বিষয়বস্তুতে চলুন

পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বেী ግ❖ মোহিনী । না, হবে না দিদি, একটু বস না । চান করা হলেই ত যে যার খাটtয গিযে ঢুকতে হবে । বিরাজ । তা ত হবেষ্ট । মোহিনী। তখন কেবল খাচা র দেযালে মাথা ঠোকা বই ত নয় । ঐ বেড়ার ধারে এসে “ও দিদি" আর “হ্যা দিদি" করে মরা। না দিদি, তোমাব পাযে পড়ি, একটু বস না ভাই, দুটো কথা কযে বাচি । তাহার আব্দারপূর্ণ আকুল অনুরোধ বিরাজকে মুগ্ধ করিল। সে একটা গাছের তলায় ভাঙ্গ ইটের স্তপের উপর বসিল । মোহিনী পাশে বসিল বিরাজ । তা নয বসলুম, কিন্তু এর নাম তোর দশহরার চান ? রাত থাকতে যে ছুটে এলি, সে গল্প কববাব জন্যে বুঝি ? দশহরা টশহবা সব মিথ্যে তোর । মোহিনী । না গে দিদি, দশকবাও সত্যি, তোমার সঙ্গে গল্প করাও সত্যি । ও-পারে ঐ হতভাগা জমিদারটাব মাছ ধরার ঘাট তৈরী করা এস্তক আমার নদীতে চান কব বন্ধ হযেছে । তুমি ত কথন রাতারাতি নদীতে গিযে বাসন কখনো ধুযে একটা ডুব দিয়ে মাস । ওর নাম কি চান ? তাই আজি গল্পও করব চানও করব দুজনে একসঙ্গে । বিরাজ। আর গল্প ! গল্প কি আবে আছে বোন, সব পুড়ে আঙ্গর হয়ে গেছে এই থানটায । ( নিজের বুকের মধ্যস্থলে হাত দিয দেথাইল ) তুই না থাকলে এতদিন পাগল হযে যে তুম ছোট-বোঁ । মোহিনী । ভেবে না দিদি । তোমার পুণ্যে সব ঠিক হয়ে যাবে। বিরাজ । ওকথা বলিস নে রে, আমার পুণ্যির কথা বলিস নে । আমি মহা পাতকী । মাথার ঘাযে কুকুর পাগল হয়েছি। রাতদিন ওঁকেও জ্বালাচ্ছি, নিজেও জলে পুড়ে কেঁদে মরচি । মোহিনী। দিদি, একটা কথা বলব, ছোট বোনের কথার রাগ