পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/২০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

: সোরা [ উপরে আবার কৃত্রিম উপায়ে সোর প্রস্তুত করিবার স্ববিধ হওয়াতে ভারতবর্ষের সোরার বাজার অনেকটা মাটি হইয়াছে । বল সাহেব বলেন যে, কলিকাতা হইতে যে সোয় রপ্তানি হয়, তাতার প্রায় ব্লু অংশ বেহারে সারণ, ত্রিহৎ এবং চম্পারণ জেল হইতে সংগৃহীত হইয় থাকে। কাণপুর, গাজিপুর আলাহাবাদ, বারাণসী এবং পঞ্জাব হষ্টতেও অল্পবিস্তর সোর সংগৃহীত হইতেছে। ১৮৬৮ খুঃ অব্দের সমকালে মাদ্রাজ প্রেসিডেন্সির মঞ্জুর জেলায় একটি কোম্পানী কর্তৃক সোর প্রস্তত হইত । বৎসরে নির্দিষ্ট পরিমাণে সোরা যোগাইবার চুক্তি করিয়া এই কোম্পানী সরকার হইতে সোর প্রস্ততেয় একচেটিয়া অধিকার লাভ করিয়া ছিলেন। কিন্তু এই ব্যবসায় লাভজনক না হওয়াতে কিছুদিন পরে তাহার। ইহা পরিত্যাগ করেন। বাঙ্গাল ও বেহায় এই হই স্থান হইতেই অধিক পরিমাণে সোরা সংগৃষ্ঠীত হইয়া থাকে এবং এই দুই স্থানেই ইহার ব্যবসায় সমধিক চলিতেছে । অতএব সোরার উৎপাদন এবং বিশুদ্ধিকরণ সম্বন্ধে এই দুই স্থানের জনগণকর্তৃক অবলম্বিত প্রণালীষ্ট সমগ্র ভারতবর্ষের আদর্শ বলিয়। গৃহীত হক্টতে পারে। যে অঞ্চলে বর্ষার পরে রৌদ্রেয় উত্তাপ প্রবল হয় এবং তজ্জন্ত মৃত্তিকার জলীয় অংশ বাম্পে পরিণত হওয়ায় ভূপৃষ্ঠেৰ উপর এই লবণ পুষ্পাকায়ে গঠিত হইতে পারে, সেই অঞ্চলেই সোর অত্যধিক সহজে উৎপাদন করা যায় । কৃত্রিম উপায়ে সোর প্রস্তুত করিতে হইলে কি ভাবে এবং কি কি উপাদান লইয়া কাৰ্য্য করিতে হয়, তাহ নিম্নে বিবৃত ত্রিছতের অবলম্বিত প্রণালী হইতে জান যাইবে – নবেম্বর মাসে সোয়া-প্রস্তুতকারক লোনিয়াগণ কাৰ্য্যার স্ত করে। পুরাতন কর্দমস্ত,প, কর্দমনিৰ্ম্মিত গৃহপ্রাচীর, পতিত জমি প্রভৃতির উপরে তুযারনিৰ্ম্মিত থোসায় ন্যায় এষ্ট লবণেয় একটা পাতলা ও সাদা আবরণ সঞ্চিত হইয়া থাকে। এই গুলি তুলিয়া লইয়া প্রথমে ষ্টস্থাদিগকে গলান ও চোয়ান হয়। এই কাৰ্য্যের জন্ত ভিতয়ের দিকে শক্ত মাটির আস্তরণবিশিষ্ট এক প্রকায় কৰ্দ্ধমনিৰ্ম্মিত ফিলটার ব্যবহৃত হইয়। থাকে । এষ্ট পাত্রটি গোলাকার ও ফাপা, দেখিতে অনেকটা কুপমুখের মত। সাধারণতঃ ইeার থলি ও হঠতে ৮ ইঞ্চি হক্টর থাকে। ঘনসন্নিবিষ্ট বংশগও দ্বারা একটি মঞ্চ প্রস্তুত করিয়া তাহা ইহার অভ্যস্তরে, তলদেশের কিঞ্চিং উদ্ধে, কয়েকথও ইষ্টকের উপর স্থাপন করা হয় । এই মঞ্চেয় উপরিভাগে ঘনসন্নিবিষ্ট তৃণনিৰ্ম্মিত মাদুয়ের একটি আস্তরণ দেওয়t হয়। এই ভাবে ফিলটার প্রস্তত করিয়া প্রকৃত কাৰ্য্য আরম্ভ సెb' ) সোরা করা হয় । বৃক্ষের বিশেষতঃ নীলের চারার ক্ষার