পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ማgo বিরাজ-বে) [ তৃতীয় অঙ্ক রাজেন্দ্র । আর এপারে তোমার ঐ যে কী বললে কাকুড় গাছ না পাকুড় গাছ, ওরই নাবো থেকে আর ডগা পৰ্য্যন্ত বুঝি রুই কাতলায বোঝাই আছে ? হুঁ বিশ্বনাথ ? বিশু । এজ্ঞে, দেখুন না একবার আমার কথাটা অমান্তি করে । যে ঘাটের জল সরা ভরা হয়, তেল ঘি পড়ে, মচ্ছ আপনার সেইখেনে থাকেন কিনা । রাজেন্দ্র । তা বেশ, চল যেখানে মচ্ছ আছেন, সেই থানেই চল । আমার এপার ওপার দুষ্ট সমান । দুইপদ অগ্রসর হইয দুরে গাছপালার ফণক দিযা কী যেন দেখিয়া রাজেন্দ্রর এই অনাগ্রহ অলসভাব মুহূর্তে কাটিয গেল । সে ব্যস্তভাবে বলিল রাজেন্দ্র । বিগু, দে দেখি ছিপটিপগুলো আমার হাতে। তুষ্ট যা, দৌড়ে যা, দেখ ত আমার টাকার ব্যাগটা কোথায় পড়ে গেছে পথে – বিশু । এজ্ঞে বেগ ? টাকার বেগ ? যার মধ্যি— রাজেন্দ্র । ( অল্পীর হইযl ) হ্যা, হ্য", তার মধ্যে অনেক টাক। আছে । ছুটে যা । পাচ টাকা বকৃশিস দেব । এইদিকে কোথায পড়ে আছে নিশ্চয । যা— ছিপ ইত্যাদি লইযা রাজেন্দ্র সামনে বনের মধ্যে অদৃষ্ঠ হইল এবং বিশু যে পথে আসিয়াছিল সেই পথে ছুটিবার জন্ত মালকোচা মারিতেছে, এমন সময় দরজ খুলিয়। পীতাম্বর আবিভূতি হইল। তাহার কাধে একটা গামছ, মুখে দাতন ও হাতে গাড়, পীতাম্বর । কে রে ? কী করছিস ? বিশু । ( মুখ তুলিযা ) এজ্ঞে, আমি বিশ্বনাথ দাদাঠাকুর । পীতাম্বর । বিশে ? তুই এখানে কী করছিস্ ? মারামারি ?