পাতা:বিরাজবৌ-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম দৃশু ] বিরাজ-বে। ག། ༤༽ বিশু । এজ্ঞে না, ছুটব । বেগ, দেখেছেন ? পীতাম্বর । এঃ, বেট বেগবান অশ্ব হয়েছে ! বেগ আবার কী দেখব রে ? বিশু । আমাদের হুজুরের ট্যাকার বেগ । পড়ে গিইছেন কোথা, তাই চুড়তেছি দাদাঠাকুর । ট্যাক বোঝাই বেগ গো— বলিয়া ছুটিয়া বাহির হইয়া গেল । পীতাম্বর নদীর দিকে যাইতেছিল, কিন্তু ফিরিল ও পথের এদিক ওদিক দেখিতে দেখিতে বিশুর পথে চলিল। একটু পরে নদীর দিক হইতে বিরাজ ও মোহিনী প্রবেশ করিল। সদ্যস্নাত মূৰ্ত্তি, ভিজা কাপড় গামছা, জলপূর্ণ ঘটি হাতে। তাহার কথা কহিতে কহিতে অগ্রসর হইতেছিল বিরাজ । নিজেদের ঘাটে, চোরের মতন চান করা । মোহিনী । তাই বলছিলুম দিদি, এথান থেকে যাও তুমি। বার বার বলছি বলে রাগ কর না, তোমার যাওয়া দরকার । বিরাজ তক্ষুদুষ্টিতে মোহিনীর মুখের পানে চাহিয়া বলিল— বিরাজ । কেন বল দেখি ? তুই এত করে যেতে বলছিস কেন ? মোচিনী । দিন-কতক সরে থাক না দিদি । দোহাই তোমার, তোমাকে যেতেই হবে, না গেলে আমি কিছুতেই ছাড়ব না । বিরাজ । তুই কি ঐ নতুন ঘাটের জন্তে বলছিস ? মোহিনী। হু । বিরাজ । কি স্তু ঘাট ত আজই হয় নি । মোহিনী । ( নতমুখে ) কাল সুন্দরী— বিরাজ । সুন্দরী এসেছিল ? মোহিনী নীরবে মাথা নাড়িল বিরাজ । একটা কুকুরের ভয়ে বাড়ি ছেড়ে চলে যাব ? মোহিনী । কুকুর পাগল হলে তাকে ত ভয় করতেই হয় দিদি।