পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৫২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

4. বয়নবিদ্বল o ইহাতে স্থতায় কোনও গিরা পড়িবে না, অথচ এরূপ জুড়িয়া যাইবে যে, অন্ত স্থান ছিড়িবে, তবুও জোড় খুলিবে না । মোচড়া তালরাপ দেওয়া না হইলে বস্ত্রবয়নকালে অনেক ভূগিতে হয় । - এই মোচড়া দেওয়ার মধ্যেও তাতি এবং জোলাদের ভেদ আছে। উহাদের পরস্পরের বিপরীত প্রণালী। উপরে জোলী, দের মোচড়ার কথা লিখিত হইয়াছে - হিন্দু তাতির বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি ও তর্জনীর মধ্যে ই স্থতার অগ্রভাগ লইয়া নীচদিকে পাক দিয়া ঐ সঙ্গে সঙ্গে উপর দিকে ছুঁড়িয়া দেয়। সরু স্থতায় তাতিদের মোচড়। তাল, আর মোটা সুতার জোলাদের জোড় দেওয়াই সুবিধাজনক । স্বত ভাতান ও বলান ( Sizing )--মোট স্বতীয় ভাতের मॐ श्र५द #िङ्कां ७4য়ের মিশ্রিত মও এবং সরু স্বতীয় খৈএর মও ব্যবহৃত হয়। একখানি পাথর বা পাত্রে মাড় লইয়া প্রথমে সুতার ফেটী বাম হাতে ধরিয়া দক্ষিণ হস্ত দ্বারা উহার পৃষ্ঠে উত্তমরূপে মাড় মাথাইয়া লয়। পরে ঐ স্থত মাড়ের মধ্যে এরূপ ভাবে চট্‌কাইতে হইবে যে, সমস্ত স্থতার গায়ে ভালরূপ মাড় লাগে অথচ স্থতা বিশৃঙ্খল না হয় । তদনন্তর ছোট চরকির মাথায় ঐ স্থতার ফেটী লাগাইয়া বড় নাট দ্বারা পূৰ্ব্বৰ নাটাই করিবে। প্রথমে ভাতের মও দিয়া সমস্ত মাড়ের কাজ হইত বলিয়া আজও ইহাকে “ভাতান” বলে এবং মাড় দিবার পর সুতা নাটাই করিলে স্থতার দৈর্ঘ্য কিছু বাড়িয়া যায় ৰলিয়া ইহার নাম “বলান” । শুকান ( Drying )-নাটাকরা হইলে ঐ নাটাই রৌদ্রে দিয়া স্থত শুকাইতে হয় । শুকাইয় গেলে পুৰ্ব্ব প্রকারে স্বতা খুলিয়া একটা চটার বা বাশের উপর গুছাইয়া রাখিবে। এই সকল কার্য্যে যত শৃঙ্খলা রাখা যাইবে, ততই জটিলতা কম হইবে। যদি আকাশ মেঘাচ্ছন্ন থাকে এবং রৌদ্রে স্থত। শুকাইবার সুবিধা না হয়, তাহা হইলে অগ্নির উত্তাপে স্থত শুকাইয়া লওয়া যাইতে পারে। বেশী বাদলার সময় কারিকরেরা প্রায় স্থতায় মাড় দেয় না। aărsă (Winding the bobbins)—of extol গেলে স্থতার ফেটী বাম হস্তের বৃদ্ধাঙ্গুলি দ্বারা চাপিয়া দক্ষিণ হস্ত দ্বারা ক্রমে মোচড়াইয় বেশ উন্টাইয়া দিবে, এইরূপ করিলে সুতায় মাড়ের আট ছাড়া হয়, তখন ছোট বাওয়া চরকিতে ঐ ফেটী পরাইবে । যেখানে স্থতার খেই জড়াইয়া বাধা আছে, তাহ ছিড়িয়া লইয়া একটা খেই টানার নলীর ( Bobbin ) গায়ে একটু জড়াইয়া ঐ নলী টেকের সরু সুচল দিকে মাটির, ডানহাতে চরকায় পাক