটির শ্বশুর সম্পর্কে পিতৃতুল্য— নীলাম্বর রাগে অধীয় হইয়া বলিল— নীলাম্বর । যা, বেরো, বেরো— বেরিয়ে যা আমার সামনে থেকে— পীতাম্বর । ( ক্রুদ্ধ হইযl ) থামক রাগ কর কেন দাদা ? অামার, বাড়ি। না গেলে তুমি আমাকে জ্ঞোর করে তাড়াতে পার ? নীলাম্বর । ( বাহিরের দিকে হাত প্রসারিত করিয়া ) বুড়ে বয়সে মার থেয়ে যদি না মরতে চাস সরে যা, সরে যা আমার স্বমুখ 〔邻夺1 可t一 পীতাম্বর । কেন ? তোমা—