পাতা:বিশ্বকোষ দ্বাদশ খণ্ড.djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বারাকপুর থারিকে সৈন্ত রাখা হয়, তদবধি সেই বারিকের মামামুमांरब्र «हे इॉरमब्र नांत्र वांछांकभूब श्ञांटाइ । विशाङ ইংরাজ বণিক চার্শকের ( Job charnock ) এখানে বিশ্রামভবন ছিল। ১৬৮৯ খৃষ্টাব্দে উক্ত ইংরাজ মহাপুরুষ এখানে একটা বাজার স্থাপন করিয়া যান। এখানকার সেনাৰাসের দক্ষিণভাগে বারাকপুর পার্ক নামক রাজকীয় উদ্যান। ভারতের ইংরাজরাজপ্রতিনিধিগণ ( Wiceroys of India) এই সুরম্য উদ্যান-বাটিকায় অবস্থানকল্পে অনেক উন্নতি করিয়া যান। লর্ড মিণ্টো এখানে যে বাসবাটী নিৰ্ম্মাণ করিয়াছিলেন, মাকু ইস্ অব হেষ্টিংস তাহার অনেক সংস্কারসাধন করেন। এখানে লেডী কেনিংএর সমাধিস্তম্ভ বিদ্যমান আছে। এখানে দুইবার সিপাহী-বিদ্রোহ ঘটে। ১৮২৪ খৃষ্টাব্দে ব্ৰহ্মযুদ্ধের সময় এখানকার সিপাষ্ঠীদল সমুদ্রবক্ষ দিয়া ব্রহ্মে गाईएङ श्रशैक्लड रुग्न । हल*tथं शाहेरङ७ उठांशांना शि९१ পারিশ্রমিক প্রার্থনা করে। ইংরাজসেনানী কার্টরাইটু সাহেব তাহাদিগকে বিস্তর বুঝাইলেও তাহার কুচকালে বিদ্রোহী হইয়া উঠে ; কিন্তু পুনরায় নবেম্বর মাসে দ্বিতীয়বার তাহার কুচকfওয়াজ করিতে করিতে বিদ্রোহিত্যচরণ করিলে ইংরাজসেনাধ্যক্ষ পেগেট তাহাদিগকে শাস্ত করিতে বৃথা চেষ্টা করেন। কিছুতেই কিছু হইল না দেখিয়া তিনি সেনাদলকে যুদ্ধক্ষেত্রে অগ্রসর হইতে অনুমতি করিলেন, যদি তাছার অনুমতি অগ্রাহ করে, তাহা হইলে তাঁহাদের অস্ত্র ত্যাগ করা কর্তব্য। এ কথাও তাহার কর্ণপাত না করিলে পেগেট-সহচর কামানবাহী ইংরাজসৈন্য তাহদের উপর গোলাবর্ষণ করে । তাহারা ইংরাজের তোপমুখে অধিকক্ষণ দাড়াইতে না পারিয়া পলায়ন করে । কতক নদীগর্ত্তে ঝাপাইয়া প্রাণরক্ষা করে, অপরে ইংরাজকরে বন্দী ও নিহত হয় । ১৮৫৭ খৃষ্টাব্দে এখানে পুনরায় বিদ্রোহের সূচনা হয়। টোটা-কাটার কথায় জাতি যাইবার ভয়ে তাহারা ইংরাজবিরুদ্ধে অস্ত্ৰধারণ করে। জেনারল হিয়াসে তাহদের প্রকৃত কথা বুঝাইতে চেষ্টা করিলেও তাহাতে কোন সুফল ফলে নাই। প্রমিত হৃদয়ানল ক্রমশঃই প্ৰজলিত হইয়া উঠিল। দিন নি সিপাহীদলের আক্রোশ অগ্নিস্ফূলিঙ্গবং বাহির হইয়া পড়িতে লাগিল । ২০এ মার্চ মঙ্গল পাড়ে নাম ৩৪ সংখ্যক দেশীয় পদাতি দলের জনৈক কৰ্ম্মচারী লেপ্টেনাণ্ট বাফ ও জনৈক সার্জেণ্ট মেজরকে গুলিদ্বারা হত্যা করে এবং অপরাপর সিপাহীদিগকে তাহার সহিত যোগ দিতে বলে । বে রক্ষক-সিপাহীৰূল