পাতা:বিশ্বকোষ দশম খণ্ড.djvu/১০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিজামরাজ্য -*= ===== অত্যন্ত পরিতৃপ্ত হয় ও তখন তাহাদিগের দ্বারা ইচ্ছানুরূপ কাৰ্য্য | করাইয়। লওয়া যায়। ইহার বর্তমান সময়ে গিরিগুহ অথবা বড় বড় বৃক্ষের অভ্যস্তরস্থ ( ধোড় ) কোটরে বাস করে এবং শীকারলদ্ধ প্রাণীর মাংস, তদভাবে, পোকা, সর্প এবং বন্ত বৃক্ষের ফল মূলাদি ভক্ষণ করিয়া জীবন ধারণ করে। নিজাম রাজ্য হইতে ভুল, সর্ষপ, তিসি, তিল, দেশী কাপড়, চৰ্ম্ম, ধাতুপাত্র এবং কৃষিজাত দ্রব্যাদি বাণিজ্যাৰ্থ নানাস্থানে প্রেরিত হয়। বিদর নগরের সুন্দর চিত্রিত ধাতুপাত্র, আরঙ্গাবাদ ও কুলবর্গ প্রভৃতি স্থানের সোণালির পাড় দেশী কাপড় অত্যন্ত বিখ্যাত। দৌলতপুর দুর্গের নিকটস্থ কাগজপুর গ্রামের বিভিন্ন প্রকারের উৎকৃষ্ট কাগজ এখনও সৰ্ব্বত্র আদৃত হইয়া থাকে। বেরার সহ সমস্ত নিজাম রাজ্যের বার্ষিক আয় প্রায় ৪ কোট। ইহার প্রায় ৩ অংশ রাজস্ব নিজামের নিজ কর্তৃত্বে ভিন্ন ভিন্ন শাসনকর্তাদ্বারা সংগৃহীত হয়। অবশিষ্ট ১ অংশের অর্থ বৃটশ গবর্মেন্টের আমলা দ্বারা অধিকাংশ বেরার হইতেই আদায় হয় r ইংরাজ গধর্মেণ্ট যেস্থান হইতে যে রাজস্ব আদায় করেন, সেই অর্থে সেই স্থানের সমস্ত ব্যয় নির্বাহ করিয়া, যদি কিছু টাকা উদ্ভূক্ত থাকে, তবে তাহ নিজামকে ফেরত দিয়া থাকেন। এখানকার রাজস্ব-মাদায় প্রণালী সাধারণপ্রথার কিছু বিপরীত। যে স্থানে যে ফসল উৎপন্ন হয়, প্রজার সেই সমস্ত ফসলেরঅৰ্দ্ধাংশ অথবা উহার প্রকৃত মূল্য করম্বরূপ প্রদান করে। হায়দরাবাদ গবর্মেন্টের স্বতন্ত্র একটী টাকশাল আছে। এখানে হালি-সিকা নামক একপ্রকার মুদ্রা প্রস্তুত হয়, উহা আকৃতিতে ছোট হইলেও ওজনে এবং মূল্যে ইংরাজ গবর্মেন্টের মুদ্র তুল্য। পূৰ্ব্বে এই রাজ্যের নানাস্থানে নানা আকৃতিবিশিষ্ট মুদ্র প্রস্তুত হইত এবং টাঁকশালের সংখ্যাও অধিক ছিল । তুর্কি-বংশীয় আসফজাহ নামক, মোগলসম্রাট আরঙ্গজেবের বিখ্যাত সেনাপতি নিজামবংশের প্রতিষ্ঠাতা। ইনি বহু দিবসাবধি দিল্লীরাজধানীতে অবস্থানপুৰ্ব্বক যুদ্ধ ও রাজনীতি সম্বন্ধে অসাধারণ ক্ষমতা প্রদর্শন করায়, ১৭১৩ খৃষ্টাব্দে নিজাম-উল-মুলক উপাধি ধারণপূর্বক দাক্ষিণাত্যের সুবেদার বা শাসনকর্তৃপদে নিয়োজিত হন। তাহার পর হইতে এই উপাধি র্তাহার বংশগত হইয়াছে। এই সময়ে মোগল রাজ্য অস্তর্বিবাদ ও মরাঠাদিগের আক্রমণে বিপৰ্য্যস্ত হইয়া পড়িলে, আসম্বজাৰ্ছ আপনার স্বাধীনতা ঘোষণা করেন। তৎপরে ১৭৪৮ খৃষ্টাব্দে তিনি প্রকৃত পক্ষে স্বাধীন রাজা হন ও হায়দরা [ ১০৩ ] নিজামরাজ্য 1. বাদে তাহার রাজধানী স্থাপিত হয়। আসফজার মৃত্যুর পর র্তাহার উত্তরাধিকারিদিগের মধ্যে রাজত্ব লইয়া নানাপ্রকার, গোলযোগ উপস্থিত হর। গোলযোগকারিগণের মধ্যে র্ত্যহার দ্বিতীয় পুত্ৰ নাশিরজঙ্গ তাহার মৃত্যুর সময় রাজধানীতে অবস্থিতি করায়, আসফঙ্গার মৃত্যুর পরেই তিনি ধনাগার অধিকার করেন। সৈন্যেরা সহজেই তাহার বশীভূত হয় এবং তিনি আরও প্রচার করেন যে র্তাহার পিতা মৃত্যুকালে নাশিরজঙ্গের জ্যেষ্ঠ ভ্রাতাকে উত্তরাধিকারী হইতে বঞ্চিত করিয়া গিয়াছেন। দ্বিতীয় ব্যক্তি মজঃফরজঙ্গ, । ইনি আসক্তাহের এক প্রিয় কষ্ঠার গর্ভজাত। কথিত আছে, আসক্তা তাহাকেই উত্তরাধিকারী নির্দেশ করিয়া যান। তিনিও এখন রাজা হুইবার জন্য চেষ্টা করিতে লাগিলেন। এই সমরে ইংরাজ ও ফরাসীরা দক্ষিণাত্যে প্রভুত্বস্থাপনে মনোযোগী হন । ইংরাজ নাশিরজঙ্গের এবং ফরাসীরা মজঃফরের পক্ষাবলম্বন করিলেন। অল্প দিন মধ্যেই ফরাসীদিগের কৰ্ম্মচারিগণের মধ্যে পরস্পর মনোমালিন্ত উপস্থিত হওয়ায়, তাহার মজঃফরকে পরিত্যাগ করিয়া গেলে, মজঃফর সহায়হীন হওয়ায় নাশিরজঙ্গ, তাহাকে কারারুদ্ধ করেন । নাশিরজঙ্গ অল্প কাল মধ্যেই তাছার স্বদল কর্তৃক নিহত এবং মজঃফরজঙ্গ দক্ষিণাত্যের সুবেদার বলিয়া ঘোষিত হন। কিন্তু মজঃফরজঙ্গের বহু দিন এই সুখভোগ ঘটে নাই। অচিরে একদল পাঠানসেন তাহাকে নিহত করে। কথিত আছে, মজঃফর রাজা হইবার সময় এই পাঠানেরা তাহার অনেক সাহায্য করে ও তজ্জন্ত মজঃফর তাহাদিগকে যথোচিত পুরস্কার দিতে অঙ্গীকার করেন। উহ না পাওয়ায় তাহারা ক্রুদ্ধ হইয় তাহাকে বধ করে। এই সমরে আবার রাজ্যে নানারূপ বিশৃঙ্খলা উপস্থিত হয়। ফরাসীরা মজঃফরজঙ্গের শিশুপুত্রকে উপেক্ষা করিয়া নাশিরজঙ্গের ভ্রাতা সলাবৎজঙ্গকে রাজপদে অভিষিক্ত করেন। ইহার অল্প দিন পরেই আসজোহের প্রথম পুত্র গাজী উদ্দীন নামধারী এক ব্যক্তি আসিয়া সাম্রাজ্য দখল করিতে প্রয়াসী হন। কিন্তু অকস্মাৎ তাহার মৃত্যু হইলে, সলাবৎজঙ্গই একছত্র নিজাম হইয়া, ফরাসীদিগের মন্ত্রণানুসারে রাজত্ব করিতে থাকেন। এই সময়ে দাক্ষিণাত্যে ইংরাজ ও ফরাসীদিগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা অত্যন্ত প্রবল হইয় উঠে। কিন্তু ইংরাজগৌরব ক্লাইবের সাহসিকতা ও সমরনৈপুণ্যে ফরাসীরা ব্যতিব্যস্ত হইয়। স্ব স্ব উপনিবেশরক্ষার্থ সলাবৎকে পরিত্যাগ করিতে বাধ্য হইয়াছিলেন। সলাবৎ এখন ইংরাজদিগের সহিত সন্ধিস্থাপনপূর্বক সন্ধির মৰ্ম্মানুসারে স্বরাজ্য হইতে ফরাসীদিগকে বহিষ্কৃত করিলেন। ১৭৬১ খৃষ্টাব্দে তিনি তাছার ভ্রাতা নিজাম আলী