পাতা:বিশ্বকোষ ত্রয়োদশ খণ্ড.djvu/৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলপুর ● ] oو [ বাহাবলপুর ब्रठिठ विदांन् अरनक गी७ब्र बांग्र । কবিরলে নিমজ্জিত थांकिब्र ठिनि ब्रांजर्यौब्र नकल कॉर्षाहे छूगिग्रा थाहेष्ठन । সিপাৰীযুদ্ধের সহযোগিতা ভিন্ন তাহান জীবনে আর বিশেষ যুদ্ধবিগ্রহের উল্লেখ পাওয়া যায় না। ১৮৫৭ খৃষ্টাব্দের সিপাহীযুদ্ধে তিনি নেতৃত্ব গ্রহণ করিয়াছিলেন। সিপাহী যুদ্ধের অবসানে ১৮৫৮ খৃষ্টাব্দে তিনি ইংরাজের নজরবন্দী হইয় কলিকাতায় জানীত হন। পরে তথা হইতে মেগের জাহাজে ( H. M. S. Megera ) আরোহণপূর্বক তিনি সপরিবারে রেজুন নগরে নজরবীরূপে অবস্থানার্থ আগমন করেন। নিজ ভরণপোষণের জন্ত তিনি ইংরাজ গবমেন্টের নিকট | মাসিক লক্ষটাক বৃত্তি পাইতেন । এখান হইতেই ਵਿੱਚ | তৈমুরুবংশের রাজ্য লোপ হয়। তদীয় পুত্র মীর্জ মোগল ও মীর্জা খাজা সুলতান এবং পৌত্র মীর্জা আৰু বকৃয় বিদ্রোহে cगां*ीनांन कब्रांत्र हेश्ब्रांज रुर्दुक शुष्ठ ७ मिश्ङ इन । विप्मॉरङ्ग्न সময় বাহাদুর শাহ স্বনামে মুদ্র প্রচলিত করিয়াছিলেন। বাহাদুর সিংহ রাও, অন্তর্কেীয় গুর্জরবংশীয় জনৈক রাজপুত রাজা । স্বাসের ও কোএল প্রদেশ তাছার অধিকারভুক্ত ছিল । তিনি ৰিনাদোষে নবাব সঙ্ক দর জঙ্গের উচ্ছেদ সাধন করায় সম্রাটু ইহায় প্রতিবিধান জন্ত স্বৰ্য্যময় জাটকে প্রেরণ করেন এবং সেই সঙ্গে তাঙ্কার রাজ্য সম্পত্তি কড়িয়া লইতে । আদেশ দেন। ১৭৫৩ খৃষ্টাব্দে জাটরাজ তাহাকে যুদ্ধে পরাস্ত ও নিহত করিয়া তাহার রাজ্য কাড়িয়া লন । সুঞ্জনচরিতকাব্যে এই বিবরণ বিস্তারিতভাবে ৰণিত আছে । বাহাদুর শাহ, আন্ধাবাদের শেষ মুসলমান রাজা। ১৬৯ খৃষ্টাব্দে তিনি মোগলদিগের নিকট হইতে সুরাট কাড়িয়া লইতে চেষ্টা করেন ; কিন্তু মোগলসৈন্তের নিকট পরাভূত হইয়া পড়েন। ইহার অধিকারকালে ইংরাজগণ আহ্মদাবাদে বাণিজ্য করিতে অনুমতি পাইয়াছিলেন। বাহাব, ( দেশজ ) ১ বিস্ময় বা উৎসাহসূচক বাক্য। ই সাঁওতাল পয়গণার অন্তর্গত একটা গওগ্রাম। এখানে ইষ্ট ইণ্ডিয়া রেলপথের একটী ষ্ট্রেসম আছে । বাহাবলপুর, পঙ্গাৰ প্রদেশের অন্তর্গত একটা সামন্ত রাজ্য। ইংরাজ গবর্মেন্টের পলিটিকাল এজেণ্টের শাসনাধীন। ভূ-পরিমাণ ১৫ হাজার বর্গমাইল, ভক্ষ্মধ্যে ১৮৮০ বর্গমাইল স্থান মরুদেশ । ইহার উত্তরপশ্চিমে সিন্ধু ও শতক্ৰনদী প্রবাহিত । এই রাজ্যের মধ্যভাগের প্রায় ২০ মাইল স্থান অধিত্যক ভূমি। ৰাহাবলপুর নগরে লুণী, স্বস্কি প্রভৃতি রেশমীবস্তু বয়নের কারবার আছে। নীল, তুলা ও ধাজ্ঞাদি শঙ্কই এখানকার প্রধান বাণিজ্য