প্রস্তুত করিয়া भूत *ाडला ठारब डांश थै भांझरब्रग्न ॐग्न झफ़ॉड़ेब्रl cन७ब्रां इब्र । তৎপরে যে মৃত্তিক চোয়াইতে হইযে, ইহার উপর রাখিয়া সোরাপ্রস্তুতকারক তাহ পদতলে মাড়িয়া সৰ্ব্বত্র সমান পুরু ও আবগুক মত কঠিন করিয়া থাকে। এই কাৰ্য্য বিশেষ মনোযোগের সহিত করিতে হয়। কারণ এই মাটি বেশি কঠিন হষ্টলে ইহার মধ্য দিয়া জল অনেক বিলম্বে বাহির হইবে, আবার বেশি নরম থাকিলে জল এত সহজে ও এত শীঘ্ৰ পড়িয়া বাষ্টবে যে, তাহাতে লবণাক্ত পদার্থটা আর উপযুক্ত রূপে গলিতে পাইবে না, স্বতরাং উপযুক্ত পরিমাণে ফলও পাওয়া যাইবে না । এই সকল ঠিক করিয়া লষ্টয়া ধীরে ধীরে এই স্মৃত্তিকার উপর ৪/৫ ইঞ্চি পুরু করিয়া জল ঢাল। হয়। জলের গভীরতা ফিলটায়ের আয়তন ও ব্যবহৃত জলের পরিমাণের উপর নির্ভর করে. ফিলটারের মধ্য দিয়া ২০ মণ মৃত্তিক চোয়াড়তে পারা যায়। ইহার পরে কয়েক ঘণ্টা মধ্যস্থ পাত্রটিকে আর কোন প্রকারে নাড়া চাড়া করা হয় না । এই সময়ের মধ্যে জলট মৃত্তিকার অভ্যন্তয়ে প্রবেশ করিয়া লবণাক্ত পদার্থটিকে গলাইয় ফেলে এবং মাদুয়ের মধ্য দিয়! চোয়াইয়ী মঞ্চ ও তলদেশের মধ্যে যে খনিস্থান থাকে, সেই স্থানে সঞ্চিত হয় । ফিলটার হইতে অনতিদূরে একটি বৃহৎ মৃন্ময়পাত্র মৃত্তিকায় অদ্ধ প্রোথিত করিয়া রাখা হয় । একটি বাশের বা ফাকা টালির নল দ্বারা ফিলটায় হইতে ক্রমে ক্রমে জলটা এই পাত্রে আসিয়া সঞ্চিত হইতে থাকে। এই সোরামিশ্রিত জল অক্সাইড অব আইরণ দ্বারা অল্পবিস্তর পরিমাণে রঞ্জিত হঠয়া থাকে। যে মুত্তিক লষ্টয়া কাজ করা হয়, তাহার গুণমুসারে ইহার আপেক্ষিক গুরুত্বেরও তারতম্য ঘটিয়া থাকে । বহুসংখ্যক ফিল টার পরীক্ষা করিয়া গড়ে ১°১২o আপেক্ষিক গুরুত্ব পাওয়া গিয়াছে । এই ভাবে সোয়ী তরল অবস্থায় পাওয়া যায়। তৎপরে ইহার জলীয় অংশ বাম্পে পরিণত করিয়া ইকাকে স্ফটিক অবস্থায় ञांनग्रन कब्रl झग्न । हेंह निब्रणिथिङ ऊँ*Itग्न जा१िङ रुझेग्र! থাকে। মাটিতে খুব লম্বা একটি গর্ভ খুড়িয়া তাহায় উপয়, দুই সারিতে মাটির পাত্রে করিয়া তয়ল সোয় স্থাপন করা হয়। এই লম্ব চুল্লীটির এক প্রাস্তের মুখ দিয়া জালানী কাষ্ঠ যোগান হয় এবং অপর প্রান্ত দিয়া ধুম বহির্গত হইয়া যায়। এই তাবে জাল দিতে দিতে যখন দেখা যায় ষে, সোর স্ফটিকের অবস্থা প্রাপ্তির উপযুক্ত হইয়াছে, তখন পাতলা পাতলা বড় মৃগয় পাত্রে ঢালিয়া লইয়া জুড়াইতে দেওয়া হয় এবং এই পাত্রগুলিকে সারি সারি कबिम्रा आक% नब्रम यूखिकांग्न cथांशिङ रूब्रिब्रl झाथ झग्न । ळि* ঘণ্টা পরে সোয়ার স্ফটিকত্বপ্রাপ্তি ঘটে। তখন ইহা তুলিয়া লইয়া চুপড়িতে কল্পিয় শুকাইতে দেওয়া হয় এবং সমস্ত রসভাগ