পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৪১০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বরোদয় কৃষ্ণপক্ষে অ স্বল্প এবং শুক্লপক্ষে ই স্বর উদয় হই য়া থাকে। তকরাদি পঞ্চ স্বরে নন্দাদি পঞ্চ তিথির ভোগ হয়, যথা আ স্বরে নন্দ, প্রতিপদ, একাদশী ও ষষ্ঠ, ই স্বরে ভদ্র,দ্বিতীয়, সপ্তমী ও দ্বাদশী, উ স্বরে জয়, তৃতীয়, অষ্টমী ও ত্রয়োদশী, এ স্বরে রিক, চতুর্থী, নবমী ও চতুর্দশ ও স্বরে পূর্ণ, পঞ্চমী, দশমী, পুর্ণিমা ও তামাবস্যা ; এই সকল তিথিতে উক্ত স্বর স্বকলের উদয় এবং স্থাভোগ হয় । প্রতি তিথির স্থলভোগ ৬• দগু, তাহাকে ১১ দিয়া ভাগ করিলে লন্ধাঙ্ক অস্তভুক্ত হইবে । ৫৷২৭৭ বিপল প্রত্যেক স্বরের অন্তভুক্তির কাল । পূর্কে ৮ প্রকার স্বরের বিভাগ বলিয়াছি, তাছা দ্বারা স্বয়সকল স্থির করির তাহার ফল নিরূপণ করিতে হয়। এই স্বরের আবার পাঁচ প্রকার অবস্থা, যথা বাল, কুমার, যুগ, বৃদ্ধ ও মৃত । স্বরল কল এই অবস্থানুসারে ফল প্রদান করিয়া থাকে। বালক স্বরে কিঞ্চিৎ লাভ, কুমার স্বরে অৰ্দ্ধ লাভ, যুব স্বরে সম্পূর্ণ লাভ, বৃদ্ধ স্বরে ক্ষতি এবং মৃত স্বরে ক্ষয় হয়। যাত্রা, যুদ্ধ, বিবাদ প্রভৃতি বাল স্বর অনিষ্টকারী হইলে বিবাদে এই স্বরবিশেষ শুভ । “উদিতস্য স্বরস্য মুনর্গম স্বরবশেন তাঃ । পঞ্চ বালাদি কাবস্থাঃ স্বস্বকাল প্ৰমাণতঃ ॥ আস্তে বাল: কুমারশ যুব বুদ্ধে মৃতস্তথা । নিজাবস্থাস্বরূপেণ ফলদা নাত্র সংশয়ঃ ॥ কিঞ্চিল্লাভকরে বালঃ কুমারত্বদ্ধলা স্তদঃ । সৰ্ব্বসিদ্ধিং যুব দত্তে বৃদ্ধে হানিমূতে ক্ষরং ॥ বাত্র যুদ্ধে বিবাদে চ নষ্টে দুষ্টে ক্লজাম্বিতে। বালশ্বরে। ভবেন্দুষ্ট বিবাছাদিশুতে শুভঃ ” (বর্ণশ্বরোম্বর ) সমুদয় শুভকার্যে ও ধাত্রাকালে কুমারস্বর সিদ্ধিদায়ক হইয়া থাকে, ঐ কুমারখরের উদয় অবস্থায় যুদ্ধযাত্রা করিলে ৰোদ্ধার অঙ্গ ক্ষতবিক্ষত হইলেও যুদ্ধে জয় লাভ হইরা থাকে । যুবাম্বর সমুদয় শুভাভজ্ঞ কাৰ্য্য, মন্ত্ৰাদিসাধন, বিশেষতঃ যুদ্ধযাত্র বিষয়ে সম্পূর্ণ শুভফল প্রধান করে। দান, দেবপূজা, দীক্ষা ও মন্ত্রজপ বিষয়ে বৃদ্ধ স্বর প্রশস্ত । কিন্তু বৃদ্ধ স্বরের উদয়কালে যুদ্ধযাত্রা করিলে যুদ্ধে ভঙ্গ এবং যাত্রা করিলে ভর উপস্থিত হয়। যুতস্বরের উদয়াবস্থার বিঘাছ প্রভৃতি শুভাশুভ কার্য এবং যুদ্ধাদি কাৰ্য্য একেৰায়েই পরিত্যাগ করবে। কারণ ইহাতে বিশেষ অনিষ্ট হয় । মৃতশ্বর অপেগণ বৃদ্ধস্বর, বৃদ্ধস্বর অপেক্ষ বালস্বর, বালস্বর অপেক্ষ কুমারস্বয় এবং কুমারস্বর অপেক্ষ তরুণস্বর বলৰান্‌। द्देशी उt९°री ७हे cद, गषन फेङब्र बाङिब्र मरथा पूरु द। মোকদমদি হয়, তখন যদি এক ব্যক্তির মৃতস্বর ও এক ব্যক্তির वृकश्ब्र श्, डांश हरेtण याशद्र इ१वन्न