পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

§28 বিরাজ-বেী [ দ্বিতীয় অঙ্ক নীলাম্বর। বাস। একটি কথাও নয়। যা । পীতাম্বর ভয় পাইয়া আস্তে আস্তে সরিয়া গেল । নীলাম্বরও চলিয়া গেল। এদিকে বিরাজ বাহিরে আসিয়া তাড়াতাড়ি ছুটিল পীতাম্বরের অংশের দিকে । পরক্ষণে নিজেদের অংশে নীলাম্বরের সহিত বি রাজের প্রবেশ বিরাজ। ছিঃ ! সমস্ত জেনে শুনে কি ভায়ের সঙ্গে কেলেঙ্কারী করতে আছে ? নীলাম্বর । কিসের জেনে শুনে ? শুনেছ ওর কথা ? বিরাজ। সব শুনেছি। কিন্তু এদিকে ভেতরে ভেতরে এই বাড়িবাধা দলিল যে ভোলাঠাকুরের কাছ থেকে লিখিয়ে নিয়েছে ঠাকুরপো, কবে নালিশ করে তার ঠিক নেই, তাও ত জান ? জেনেশুনে সেই ভায়ের সঙ্গে কী বলে— নীলাম্বর । ( বাধা দিয়া উদ্ধতভাবে ) ছা, হা, জানি । জানি বলে কি ভয়ে জড়সড় হয়ে থাকব ? আমার সব সহ হয় বিরাজ, ভণ্ডামি সহ হয় না । বিরাজ । কিন্তু তুমি ত এক নও। আজ হাত ধরে বার করে দিলে, কাল কোথায় দাড়াবে, সে কথা একবার ভাব কি ? নীলাম্বর । না, সে কথা যিনি ভাববার তিনি ভাববেন । আমি ভেবে মিথ্যে দুঃখ পাই কেন । বিরাজ । ( কঠিনকণ্ঠে ) তা ঠিক, যার কাজের মধ্যে খোল বাজানো আর মহাভারত পড়া, তার ভাবনা চিস্তে মিছে । নীলাম্বর । ওগুলো আমি সব চেয়ে বড় কাজ বলেই মনে করি। তা ছাড়া ভাবতে থাকলেই কি কপালের লেখা মুছে যাবে ? ( কপালে হাত দিয়া ) চেয়ে দেখ বিরাজ, এইখানে লেখা ছিল বলে অনেক রাজা-মহারাজাকে গাছতলায় বাস করতে হয়েছে, আমি ত অতি তুচ্ছ ।