দিতে থাকিবে এবং । { . یوله به ] বয়নবিদ্যা वाभ श्रणङ्ग इहे श्रब्रूणि चांद्रा cगहे ८षहे शब्रिब्र गमछ मगैौद्र १ोॉtग्र एउठ छक्लादेररु । cशम नजैौ cवर्ण श्रीपॆ इग्न अशष्ठ जइरख ,স্বতা খুলিয়া আইসে। নলীর মধ্যভাগে মোটা এবং দুই দিকে সরু করিয়া সুতা জড়াইলে তাল হয়। টানার ফ্রেমের মধ্যে পরস্পর বাধিয়া না যায়, সেই বিবেচনায় নলীতে স্থত জড়ান উচিত । পীড়নের স্বতা ও থালিতে ( Piri ) ঐরূপ প্রকারে চরকার সাহায্যে জড়াইতে হয়,তবে খালি টেকের পেচ-যুক্ত মুখের সহিত আটিতে হয়। মাকুর মধ্যে সহজে প্রবেশ করাষ্টতে পারা যায় এইরূপ মোটা করিয়া স্থতা জড়াইবে । টানার ফ্রেম-সাঙ্গান ও বার-গাথা-যত জোড়া কাপড় একেবারে আরম্ভ করা হইবে তাহার আবশ্বক মত নলী ( Bobbin ) পাকান হইলে টানাকলের মধ্যস্থিত শিকে ঐ নলগুলি পরাইবে ; তৎপরে প্রত্যেক নলীর সুতায় খেই বাহর করিয়া একটি বারের দুই শলাকার মধ্যস্থ ফাকের মধ্য দিয়া টানিয়া লইবে ; এইরূপে যত নলী থাকিবে, অৰ্দ্ধেক বারের ছিদ্র মধ্যে এবং অৰ্দ্ধেক সলার ফাক দিয়া স্থতার খেইগুলি প্রবেশ করাইয় একত্র করিয়া একটা গিরা দিয়া বাধিতে হয় । টান হাট ( Warping )-চলিত কথায় টান কাড়াও বলে । তাতির প্রায় এক সঙ্গে 8 জোড়া হইতে ১২ জোড় পৰ্য্যন্ত টানা দিয়া থাকে। যত হাত কাপড় হইবে বা তাহা ১৫৷২ হাত বেশী লম্বা টানা দেওয়া উচিত। টানা চক্রাকারে বা চতুষ্কোণ করিয়া দেওয়া যায়। ১০ x ৫ হাত স্থানে ৪• হাত লম্বা টান দিতে পারা যায়। প্রথমে দুই প্রান্তে ৩ বা ও{ হাত লম্বা ২টা খুঁটা পুতিবে। প্রথম খুটার ও বা ৭ ইঞ্চি দুরে বামভাগে ২ট এবং ডানদিকে ৩টা শর পুতিৰে, পরে ২ বা ৩ হাত দূরে দূরে এক এক লাইনে ২টা করিয়া শর পুতিবে । তখন টানার কল ( Bubbin frame ) এবং বার আনিবে, সুতার খেইগুলি যে একটি গিরা দেওয়া আছে, তাহা খুলিয়া প্রথম খুটায় বধিবে এবং বারখানি ডান হাতে ধরিয়া সরাইলেই যেমন একটি জো বা জ্বালা ( Lease ) হইবে, অমমি বাম হাত দিয়া তাহার এক প্রস্থ স্থতা ১ম শরের মধ্যে ও ২য় শরের বাহিরে দিবে এবং অপর প্রস্থ স্থত ১ম শরের বাহির ও ২য় শরের মধ্য দিয়া চালাইয়া দিবে। এই নিয়মে সমস্ত ঘুরাইয়া ১ম খুটার নিকট আসিতে হইবে। ফলতঃ অর্ধেক স্বতা প্রত্যেক শরের বাহিরে এবং অৰ্দ্ধেক সুতা তাঙ্কার ভিতর দিকে থাকিৰে। কিন্তু খুটা ফুটকে ঐক্ষপে না পেচাইয়া কেবল খুটার বাছির দিকেই সব স্থত মুরির বাইৰে । খে দিকে ২টী শয় সেই দিকে টানা আরম্ভ এবং যে দিকে ৩টা শল্প, সেই দিকে টানা শেষ করিতে হইবে। কাপড়ের বহর