বিষয়বস্তুতে চলুন

পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভারতবর্ষ। [ ৩৭৯ ] छांद्रऊ शसं* মহম্মদ ঘোরী সিন্ধুর মোহানা হইতে গঙ্গার মোহানা পর্য্যস্ত বিস্তৃত আৰ্য্যাবর্তবিভাগে মুসলমান-প্রভুত্ব স্থাপন করিয়াছিলেন । তাছার মৃত্যুর পর (১২০৬ খৃঃ) হইতে প্রতিনিধি কুতবউদ্দীন গজনীর অধীনতাপাশ ছেদন করিয়া স্বাধীনভাবে দিল্লীরাজধানীতে রাজত্ব করিতেছিলেন ; সুতরাং তাছাকেই ভারতবর্ষের প্রথম মুসলমান-সমাষ্ট্ৰ বলিয়া গণনা করা যায়। তাহার রাজত্ব হইতে ইব্রাহিম লোদির অধিকার পর্য্যস্তু ( ১২১৬-১৫২৬ খৃঃ অঃ ) সময়কে পাঠানবংশের অধিকারকাল বলা যায় । দাসবংশ । কুতবউদ্দীন প্রথমাবস্থায় ক্রীতদাস ছিলেন ; এজন্য তদ্বংশীয় ১০ জন নরপতি ইতিহাসে ‘দাসরাঞ্জ’ নামে অভিহিত । কুতবউদ্দীনের মুলতান ও সিন্ধু প্রদেশে এবং বখতিয়ার বঙ্গ ও বেহার প্রদেশের শাসনকৰ্ত্ত নিযুক্ত হইয়াছিলেন। আলতিমিশ নামক র্তাহার জনৈক ক্রীতদাস রাজামুগ্ৰহে জামা ভূপদ লাভ করেন। এই ব্যক্তি কুতবপুত্র আরামকে রাজ্যচু্যত কল্পিয়৷ দিল্লী-সিংহাসন অধিকার করেন। তিনি মালব জয় করিয়া রাজপুতানা ভিন্ন সমুদায় আর্য্যাবর্ত-ভূভাগে মুসলমান-প্রাধান্ত স্থাপন করিয়াছিলেন। ১২৩৬ খৃষ্টাব্দে আলতিমিশের মৃত্যুর পর তংপুত্র রুকু৭ উদ্দীন ও পরে কন্যা স্বলতান রিজিয়া সিংহাসনে আরোহণ করেন। রিজিয়া ভিন্ন ভারতের মুসলমান-সিংহাসনে আর কোন রমণী আরোহণ করেন নাই। জনৈক ক্রীতদাসের প্রতি সাতিশয় অসুরক্ত থাকায় রিজিয়ী রাজ্যচু্যত হন । তদনম্বর তদুভ্রাতা বহরাম, রুকুশপুত্র মসাউদ ও আলতিমিশতনয় নাসিরুদ্দীন যথাক্রমে রাজত্ব করেন। আলতিমিশের রাজত্বকালে তাতার দেশে চেঙ্গিস খ" নামে মোগলবংশের যে সৌভাগ্যস্বৰ্য্য উদিত হইয়াছিল, তাহারই প্রখরতর কর-প্রসারণে নাপিরের ভারত-সাম্রাজ্য ভস্মীভূত হইবার উপক্রম হইয়াছিল। মোগলগণ কএকবার ভারত আক্রমণ করিয়াও দাসবংশের বিশেষ ক্ষতি করিতে পারে নাই । মাসিরের পরলোকান্তে র্তাহার ভগিনীপতি গয়াস্বদীন বুলবন খ৷ সিংহাসনে অধিষ্ঠিত হন। তাহার রাজ্যকালে বাদালার নবাব তুগরিল খ বিদ্রোহী হইয়াছিলেন। তিনি স্বহস্তে র্তাহাকে নিহত করিয়া স্বীয় পুত্ৰ বখর থাকে বজ-সিংহাসনে প্রতিষ্ঠিত করেন। তাহার মৃত্যুর পর বখর খার পুত্র কৈকোবাদ দিল্লী-সিংহাসন প্রাপ্ত