পাতা:বিশ্বকোষ তৃতীয় খণ্ড.djvu/৫৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কামরূপ নীলাম্বরবংশীয় চন্দন ওমাননামে দুই রাজপুত্ৰ কামতাপুর হইতে কিছু দূরে স্বতন্ত্র এক নগর স্থাপন করিয়া অতি অল্পাংশমাত্র স্থানে কিছুদিন রাজত্ব করেন। গুরুজন-কথা-চরিত্র নামক আলামীয় ভাষায় লিখিত এক খানি পদ্যগ্রন্থে কামতাপুরে ছল্প ভর্নারায়ণ নামে একজন পরাক্রান্ত রাজার বিবরণ পাওয়া যায়। এই দুৰ্ল্লভ কোন বংশের রাজা, তাহ জানা যায় না ; কেহ বলে পালবংশীয়, কেহ বলে জিতারিবংশীয়। এই দুল্লভনারায়ণ গৌড়েশ্বর ধৰ্ম্মনারায়ণ নামক রাজার সহিত রাজ্যলোভে মহা যুদ্ধ করেন। কয়েক দিন ঘোর যুদ্ধে উভয় পক্ষের অনেক লোক মরিল। রাত্রে উভয়েই স্বপ্ন দেখিয়া পরদিন উভয়ে সখ্যত স্থাপন করিলেন এবং গৌড়েশ্বর দেশের অবস্থা শুনিয়া সাত জন ব্রাহ্মণ ও সাতজন কায়স্থ প্রদান করিয়া গেলেন। রাজা চুল্লভনারায়ণ এই চৌদ্দজনের মধ্যে প্রধান ১২ জনকে “বারভূয়।” আখ্যা প্রদান করেন। ব্রাহ্মণ সাতজনের নাম-কৃষ্ণপণ্ডিত, রঘুপতি, রামবর (রমাবর), লোহার (লহর), বয়ন, ধরম (ধৰ্ম্ম) ও মধুর। কায়স্থ সাত জনের নাম—হরি, শ্ৰীহরি, শ্ৰীপতি, শ্ৰীধর, চিদানন্দ, সদাননা ও চওঁীবর। ইহাদের সকলের মধ্যে চওঁীবর সর্বাপেক্ষ বুদ্ধিমান ও বিদ্বান ছিলেন। রাজা চুল্লভনারায়ণ র্তাহাকে “শিরোমণি ভূয়ী” উপাধি দেন। এই চওঁীবর শিরোমণি দেবীর পুজক হন। ইছার ভক্তি দেখিয়া লোকে ইহাকে ‘দেবীদাস’ বলিত। কায়স্থ হইয়। চওঁীবর দেবীপূজক ছিলেন। ঐ চৌদ্দজন যুদ্ধকালে গৌড়েশ্বরের সঙ্গে আসিয়াছিলেন বলিয়া আসাম বুরঞ্জলেখকেরা বিবেচনা করেন যে, ইহার গৌড়েশ্বরের সেনাপতি ছিলেন। রাজা দুৰ্লভনারায়ণের রাজত্বকালে কোচ জাতির প্রভাব ময়ে অল্পে বাড়িতেছিল। রাজাও তাহা বুঝিতে পারিয়াছিলেন এবং সেইজন্য এই সকল ভূয়ণগণের সাহায্য পাইবার আশায়, তাহাদিগকে নিজ রাজ্যে ভূসম্পত্তাদি দিয়া রাখিলেন ; কিন্তু ভূয়ার রাজার কোনও উপকারে মন দিলেন না, শেষে কয়জনেই স্ত্রী-পুত্র-পরিবার আনিবার উদেশে স্বদেশে চলিয়া গেলেন। রাজা ধৰ্ম্মনারায়ণ তাহাদিগকে যে, মি: মাটিম হুসেনশাহের কামরূপ আক্রমণকাল প্রায় ১৪৯৬ भूछेक বলিয়া নির্ণয় করিয়াছেন। বুরীমতের সহিত ইংরাজ ঐতিহাসিকগণের এই মত-পার্থক্য দূর হওয়া একরূপ অসম্ভব।

  • গৌড়েশ্বর রাজা ধৰ্ম্মনারায়ণ যে কে, তাহ স্থির করা যায় না । এ সময়ে গৌড়ে মুসলমান রাজত্ব, স্বতরাং বোধ হয়, क्ष¥नोग्राम्रण cोप्प्लग्न निक:वर्ड cकन क्रूज शाम श्राशौनडाएर ब्राबर कब्रिाउन, उिनि भूननमान चीनङ भनिाउन न। cथारु डिमि३ नछनःअरु कब्रिब्र cशौtप्लवग्न

