পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ግዐ বিরাজ-ৰে) [ তৃতীয় অঙ্ক ক’র না । বটুঠাকুর যে কতদিন থেকে বলছেন, একবার তোমার মামার বাড়ি থেকে ঘুরে এলে না কেন ? আজ নয কাল করে নিজেই বললে বোশেখ মাসে যাবে, বটুঠাকুর দিন ঠিক করলেন, গাড়ী এল, তুমি যাবার দিন বেঁকে দাড়ালে । বিরাজ। কী করে যাব ? আমার গযন নেই, ভাল কাপড় নেই । মোহিনী । ওকথা কাকে বলছ দিদি ? বটুঠাকুব ঠিকই বলেছিলেন, গযন কাপড় যতদিন বাক্সে পড়ে পচছিল, তখন একটা দিন অঙ্গে ওঠে নি। আজ নেই বলে ওই ছুতো করছ । ওসব ছুতো আমার কাছে ক’র না দিদি । বিরাজ । যেতে আমি পারলুম না তা কী কবব বল ? মোকিনী । কেন যেতে পারলে না তা জানি । কিন্তু যার জন্তে যেতে পারলে না, তারহ জন্তে যাওযা তামার উচিত ছিল দিদি । তোমাকে আমি বোঝাব কী । ওঁকে ঘবে বন্ধ করে না রথে পুরুষ মাহুষের মত রোজগার করতে দাও দিদি, আমি বলছি ভগবান মুখ তুলে চাইবেন । বিরাজ চুপ কারয় রহিল এখনও সময আছে দিদি, মাস-কতকের জন্তে পা ববে না মামার বাড়ি গিযে থাকতে ? বিরাজ । ( মাথা নাড়িযা ) না । ঘুম ভেঙ্গে উঠে ওর মুখ না দেখে আমি একটা দিনও কাটাতে পাবব না। যা পারব ন ছোট-বেী, সে কাজ আমাকে ব’ল না । মোহিনী । গেলে ভাল হত দিদি । বিরাজ কিছু বলিল না । উভয়ে নীরবে বসিয়া রহিল। একটু পরে—