পল্লব-রাজবংশ [ و سb ] পল্লবসার তৈল বাতাপীনগরে পল্লবরাজকে পরাজিত করিয়াছিলেন । অতঃপর পরবরাজ পুনুরায় বাতাপী অধিকার করিয়া লন । এ সময়ে কাঞ্চীপুর রাজ্য অক্ষুঃ ছিল, কালে পল্লবরাজগণের ক্ষমতা ক্রমশঃ হ্ৰাস হইলে, খৃষ্টীয় ১০ম শতাবো চোলরাজ পল্লকেশরিবার পুত্র বীরচোল পল্লবদিগের নিকট হইতে তেওমগুলম্ অধিকার করেন । ৰেঙ্গোরাষ্ট্রান্তর্গত মাঙ্গলুর গ্রাম দানোপলক্ষে রাজা সিংহবৰ্ম্মীর রাজত্বের ৮ম বৎসরে উৎকীর্ণ তাম্রশাসন হইতে জানিতে পারি যে, পলকদের পর পল্লবরাজগণ দশনপুরে রাজধানী স্থাপিত করিয়াছিলেন । প্রসিদ্ধ চীন-পরিব্রাজক ফা-ছিয়ান্ যখন দক্ষিণাত্য পরিদর্শনে গমন করেন, পল্লববংশীয় রাজগণ তৎকালে কাঞ্চীপুর ও বেঙ্গীনগরে রাজত্ব করিতেছিলেন । ইহার প্রায় দুইশতাবা পরে, চালুকারাজ কুজবিষ্ণুবৰ্দ্ধন পল্লবদিগকে পরাজয় করিয়া বেঙ্গীনগর অধিকার করিয়াছিলেন । অতঃপর ৭ম শকে আমিরা দেখিতে পাই চালুক্যরাজ ২য় বিক্রমাদিত্য (৬৫৫-৬৬৯ শক) পল্লবরাজ নন্দিপোত বৰ্ম্মাকে পরাজিত করেন। এতদ্ভিল্লখুষ্টীয় জষ্টম শতাব্দে রাজপুত্র হেমশীতল জৈনধৰ্ম্মগ্রহণপূর্বক বৌদ্ধদিগকে কাঞ্চীধাম হইতে তাড়াইয়া সিংহলে প্রেরণ করেন । ঃপর রাষ্ট্রকুটবংশীয় রাজা ধ্রুব-নিরুপম কর্তৃক পল্লব পরাজয় এবং তৎপরবর্তী রাজা ৩য় গোবিন্দ কাঞ্চীপতি দস্তিগকে বিশেষরূপে নির্জিত করিয়াছিলেন।* ইহার কিছু পরে কোঙ্গুরাজ গগুদেব মহারায় পল্লবগণকৈ আপনার অধীন করিয়াছিলেন। অতঃপর পল্লবমল্ল নন্দিবৰ্ম্মার তাম্রশাসন হইতে জানিতে পারি তিনি শবররাজ উদয়ন নিষাদরাজ, পৃথিবীব্যাঘ্র ও পাওrরাজের সহিত যুদ্ধ করিয়াছিলেন ।+ পল্লবধংশীয় রাজগণ বৌদ্ধ ও ব্রাহ্মণ্য ধৰ্ম্মের সেবক ছিলেন। একদিকে যেমন তাহারা বৌদ্ধধৰ্ম্মের প্রশ্রয়কল্পে অমরাবতী নগরে বুদ্ধমন্দির, স্ত,প ও মহামন্ত্রপুরের বৃহৎরথ-বিহার প্রভৃতি নিৰ্ম্মাণ করিয়া দেন । তেমনি অপরদিকে ব্রাহ্মণসেবার পরাকাষ্ঠা দেখাইয়া, তাহারা দেবসেবামুরত ও বিদ্যামুশীলনে নিয়ত ব্ৰাহ্মণদিগকে তাম্রশাসনের অনুবলে অসংথ্য অসংখ্য ভূমি দান করিয়াছিলেন । উক্তরাজবংশধরগণ প্রতিষ্ঠিতদেবমন্দিরের ব্যয়ভার বহনের জঙ্ক অকুষ্ঠিতহদয়ে ভূ-সম্পত্তি দান করিয়া গিয়াছেন । এই সকল অালোচনা করিলে স্পষ্টই প্রতীতি হয় যে, চীন-পরিব্রাজক ফা-হিয়ান বর্ণিত বৃত্তান্তগুলি নিতাস্ত অমূলক নহে। তাহার লিখিত গ্রন্থপাঠে জানা যায় যে, ‘পল্লবরাজগণের সময়ে দক্ষিণ-রাজ্যে শ্রমণ, ব্রাহ্মণ ও ভিন্ন ভিন্ন ধৰ্ম্মাবলম্বী ব্যক্তিগণ একত্রে স্বচ্ছলো বাস করিতেছেন।” ইহাদের রাজত্বকালে দক্ষিণভারতে বিদেশীয়-বাণিজ্য উন্নতির চরমসীমায় আরোহণ করিয়াছিল* ইহ। তৎসাময়িক ইতিহাস পাঠে জানা যায় । বাণিজ্য কারণে বিভিন্ন ধৰ্ম্মাবলম্বীর পল্লবরাজ্যে আগমন