পাতা:বিশ্বকোষ ঊনবিংশ খণ্ড.djvu/৫৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বরদর্শিনী বরদনায়কসুরি, দক্ষিণাত্যের একজন প্রসিদ্ধ পণ্ডিত। ইনি তত্ত্বনিরূপণ नाम গ্রন্থ রচনা করেন । বরদমূৰ্ত্তি, বাজপেয়াদি সঞ্চয়নির্ণয় নামক বৈদিক গ্ৰন্থরচয়িত। বরদযোগ, বাঙ্গালার অন্তর্গত একটা প্রাচীন স্থান। ভবিষ্যব্রহ্মখ”৯৮২২ ) বর্তমান নাম বজ্রযোগিনী। [ বজ্রযোগিনী দেখ। ] বরদরাজ, ১ একজন বিখ্যাত তার্কিক। ইনি তর্ককারিক, তার্কিকরক্ষা এবং সারসংগ্রহ নামে তার্কিকরক্ষার টীকা রচনা করেন । ২ একজন বিখ্যাত বৈয়াকরণ,ইহার পিতার নাম দুর্গাতনয় । পাণিনি-ৰীকরণ আশ্রয় করিয়া ইনি গীৰ্ব্বাণপদমঞ্জৰী, মধ্যসিদ্ধান্তকৌমুদী, লঘুকৌমুদী এবং সারসিদ্ধান্তকৌমুদী বা সারকৌমুদী নামে সংস্কৃত ব্যাকরণ প্রণয়ন করেন। ৩ একজন বিখ্যাত বেদজ্ঞ পণ্ডিত, বামনাচার্য্যের পুত্র ও অনন্ত নারায়ণের পৌত্র। ইনি ঋশ্বেরভাষা, তৈত্ত্বিরীরারণ্যকভাষা, নিধানস্বত্রবৃত্তি, প্রতিহারস্বত্রবৃত্তি, মশককল্পস্থত্রভাষা এবং বরদরাজদীক্ষিতীয় নামক শ্রেীতগ্ৰন্থরচয়িত । ৪ একজন মীমাংসক, রঙ্গরাজের পুত্র, দেবরাজের পৌত্র এবং সুদর্শনাচার্য্যের শিষ্য, মীমাংসালয়বিবেকদীপিকাপ্রণেতা । ৫ একজন নৈয়ায়িক, রামদেবমিশ্রের পুত্র, হরিদাসের স্তায় কুসুমাঞ্জলিটীকার একজন টিপ্পণীকার । ৬ শিবসুত্রবাৰ্ত্তিক রচয়িত । ৭ ব্যবহারকাণ্ড বা ব্যবহারনির্ণয় প্রণেতা । ৮ যাগ প্রায়শ্চিত্তব্যাখ্যাকার । ৯ আনন্দতীর্থ রচিত মহাভারততাৎপৰ্য্যনির্ণয়ের মন্দসুবোধিনী নামে টীকাকার । ১০ ভাষামঞ্জী ও প্রমাণপদার্থ নামক ব্যাকরণ-গ্ৰন্থরচয়িতা। ১১ দ্যায়ুদীপিকা প্রণেতা । ১২ তত্ত্বনির্ণয় নামক বৈদাস্তিক গ্রন্থকার। ১৩ কিরণাবলীর জনৈক টীকাকার । ১৪ পুরুষস্থক্তের জনৈক ভাৰ্য্যকার। ১৫ কবিজনবিনোদ নামে সংস্কৃত গ্ৰন্থরচয়িতা । বরদরাজ আচার্য, নামমাতৃকানিঘণ্ট রচয়িত । বরদরাজ চোলপণ্ডিত, বিবেকতিলক নামধেয় রামায়ণের জনৈক টীকাকার । বরদরাজভট, সামান্তপদমঞ্জরী নামে বৈদান্তিক গ্ৰন্থরচয়িত । বরদরাজ ভট্টারক, কামনাকীয় নীতিসারের টীকাকার। বরদরাজীয় (ত্রি) বরদরাজলিপিত। বরদশির (স্ত্রী) দেখিতে স্বলক্ষণ বা সুন্দরী। রোমায়ণ ২৫৫২) কেহ বরবর্ণিনী এই পাঠ অনুমান করেন। [ ¢8७ ] বরদাধীশ যন্ত্ৰম্ বরদবিষ্ণুদূর, জৈন রিভেদ। বরদী (স্ত্রী) বরদ-টাপ। ১ কস্তা । ( মেদিনী) ২ আদিত্য ভক্ত। ৩ অশ্বগন্ধা । ( ভাবপ্র” ) ৩ অভীষ্টফলদাত্রী । ৪ প্রসন্নচিহ্নস্বচক হস্তাদি বিষ্ঠাসরূপ মুদ্রাবিশেষ। ৪ বর্চল, চলিত হুড়হড়ে। ৫ বারাষ্ঠীকল । (বৈস্তুকনি” ) বরদা, হিমপাদবিনিঃস্থত নদীভেদ। (হিমবংখ• ৪৬৯) এখানে অষ্টাদশভূজা দেবীমূৰ্ত্তি বিরাজিত। ( হিম• ৪১৩৯-৪৪) বরদা (স্ত্রী) শক্তিমূৰ্ত্তিভেদ । বরদাচতুর্থ (স্ত্রী) বরাখা চতুর্থী। মাঘ মাসের শুক্লাচতুর্থী। মাঘ মাসের শুক্লাচতুর্থীর দিন গৌরীপূজা করিতে হয়, এই দিন গৌরীপূজা করিলে তিনি বরদায়িনী হইয়া থাকেন, এইজন্ত এই চতুর্থীকে বরদাচতুর্থী কহে । এই তিথিতে গৌরীপুঞ্জ করিলে সৌভাগ্য ও অতুল শ্ৰী লাভ হয়। এই চতুর্থীতে গৌরী পূজা করিয়া পঞ্চমীতে সরস্বতীপুজা করিতে হয় । “চতুর্থী বরদা নাম তস্তাং গৌরী মুপুজিতা । সৌভাগ্যমতুলং কুৰ্য্যাং পঞ্চম্যাং স্ত্রীরপি শ্রিয় ॥” (তিথিতত্ত্ব বরদাচাৰ্য্য, কয়েকজন বহু প্রাচীন সংস্কৃত গ্রন্থকারের নাম। যথা— ১ অনঙ্গব্রহ্মবিদ্যাবিলাস ও অম্বালভাণ নামে ভাণরচয়িত । ২ অধিকারসংগ্ৰহ-ভাৰ্য্যকার । ৩ অভয়প্রদান ও অভয় প্রদানসার-প্রণেতা । ৪ উৎপ্রেক্ষামঞ্জরী নামে অলঙ্কার-গ্ৰন্থরচয়িত । ৫ কান্তালীয়খগুনমগুনকার । ৬ পরতত্ত্বনির্ণয়কার । ৭ কারিক দর্পণপ্রণেত । ৮ প্রমেয়মালা নামে বৈদাস্তিক গ্ৰন্থরচয়িতা। ৯ ভগবন্ধ্যানমুক্তবর্ণীকার । ১০ মঙ্গলময়ূরমালিকা নামে অলঙ্কার গ্ৰন্থরচয়িত । ১১ যতিরঞ্জিবিজয় বা বেদান্তবিলাসনাটককার । ১২ বিরোধপরিহারকার । ১৩ ব্যাকরণলঘুবৃত্তিপ্রণেতা। ১৪ শ্বেতাশ্বতরোপনিষদ্ভাৰ্য্যকার । ১৫ সাবিত্ৰী-পরিণয় নামে কাব্যরচয়িত । বরদাতু (পুং ) দার্ততি দা তুন, বরম্ভ দাতু বৃক্ষবিশেষ, শাকবৃক্ষ, সেগুণগাছ, হিন্দী ভূ ইসহ, পৰ্য্যায় ভূমিসহ, দ্বারদা, খরচ্ছদ। গুণ-শিশির ও রক্তপিত্তপ্রসাদন । ( ভাবপ্র” ) & (ত্রি ) দা-তৃণ, বরস্ত দাতা। অভীষ্ট ফলপ্রদাতা, যিনি বর দেন। স্ক্রিয়াং ভীষ, বরদাত্রী। বরদাধীশ যত্ত্বন, একজন প্রসিদ্ধ স্বাৰ্ত্ত বেঙ্কটাৰীশের পুত্র। ইনি প্রয়োগবৃত্তি ও প্রায়শ্চিত্তপ্রদীপিকা রচনা করেন।