লাসা [ ફ88 ] লাসা বাণিজ্য প্রচলিত ছিল। মেক্রান ও সিন্ধুপ্রদেশে মুসলমান সমাগমের সমকালে এখানে সম্ভবতঃ আরববাসী মুসলমান বণিকৃগণ উপনিবেশ স্থাপন করিয়া থাকিবেন। লাসক (ক্লা) লসতীতি লস-ল। ১ মটক, চলিত মটকা, ( পুং ) ২ লান্তকারী। ৩ মধুর। ৪ লসক। ৫ বেষ্ট ৬ দীপ্তিকারক । "নবজলকণসেকাচ্ছীততামদিধান: কুসুমভরনতানাং লাসকঃ পাদপানাম্।।” (ঋতুসংহার ২২৬ ) লালকা (স্ত্রী) লাসক-ভীষ নর্তকী । (অমর) লাসা, ( Lhasa ) হিমালয়ের উত্তরপার্শ্ব সুবিস্তৃত তিব্বতরাজ্যের রাজধানী। এই জনপদ ভোট ভাষায় থ-ছন্প বা তুষার প্রদেশ নামে অভিহিত । আৰfর তিব্বতীয় ভাষায় লহী শব্দের অর্থ দেব এবং সা শবো বিশ্রাম-নিকেতন । লাসা অর্থাৎ দেবস্থান। স্বতরাং লাসা বা লাসা শব্দে দেবস্থানই বুঝাইয়া থাকে। এই নগরবাসী জন সাধারণ বৌদ্ধ। বৌদ্ধ লামাচাৰ্য্য ও যতি প্রভৃতি ধৰ্ম্মকৰ্ম্মনিরত থাকিয়া এখানকার মঠে भदर्शन করিয়া থাকেন। ভারতবাসীর পূজ্য ও প্রসিদ্ধ বুদ্ধাবতার শাক্যমুনির প্রসাদে এখানকার ধৰ্ম্মমণ্ডল আজিও বৌদ্ধধৰ্ম্মের উদার মত পালন করিয়া আসিতেছে, তবে বর্তমান লামাধৰ্ম্মে, পাৰ্ব্বতা জাতির বোন-পা ধৰ্ম্মের অনেক প্রভাব ওতপ্রোত ভাবে মিশ্রিত হইয়া রহিয়াছে। এই নগরে তিব্বতের সর্বপ্রধান লামাচাৰ্য্য *দলইলাম।” রাজশক্তি সম্পন্ন হইয়া রাজদণ্ডের প্রভাবে ধৰ্ম্মরাজ্য ও কৰ্ম্মরাজ্য রক্ষা করিয়া আসিতেছেন। [ তিব্বত ও লামা দেখ। ] বর্তমান লাসা নগরীর উত্তরে শৈল শৃঙ্গোপরি পোতল গুম্ফা নামক দলই লামার রাজ প্রাসাদ অবস্থিত । উহার গঠন-বৈচিত্র্য এবং তথাকার অপর কুইট প্রসিদ্ধ সঙ্ঘারামের প্রস্তুত প্রণালী পৰ্য্যবেক্ষণ করিলে স্বতঃই মনে বিস্ময় সমুৎপাদিত হয় । লক্ষ্ণ দলই লামা এখানকার রাজ্যশাসন-কার্য্যের এৰং ধৰ্ম্মরক্ষণ ও | প্রচার-বিষয়ের সর্বময় কৰ্ত্ত হইলেও এই নগরে চীনরাজের দুইজন অম্বন বা রাজদূত বাস করেন। তাহাদের পরামর্শমতে লাসাপতি দলই-লাম। যাবতীয় রাজকীয় কার্য নিৰ্ব্বাহ করিয়া থাকেন । লাসাবাসী উক্ত চীন-রাজকৰ্ম্মচারিদ্বয়ের অধীনে দলু-হে নামে তুইজন প্রধান সেনাপতি আছেন । র্তাহার স্ব স্ব পদ ও মর্য্যাণানুসারে তিব্বতরাজ্যের সুশাসন বন্দোবস্তের জষ্ঠ সকল বিষয়ই পরিদর্শন করিয়া থাকেন । দলুহের নিম্নতন চীনকৰ্ম্মচারিদ্বয় ফোপুন নামে খ্যাত। তাহার সেনবিভাগের t দলইলামীর পেীতল প্রাসদ । 食 বেতনদাতা বক্সী ও ইংরাজসেনাবিভাগের এডজুটেন্ট ও কোয়াটটর-মাষ্ট্রর জেনারলের দ্যায় কাৰ্য্য করেন। একজন দলুহে ও একজন ফোপুন দীঘাটতে থাকিয়া তিব্বতীয় সেনাদলের সাধারণ পরিদর্শকের কার্য্য করিয়া থাকেন। এই দুই কৰ্ম্মচারী ধা সেনাধ্যক্ষের নিয়ে তিনজন “চোঙ ঘর" আছেন। তাহারা চীনজাতীয় এবং এক একটী সেনবিভাগের নায়ক মাত্র । ইহাদের মধ্যে একজন দীঘাটতে ও অপর এক জন নেপাল সীমান্তবৰ্ত্তী টঙরি নগরে সসৈন্ত অবস্থিত থাকিয়৷ তিব্বত সীমান্ত রক্ষা করিতেছেন। উক্ত সেনানায়কত্রয়ের SttDDBB BB BBBS BB BB BBBB BBBS DDDttB BBB BSBB iDD Bu BB BB BBB हैइएक ८प्रशमणद्र बtण । XVII ७३
পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/২৪৫
অবয়ব