দ্রব্য। স্থানীয় চাৰাসের সুবিধার জন্তু নানাস্থানে খাল কাটা হইয়াছে । ইওসি ভেলী ষ্ট্রেট রেলওয়ে এই রাজf नेिब्र! तिसूठ अांग्रह ! দূরানী-সাম্রাজ্যের উচ্ছ খলতা ও শাহ সুজার কাবুল হইতে পলায়ন সময়ে এখানকার রাজবংশের পূর্বপুৰুষ সিন্ধুপ্রদেশ হইতে আসিয়া এখানে স্বাধীনভাবে রাজ্য করিতে আরম্ভ করেন। পঞ্জাবে রণজিত সিংহের অভু্যদয়ে ভীত হইয়া, এখানকার নবাব বহাবল খ ইংরাজের আশ্রয় প্রার্থনা করেন । কিন্তু ইংরাজগণ তাহাকে আশ্রয় দিত্তে প্রতিশ্রত হন নাই । ১৮১৯ খৃষ্টাফে লাহোরের সন্ধিতে রণজিৎ শতক্রর দক্ষিণ সীমান্তগত স্থানসমূহে অধিকারী থাকিতে বাধ্য হন । ১৮৩৩ খৃষ্টাব্দে বাণিজ্য-ব্যপদেশে ইংরাজগণ নবাবের সহিত সন্ধি করেন । পুনরায় ১৮৩৪ খৃষ্টাব্দে শাহ সুজার কাকুলসিংহাসনারোহণকল্পে বাহাবলপুররাজের সহিত ইংরাজ গবর্মেন্টের রাজকীয় সম্বন্ধ স্থাপিত হয়। ঐ সন্ধিপত্রে লিখিত হয় যে, গবর্মেন্ট বিপদে তাপদে নবাবের সহায়তা করিবেন এবং নবাবও আবশুকমতে ইংরাজের অধীন থাকিয় ইংরাজকৈরীর সহিত যুদ্ধে ব্যাপৃত থাকিবেন । নবাববংশধরগণ এথানকার একমাত্র অধিকারী থাকিবে । গবমেণ্ট শাসন সম্পর্কে কোনবিষয়ে হস্তক্ষেপ করিবেন না। প্রথম আফগানযুদ্ধে তিনি ইংরাজপক্ষে বিশেষ সহায়তা করিয়াছিলেন। ১৮৪৭ খৃষ্টাব্দে মুলতান-যুদ্ধে তিনি সেনানী সর হার্বাট এডওয়ার্ডিসের সহযোগে যুদ্ধ করিয়াছিলেন । এই কার্য্যের পারিতোষিক স্বরূপ গবর্মেন্ট হইতে তিনি সঙ্কলকোট ও ভৌঙ্গ প্রদেশ এবং যাবজ্জীবন লক্ষটাকা বুত্তি প্রাপ্ত হন। তাহার মৃত্যুর পর তাহার ইচ্ছানুসারে ৩য় পুত্র রাজা হন ; কিন্তু তাহার জ্যেষ্ঠ ভ্রাতা তাহাকে রাজ্যচু্যত করিয়া সিংহাসন অধিকার করেন। ইংরাজাপ্রয় লাভ করিয়া ঐ ৩ পুত্র বাহাবলপুরের রাজস্ব হইতে বৃত্তিপ্রাপ্ত হন। ইংরাজের নিকট প্রতিশ্রুতি ভঙ্গ করায় তিনি লাহোরচুর্গে আবদ্ধ হন। এখানে ১৮৬২ খৃষ্টাব্দে তাহার প্রণবিয়োগ হয় । জ্যেষ্ঠের যথেচ্ছাচার ও উৎপীড়নে উত্ত্যক্ত হইয়া প্ৰজাগণ ১৮৭৩ ও ১৮৬৬ খৃষ্টাঙ্গে বিদ্রোষ্ট্ৰী হয়। মবাব বীরোচিত সাহসে দুই বায়ই বিদ্রোষ্ট্ৰীদিগকে উপযুক্ত শিক্ষা দিয়াছিলেন । ১৮৬৬ খৃষ্টাব্দে যড়যন্ত্রকারীর বিষপ্রয়োগে তাহার নিধনসাধন করে । র্তাহার মৃত্যুতে তাছার চারিবর্ধ বয়স্ক পুত্ৰ সাজিক মহম্মদ খা রাজা হন। বালক রাজার রাজত্বে এবং পূর্ব বিদ্রোহে রাজামধ্যে বিশেষ উচ্ছ থলত উপস্থিত হয়। ইংরাজ গবৰ্ণমেন্ট রাজ্যনাশের আশঙ্কায় স্বহস্তে বালকের হইয়া রাজকাৰ্য্য পৰ্য্যালোচনা করিতে আরম্ভ করেন। ১৮৭৯ খৃষ্টাঙ্গে নৰাবপুত্ৰ সাৰালক