পল্লী লাক্ষা ১ সের, জল ১৬ সের, শেষ ৪ সের, কাঞ্জি ৪ সের। কন্ধাৰ্থ পিপুল, হরিতকী, দ্রাক্ষা, ত্রিফল, নীলোৎপল, যষ্টিমধু, ক্ষীরকাকোলী প্রত্যেক ১ পল । গন্ধদ্রব্য কপূর, নর্থী, মৃগনাভী, গন্ধবিরজা, জৈত্রী ও লবঙ্গ প্রত্যেক ৪ তোলা। এই তৈল মৰ্দ্দনে বায়ু ও পিত্তজনিত বিবিধ পীড়ার শান্তি হয়, ইহা গ্রহণ ও প্রমেহ প্রভৃতি রোগে প্রযোজ্য । ইহার ব্যবহারে বলবীৰ্য বৃদ্ধি হয় । [ r8 ] পহুল্য “ইতত্ত্বং গচ্ছ মৎপল্লীং জানে সা তত্র তে গত । অহং তত্রৈব চৈষ্যামি দাস্তামসিমিমাঞ্চ তে ।” ( কথাসরিৎসাগর ১১।১৩৫ ) ২ কুট । ৩ নগরভেদ । দাক্ষিণাত্যপ্রদেশের প্রসিদ্ধ ত্রিচীনপল্লী প্রভৃতি নগর। (শব্বর”) ৪ ক্ষুদ্র জন্তুবিশেষ, গৃহগোধা, চলিত টিক্টিকী। ইহার পর্য্যায়—মুষলী, গৃহুগোধা, বিশম্বর, জ্যেষ্ঠ, পল্লবাদ (পুং ) হরিণ। ( শব্দার্থচ” ) পল্লবায়ুর (পুং) পল্লবন্ত অঙ্কুরে যন্ত্র। ১ শাখা। পল্লবস্ত অঙ্কুরঃ। ২ পল্লবের অঙ্কুর । পল্লবাধার (পুং ) পল্লবস্ত আধারঃ । শাখা। (শস্বচ” ) পল্লবাস্ত্র (পুং ) কামদেৰ । ( শব্দার্থচ” ) পল্লবাস্থায় ( ক্লী ) তালীশপত্র । পল্লবিক (ত্রি) পল্লবঃ শৃঙ্গাররসোহস্তস্তাম্বিৰু বা পল্লব’ঠন। কামুক, লম্পট । ( হেমচ” ) পল্লবিত (ত্রি ) পল্লব সঞ্জাতোখস্ত তারকাদিভ্য ইতচু ইতি ইতচ। ১ সপল্লব, পল্লবযুক্ত। ২ তত, বিস্তৃত (ক্লী ) ৩ লাক্ষারক্ত । ( মেদিনী ) পল্লবিন (পুং) পল্লবী সন্তান্ত পরব-ইনি। ১ বৃক্ষ। (শ্যাম ) ( ত্রি ) ২ পল্লববিশিষ্ট । *পৰ্য্যাপ্তপুষ্পস্তবকাবনম্র সঞ্চারিণী পল্লবিনী লতেৰ।”(কুমা” ৩৫৪) পল্লবরম, মাঙ্গাজ প্রেসিডেন্সীর চিঙ্গলপুত (সেনগালপুত্ত ) কুড্যমৎস্ত, পল্লিক, গৃহগোলিক, মাণিক্য, ভিত্তিকা, গৃহোলিক। প্রভূতি । মমুষ্যের গাত্রে ইহা পতিত হইলে নিম্নলিখিত ফল হইয়া থাকে। মানবের দক্ষিণদিকে পল্লী পতনে স্বজনধনবিয়োগ এবং বামভাগে পড়িলে লাভ হইয় থাকে । বক্ষঃস্থল, মস্তক, পৃষ্ঠ ও কণ্ঠদেশে পড়িলে রাজ্য এবং কর, চরণ ও হৃদয়ে পড়িলে সকল সুখলাভ হয় । ( জ্যোতিঃ সারসং ) পল্লী, দক্ষিণাত্য-বাসী দাসজাতি। ব্রাহ্মণের দাস্তবৃত্তি করা ইহাদের প্রধান উপজীবিকা । পল্লীবাল, ব্রাহ্মণ জাতির শাখাভেদ। রাঠোরগণ মাড়বাড় প্রদেশে আসিয়া বাসস্থাপন করিবার পুৰ্ব্বে ইহারা পল্লীতে রাজত্ব করিত, এই জন্ত ইহাদের পল্লীবাল নাম হইয়াছে। কিরূপে তাহারা পল্লীর অধিকার পায়, তাহ জানিবার সুধিধা নাই ; কিন্তু