হন, তিনি রাজ্য শাসন-সময়ে নাসিরুদ্দীন রক্ষায় অসমর্থ হইলে, খিলিজিবংশীয় পরাক্রান্ত অমাত্যগণ তাহাকে নিছত করিয়া জলাল উদ্দীনকে সিংহাসন প্রদান করিয়াছিলেন। शनम्नांछ१itगंग्न मिशहानमांशिtब्राइ१-काल । কুতৰ উদ্দীন • • • • २०७ दरुद्रॉभ • • ' శి\లిసె আরাম . ১২১• মসাউদ • • ) 8) আলতিমিশ لا لا ۹ د ۰۰۰۰ن নাসির উদ্দীন . وفي 8 جة ينج . ء ه রুকন উদ্দীন ১২৩৫ বুলবন . ) ఇష్ట్రి সুলতান রিজিয়t. -- ১২৩৬ কৈকোবাদ . . ১২৮৬ খিলিঞ্জিবংশ । কৈকোবাদকে রাজ্যচু্যত করিয়া খিলিজি-রাজবংশের প্রতিষ্ঠাতা জলাল উদ্দীন দিল্লী-সিংহাসনে সমাধীন হন। র্তাহার উপযুক্ত ভ্রাতু-পুত্র আলাউদ্দীন বুন্দেলখণ্ড, মালব ও দক্ষিণাত্য জয় করিয়৷ পিতৃব্যের শাসনসীম। বিষ্কার করিয়া যান। ১২৯৪ খৃষ্টাব্দে তিনি সসৈন্তে বিন্ধ্যপৰ্ব্বত অতিক্ৰম করিয়া মহারাষ্ট্রের যাদববংশীয় নরপতি রামরাজকে আক্রমণ করেন । এরূপ অতর্কিতভাবে আক্রাস্ত হওয়ায়, তিনি নিজ রাজধানী দেবগিরি রক্ষায় সমর্থ হন নাই, স্বতরাং বহুত স্বীকার করিয়া করদানে সন্মত হন । জয়োদৃপ্ত আলাউদ্দীন ১২৯৫ খৃষ্টাঙ্গে রাজধানী অভিমুখে ফিরিতেছেন শুনিয়া, জলাল উল্লসিত মনে তাহাকে আলিঙ্গনার্থ অগ্রসর হইতেন, কিন্তু ফরমনা আলাউদ্দীন স্বীয় পিতৃব্যের প্রাণসংহার করিয়া দিল্লী-সিংহাসন অধিকার করেন । আল। উদ্দীনের চিতোর-আক্রমণ-কথা কাহারও অবিদিত নাই । রাণ। ভীমসিংহের পত্নী প্রথিতনাম পদ্মিনী দেবী এই যুদ্ধে চিতানলে আত্মবিসর্জন করেন। দিল্লীশ্বরের বিখ্যাত সেনানী রাজপুতবংশীয় মালিক কাফুর কর্তৃক পরিচালিত দাক্ষিণাত্য-বিজয়-বাহিনী দেবগিরি ও দ্বারসমুদ্রের যাদবরাজ এবং ওরঙ্গলের কাকতেয়দিগকে পরাভূত করিয়া রামেশ্বর পর্য্যস্ত দক্ষিণ ভারত উৎসাদিত করিয়াছিলেন। তাহার অন্যতম সেনানী উলঘ খ৷ ১২৯৭ খৃষ্টাশে কর্ণদেবকে পরাজিত করিয়া গুজরাত অধিকার করেন, কিন্তু অস্থিরচিত্ততা ও কৰ্ত্তব্যহীনতা হেতু দিল্লীশ্বরকে আর অধিক দিন এ মুখসাম্রাজ্য ভোগ করিতে হয় লাই। তাহার অধীনস্থ মুসলমান শাসনকর্তাগণের বিদ্রোহ, কুতলু খা-পরিচালিত । cभां★णदेनtछब्र श्राङ्गम* ¢द१ फ्रेिंटडाब्र, ७छब्रांठ G भशরাষ্ট্র প্রদেশের হিন্দুনন্ত্রপতিগণের স্বাধীনতা-লাভ-প্রয়াগ, শেষ জীবনে তাহাকে বড়ই ব্যতিব্যস্ত করিয়াছিল। ১৩১৬ খৃষ্টাকে