cनहे जग्रैौ श्हtष । ( 8 e 8 1 স্বরোদয় এই রূপে সবল জানিতে হইবে । ৰে স্বল্প যাহার পঞ্চম, সেই স্বর তাহার মুতু বা বিশেষ ক্লেশদয়ক হইবে। কোন ব্যক্তির তৃতীয় স্বরের উদর অর্থাৎ তরুণস্বর হইলে তাefর সমুদয় কাৰ্য্য সিদ্ধ হয় । অবশিষ্ট তিনটী স্বল্প অর্থাৎ বুদ্ধ, বাল ও কুমার স্বর মধ্যবিধ ফল প্ৰদান করে । উভয় পক্ষে বিবাদ উপস্থিত হইলে যাহার স্বর বলবান, সেই বাকি জয়লাভ করে। উভয়ের স্বর যদি তুল্য বলবিশিষ্ট হয়, তাহ হইলে ঐ স্বরের বাল্যাদি অবস্থানুসারে শুভাশুভ স্থির করিতে হয় । যে কোন সময়ে বালস্বরের উদরে মধ্যবিধ ফল, কুমার স্বরে স্বৰ্দ্ধফল, তরুণ স্বরে সম্পূর্ণ ফল, বুদ্ধ স্বরে বন্ধন এবং মৃত স্বরে শারীরিক বা মানসিক ভর হষ্টয়া থাকে। দণ্ডস্বরের উদয়কালে মাত্রাস্বর গ্রহণ করিয়া বাল্যাদি অবস্থা বিবেচনাপূৰ্ব্বক শুভাশুভ ফল বিচার করিতে হর। তিথিস্বরের উদয়কালে বর্ণস্বর, পক্ষম্বরের উদয়কালে এাহস্বর, এবং মাসস্বরেয় উদয়কালে স্ট্রীলঙ্গর উদিত করিয়া বিচার করিবে। ঋতুস্বরের উদয়কালে রাশিস্বর ও তাহার বাল্যাদি অবস্থা বিচায় করির শুভাশুভ নিরূপণ করিতে হয়। অয়নম্বরের উদয়কালে নক্ষ স্বয় এবং অন্ধস্বরের উদয়কালে পিণ্ডস্বর, উদিত করিয়t তাহার বাল্যাদি অবস্থা অনুসারে ফল নিরূপণ করা বিধেয় । বর্ণশ্বর সকল কালেই বলবান । কারণ বর্ণশ্বর সর্বব্যাপী । অতএব বর্ণস্বর অবলম্বন করিয়াই সৰ্ব্বপ্রযত্নে গুeাগুভ ফল ও বলবান বিচার করিৰে । নদীসকল যেমন সমূত্রে লীন হয়, তদ্রুপ জন্তান্ত স্বরও বর্ণে লীন হইরা থাকে। এই জন্য বর্ণস্বরই সকলেয় প্রধান । যখন মাত্রাস্বর বলবান থাকিবে, তখন মন্ত্রসাধন, যন্ত্রসাধন, নিৰ্ম্মাণ ও অন্যান্য সমুদায় অধোমুথ কৰ্ম্মের অনুষ্ঠান করিলে। বর্ণ, স্বর বগবান থাকিলে যে কোন শুভ বা অশুভ কৰ্ম্মেয় অনুষ্ঠান করা যায়, তাছাই সফল হইয়া থাকে । কারণ বর্ণস্বরই সকলের প্রধান। গ্রহশ্বর প্রবল হইলে মীরণ, মোহন, স্তম্ভন, বিদ্বেষণ, উচ্চাটন, বশীকরণ, বিবাদ, যুদ্ধ, গ্রহার যা সংহার এই সকল কাৰ্য্য করা বিধেয় । জীবস্বয় প্রবল হইলে বস্ত্র, অলঙ্কার, ভূখণধারণ, ৰিস্কারস্তু, বিবাহ ও যাত্র প্রশস্ত । রাশিস্বর প্রবল হইলে প্রাসাদ, হুম্ম্য, উদ্ধান, দেৰপ্ৰতিম, রাজ্যভিষেক ও দীগণ এই সকল কৰ্ম্মে বিশেষ গুভ। নক্ষত্রস্বর হইলে শাস্তিকৰ্ম্ম, পুষ্টিকৰ্ম্ম, গৃহাদিপ্রবেণ, বীজৰপন, বিবাহ ও যাত্রা এই সকল কৰ্ম্ম প্রশস্ত । পিগুস্বর প্রবল হইলে শত্রুপক্ষের ভঙ্গ কূটযুদ্ধ, শত্রু বা শত্রুদিগের দেশ অবরোধ, সেনাপতি ও মন্ত্রিনিয়োগ এবং যোগস্বর প্রবল হইলে জ্ঞানোৎপাদক যোগসাধন করিবে । উক্ত স্বরগঞ্চলের ७धयणांवशांब्र $ड कीर्षवृक्ण अष्ट्रéांन कiिtण छडकण हरेंझk