পল্লীনগর হইতে পালিটানা পর্য্যস্ত স্থানে আজিও তাহাদের কীৰ্ত্তিসমূহ লক্ষিত হইয়া থাকে। খৃষ্টীয় দ্বাদশ শতাকে যথন কনোজরাজ শিবজী পল্লী আক্রমণ করেন, তখন পল্লীবাল জেলার অন্তর্গত একটী নগর । অক্ষা ১২°৫৭৩০ - উঃ এবং দ্রাঘি” ৮০°১৩ পূঃ । সেণ্ট-জর্জ ( ফোর্ট ) দুর্গের ৫০ ক্রোশ দক্ষিণ-পশ্চিমে অবস্থিত। এখানকার সৈন্তাবাসের সন্নিকটে কতকগুলি প্রাচীন চক্মকীনিৰ্ম্মিত অস্ত্র আবিষ্কৃত হইয়াছে। নিকটবর্তী পঞ্চপাণ্ডব পৰ্ব্বতেরও উপরে অনেকগুলি ধ্বংসাবশেষ আছে। আলত্তর মন্দিরে ভূমিদান উপলক্ষে চোলরাজ রাজরাজের রাজত্বে ১৫শ বৎসরের উৎকীর্ণ একখানি শিলtলিপি এখানে পাওয়া গিয়াছে । [ চোল দেখ। ] •ल्लि (औ) भन्नडीडि भल्ल-गर्लवाङ्छा हेन्। हेडि हेन्। ১ গ্রামক । ২ কুট (হেম ) ৩ কুট সমুদায়। ৪ গ্রাম। • গৃহ (ভট্ট ) ৬ স্বান। ( স্বামী ) ৭ গৃহগোধিক। (হেম ) পক্লিক (স্ত্রী) পল্লি-স্বার্থে কন্ ততষ্টাপ। গৃহগোধিক। রোজনি) পল্লিবাহ (পুং) পরিং কুটাং বাহুয়তি নিৰ্বাহরতীতি পল্লিবাহ-ণিচূ-অর্ণ। তৃণভেদ। তাম্রবর্ণ পত্রবিশিষ্ট তৃণবিশেষ । “পল্লিবাহে। দীর্ঘতৃণঃ মুপত্রস্তাম্রবর্ণকঃ । ব্রাহ্মণগণ এখানে রাজত্ব করিতেছিলেন।” মুসলমানগণ মাড়বার আক্রমণ করিলে তাহারা জয়শালমীর, বিকানির, ধাত ও সিন্ধুউপত্যকায় আসিয়া বাস করেন। ইহার প্রজাবৰ্গকে টাকা দাদন দিয়া জাতদ্রব্য ক্রয় করিয়া লয় এবং সেই দ্রব্য নানাদেশে রপ্তানি করিয়া থাকে। পহুল (পুং ক্লা ) পলতি গচ্ছতি পিৰত্যস্মিন বা পল গতে বা পা পানে বলচ, প্রত্যয়েন নিপাতনাৎ সিদ্ধং ( সানসিবর্ণসিপর্ণপতি । উ4 ৪।১• ৭ ) আল্পসরঃ । ক্ষুদ্রজলাশয়, ডোবা । ইহার লক্ষণ । “অল্পং সৱঃ পশ্বলং স্তাদ যত্র চন্দ্রক্ষগে রবে । , ন তিষ্ঠতি জলং কিঞ্চিৎ তত্ৰত্যংবারি পাশ্বলং ॥” ( ভাবপ্র” ) যে জলাশয়ে অল্প পরিমাণে জল থাকে এবং চন্দ্ৰ মৃগশির নক্ষত্রে গমন করিলে কিছুমাত্র জল থাকে না, তাহাকে পৰল কহে, এবং পল্বলের জলের নাম পাহল । এই জল গুণ,-অভিযান্দি, গুরু ; স্বাদু ও ত্রিদোষকৃৎ । ( ভাবপ্র” ) অদৃঢ়ঃ শাকপত্রাদি পশুনামবলপ্রদঃ ॥” ( রাজনি” ) পল্লী (স্ত্রী) পরি ‘কৃদিকারাদিতি বা উষ্ণ। ১ স্বল্পগ্রাম, ক্ষুদ্রগ্রামকে পল্লী কহে। যথা—ব্রাহ্মণপল্লী, গোপপল্লী ইত্যাদি। পম্বলাবাস (পুং ) কচ্ছপ । ( রাজনি" ব, ১৯) পহুল্য (ত্রি ) পঘল-যৎ । পঘলময়, জলময়। (তৈত্তিরীয় সং ৭৪৷১৩১ )
পাতা:বিশ্বকোষ একাদশ খণ্ড.djvu/৮৬
অবয়ব