উপস্থিত ঘটনা লক্ষ্য করিয়াও মঙ্গল পাড়েকে নিবৃত্ত করিতে চেষ্টা করে নাই তাহাদিগকেও তাড়াইয়। [ ato J বারাবাকি দেওয়া হয়। মঙ্গল পাড়ে ইংরাজ সৈনিক-ৰিচারে ফঁাসি যায়। [ বিস্তৃত বিবরণ সিপাহীৰুদ্ধ শঙ্গে দেখ। ] বারাও। ( দেশজ ) অলিন । বারাস্তুর ( দেশজ ) পুনরায় । বারাপোলি, দক্ষিণাত্যে প্রবাহিত একটা নদী। মাঞ্জাজ - প্রেসিডেন্সীর কোড়গরাজ্যে ও মলবার জেলায় প্রবাহিত হইয়া আরব্যোপসাগরে পতিত হইয়াছে। কোড়গরাজ্যের ব্রহ্মগিরি নামক পৰ্ব্বতের যেস্থান হইতে এই নদী উত্থিত হইয়াছে, তাছা লক্ষ্মণতীর্থ ও পাপনাশী নামে খ্যাত। কোড়গ-সীমান্তে এই নদীর ২ শত ফিটু একটী উচ্চ প্রপাত আছে। বনভাগ ও পৰ্ব্বতকনরাদির মধ্য দিয়া প্রবাহিত থাকায় তীরভূমির দৃপ্ত মর্তব মনোরম। কোন্ননৃত্ব যাইবার পথে এই নদীর উপর দিয়া একটা সুন্দর সেতু আছে। বারামতী, বোম্বাই প্রেসিডেন্সীর পুণা জেলার অন্তর্গত একটা BBBS BB AAAA AAAA AASBBS BB BB tASA LLSSS এখানে মিউনিসিপালিটী প্রতিষ্ঠিত আছে । বারাবাকি, ( বারবান্ধি ) অযোধ্য প্রদেশের অন্তর্গত একটা জেলা । উঃ পঃ প্রদেশের ছোট লাটের শাসনাধীন। ভূপরিমাণ ১৭৬৮ বর্গ মাইল। এই জেলাটী প্রায় সমতল, তবে উত্তর-পশ্চিম হইতে দক্ষিণপূর্বাভিমুখে ক্রমশঃই ঢালু হইয় আসিয়াছে। গোমতী, ঘর্ঘর ও চৌকা প্রভৃতি বিভিন্ন শাখা নদী এই জেলামধ্যে প্রবাহিত থাকায় এই স্থানের শস্তোৎপাদিকা শক্তি বৰ্দ্ধিত হইয়াছে। ইহার মধ্যভাগে কতকগুলি বিল (জলাভূমি) ও তলাও মাছে। বর্ষাকালে তলাওগুলি জলপূর্ণ ও একত্র হইয়া একখণ্ড বিস্তৃত জলরাশির স্তায় দেখায়, কিন্তু বর্ষাপগমে থও থও পুষ্করিণীর আকার ধারণ করে। এই জেলার নানাস্থানে যে সমস্ত প্রাচীন নিদর্শন দেথা যায়, প্রত্নতত্ত্ববিদগণ উহার উদ্ধারসাধন করিতে পারিলে একটী অভিনব ইতিহাস প্রকটিত হইতে পারে। মাঞ্জিয়া শিন্ধেীর ও আলিয়াদের নিকট এখনও নাগপুজোপলক্ষে শত শত লোক সমবেত হইয়া থাকে। নাগরাজগণের অধিকরে হইতেই এখানে নাগপূজার স্বষ্টি, একথা এখনও অনেকের মনে জাগরূক আছে। অহিচ্ছত্রের নাগস্থদের নিকট যথায় বুদ্ধদেব বক্তৃতা করিয়াছিলেন, তথায় অশোক-নিৰ্ম্মিত একটা স্তুপের ধ্বংসাবশেষ দেখিতে পাওয়া যায়। পূৰ্ব্বকালে এখানে ভরজাতির পূর্ণ প্রভাব বিস্তৃত হইয়াছিল । তাহদের অভু্যদয়ে অযোধ্যার স্থানে স্থানে দুর্গ, প্রাকার, পরিখা ও জলাশয়াদি প্রতিষ্ঠিত হইয়াছিল। এখনও ধ্বংসাবশেষসমূহই লুপ্ত কীৰ্বির माक्र; नििरङ छ् ।