পরিচয়ে কামরূপে উপস্থিত হইয়াছিলেন । e [ ৫২৩ ] কামরূপ ফিরিতে দেখিয়া মহা ক্রুদ্ধ হইয়া চওঁীবর শিরোমণি প্রভৃতিকে বন্দী করিয়া রাখিলেন। ইতিমধ্যে কাণী হইতে এক দিগ্বিজয়ী পণ্ডিত গৌড়ে উপস্থিত হইয়া সকল পণ্ডিতকে পরাস্ত করিয়া স্বদেশে ফিরিতেছিলেন, এমন সময় রাজার মনে চওঁীবরের কথা স্মরণ হইল। রাজা অমনি চওঁীবরকে মুক্ত করিতে আদেশ দিলেন। শেষে চওঁীবরের সছিত বিচারে দিগ্বিজয়ী পণ্ডিভ পরাস্ত হইলেন। রাজাও সন্তুষ্ট হইয়া চণ্ডীবর প্রভৃতিকে ধনরত্নাদি পুরস্কার ও যান-বাহনাদি দিয়া কামরূপে পাঠাইয়া দিলেন। পথিমধ্যে পাইমাগুরী নামক স্থানে ইহাদের নৌকা থামিল। এইখান হইতে বাউলী পরগণার ব্রহ্মপুত্রের একটা শাখা আছে। রাজ গন্ধৰ্ব্বয়ায় চৌধুরী ঐ শাখাটীতে কিছুতেই বাধ দিতে পারেন নাই। শেষে চণ্ডীবরের পরামর্শে অনেক চেষ্টার পর বাধ বাধ হইল, জলের স্রোত বন্ধ হইল। রাজা চওঁীবরকে আশীৰ্ব্বাদ করিলেন। কিছুদিনের পর চওঁীবরের এক পুত্র হইল, ইহার নাম রাজধর রাখিলেন। ভূয়ার গন্ধৰ্ব্বরায়ের যত্নে সেইখানেই রহিয়া গেলেন। এই সময় অগ্রহায়ণ মাসে ভূটীয়া বিদ্রোহ উপস্থিত হইল। রাজা গন্ধৰ্ব্বরায় পলাইয়া দক্ষিণপারে চলিয়া গেলেন। অন্যান্ত লোকের সঙ্গে শিশু রাজধর ভূটীয়াদের হস্তগত হইল। চওঁীবর শুনিয়া, ভূটীয়াদিগকে পরাস্ত করিয়াসকলকে উদ্ধার করিয়া আনিলেন। ভোটানরাজ ইহাতে ক্রুদ্ধ হইয়া গন্ধৰ্ব্বরায়কে অনুষোগ করিয়া পাঠাইলেন। গন্ধৰ্ব্বরায় ভীত হইয়া বলিলেন, আমি কখনও ভোটানরাজের বিদ্রোহী নহি । ভূয়ীরা এই কথায় বিরক্ত হইয়া বাউসী ত্যাগ করিয়া কাজলীর অভিমুখে প্রস্থান করিলেন। শেষে কিছুদিন সোমাই ভলুকাগুড়িতে থাকিয়৷ শেষে শিমূলতলায় গিয়া রহিলেন । ভোটানরাজ গন্ধৰ্ব্বরায়ের নিকট জ্ঞাত হইয়া ইচ্ছাদিগকে আক্রমণ করিতে বাধ্য হন। তিনদিন যুদ্ধের পর ভোটানরাজ হারিয়া পলায়ন করিলেন। এই সময় চণ্ডীবরের মৃত্যু হয়। রাজধর শিরোমণি ভূয়ী হইলেন। এই রাজধরই শঙ্করদেবের পিতামহ। কোন আধুনিক বুরঙ্গীকার অনুমান করেন, চওঁীবরাদি আদি ভূয়াগণ ১২২০ শকে এ দেশে আসেন এবং রাজধর ১২৫০৷৬০ শকে শিরোমণি ভূয়ী হন। • পূৰ্ব্ববঙ্গে প্রায় তখন সকল স্থানেই বারভূয়। উপাধিধারী জমিদার বা ক্ষুদ্র রাজা ছিল । কাহারও কাহারও মতে চন্দ্রদ্বীপের ভূয়। ( পুৰ্ব্ববঙ্গের বারভূয়ণগণের মধ্যে কহবার মতে কামতাপুরের সংস্কৰ্ত্ত রাঙ্গ নীলধ্বজ ১২৫-৬ শকের * cणांक, छउब्रां५ ग्रांछ१८ब्रब्र गमनांग्निक । भूझ ७नां ब्राब्र१ 4है श्निtएव मैोशक्षा अङ्ग भूर्वतसँौं।