ভিত্তিহীন নহে । পরবর্তী চীন-পরিব্রাজক হিউএন্-সিয়াংএর ভ্রমণবৃত্তাস্ত হইতে আমরা জানিতে পাই যে, দক্ষিণাত্যে গমনকালে তিনি পুৰ্ব্ব-উপকুল বহিয়া যে পথে অগ্রসর হন, তাহার চতুর্দিকে বৌদ্ধমন্দির, মঠ ও সঙ্ঘারাম বিরাজিত ছিল । ইহার কতকগুলি তখনও পূর্ণপ্রভায় দেদীপ্যমান ছিল, অধশিষ্টাংশ কালের হস্ত হইতে রক্ষণ না পাইয়া ধ্বংসে পরিণত হইতে ছিল এবং উহার সমীপবৰ্ত্তী ভগ্নপ্রায় হিন্দু মন্দিরগুলি যাহ। পল্লবরাজবংশের উজ্জ্বল কীৰ্ত্তি ঘোষণা করিতেছে, কিছুদিন হইল, তদেশসমূহ বিষ্ণুপুজক চালুক্যরাজের করতলগত হইয়াছে। অস্থাপিও পল্লবরাজধানীতে প্রাচীন কীৰ্ত্তিসমূহের ধ্বংসাবশেষ লক্ষিত হয় । পল্লব ( দেশজ ) বাঙ্গালার গোপজাতির শাখাভেদ । পল্লবসার তৈল ঔষধভেদ । প্রস্তুত প্রণালী—তিল তৈল ৪ সের, ত্রিফলার রস ৪ সের, জল ১৬ সের, শেষ ৪ সের, ভৃঙ্গরাজ রস, শতমূলীর রস, যুগ্ধ ও কুষ্মাগুরস প্রত্যেক ৪ সের, (৫) এই ঘটনার প্রকৃত সময়নিরূপণ লইয়। পুরাবিদগণের মধ্যে মতভেদ দৃষ্ট হয়। এই যুদ্ধ ৩. গৃঃ পূৰ্ব্বাদ হইতে খৃষ্টর ১০ম শতাব্দীর DBBB BD DDD BBBB BB BBB BBBBD DDDDB BDDHH করিয়াছেন । • Ind. Ant. Vol. VII. p. 273-84. f Fleet's Kanerese Dynastic's, p. 34.
- “While these consideration lead to the couclusion that the Kings of the Pallavas were powerful, enlightened and prosperous, the sources of their great prosperity are not for to seek. The central Emporium of the whole of the cominerce between India and the Golden Chersonese and the region to the further East, and so of every Sea-board beyond India between China and the Western world was within their Territory ; and all the Diamonds then known to the world more also within their dominions and had probably supplied every diamond which up to that time had ever adorned a diadem. The bulk of that commerce went southwards from that “Locus unde solvnnt in Chrysen navigates” in coasting vessels around Cape Kumari to the ports of departure for the markets of the West in the western coasts. The merchants laden with commodities would need to be protected along the wild roads across the Peninsula and could well afford to pay for the protection Fah. Hian's “certain Sum of money to the King the country”.
. For these reasons the conditions to me to be irresistible that Fah. Hian’s ‘Kingdom called Tha-thsen’ is the great Kingdom of the Pallavas of Kanchi. Ind. Ant. Wol. WII. p. 7. + পরবর্তি পল্লবরাজগণ শৈব ছিলেন।