পাতা:বিশ্বকোষ দ্বাবিংশ খণ্ড.djvu/৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হবর্ণবণিক মুথ্যের কস্তা গ্রহণ করিলে এক সুবর্ণমুদ্র পণ পাইয়া থাকেন। এইপ্রকারে রাচীরের কত গ্রহণে শ্রেষ্ঠ বলিয়া কুলীন তিন স্ববর্ণ, গৌণবংশজের সঙ্গে সম্বন্ধে ছর, এবং মৌলিকের সঙ্গে সম্বন্ধে সপ্ত স্ববর্ণমুদ্রা পাষ্টয়া থাকেন। কিন্তু যে মৌলিক দশপুরুষ পৰ্য্যস্ত • কুলীনের সঙ্গে আদানপ্রদান করিরাছেন, তিনি মহৎকুলোদ্ভব বলিয়া পরিচিত। কুলানের সঙ্গে আদানপ্রদানে তাহাকে অলস্কারাদি কুলমৰ্য্যাদা ব্যতীত আর কোন পণ দিতে হয় না। রাঢ়ী ও বংশঞ্জে আদানপ্রদান হইলে, শ্রেষ্ঠ ৰলিয়। রাষ্ট্ৰী এক সুবর্ণ, গৌণবংশজের সঙ্গে সম্বন্ধে দুই সুবর্ণ এবং মৌলিকের সঙ্গে সম্বন্ধে তিন সুপর্ণমুদ্র। পাইরা থাকেন। আর কষ্টমৌলিক ও অতিকষ্টমৌলিকের সঙ্গে কাজে ইনি পঞ্চ সুবর্ণমুদ্র পণ প্রাপ্ত হন। গো-বংশজের সঙ্গে কাজে বংশজ বর্ণপাদ এবং কষ্টমৌলিক ও জতিকষ্টমৌলিকের সঙ্গে কাজে এক সুবর্ণ পণ পাইয়া থাকেন। গৌণবংশজের সঙ্গে সম্বন্ধে মৌলিক স্থই মুৰৰ্ণ এবং কষ্টমৌলিক ও অতিকষ্টমৌলিকের সঙ্গে সম্বন্ধে তিন সুবর্ণ পণ ং পাইয়া থাকেন । সাগর বড়ালের বংশধরগণ সন্মানি’ মর্যাদবিশিষ্ট । ইহার কুলীনেরই নীচে এবং বংশজ, গৌণবংশজ প্রভৃতির উপরে । ইহাদের সহিত সম্বন্ধে কুলীমমর্য্যাদাস্বরূপ একটিমাত্র মুদ্রা গাইয়া থাকেন। কিন্তু বংশজ প্রভৃতির সঙ্গে আদানপ্রদানে ইহারাই তিনট সুবর্ণমুদ্রা মর্য্যাদা পান । - যখন কুলীনে কুলীনে আদানপ্রদান হয়, তখন র্যাহার তিন কুলে দোষ নাই, তাছাকেই অধিকতর সম্মানিত বলিয়া ধরা হয়, কিন্তু যাহার তিন কুলে উত্তম ‘করণ’ নাই,তাহাকে কুলীন বলিয়া ৰড় গ্রাহ করা হয় না । - এতদ্ব্যতীত “নবভঙ্গ’ নামেও আর এক শ্রেণীর কুলীন আছেন, আদানপ্রদানদোষে তঙ্গ হইবার পরে যদি কোন কুলীন তিন পুরুব পর্যন্ত কুলীনের সহিত দান গ্রহণ করিতে পারেন, তবে তাহার কুলদোয অনেকট ক্ষয় হইয়া যায়, ভঙ্গ হইতে তিনি ‘নবভঙ্গ’ শ্রেণীতে উন্নীত হন । নবগুণান্বিত কুলীনদিগের মধ্যে সিদ্ধ, উজ্জল, মধ্যাবৃত, মধ্যাগত ও শ্রেষ্ঠ এই পাঁচটা প্রধান ও মধুচন্দ্র নামে আর একটি অপ্রধান কুল আছে। এতদ্ব্যতীত আরও কয়েকটি কুল দেখিতে পাওয়া যায়। আজার থার ভাগিনেয় নীলাম্বর দত্ত এবং পতিয়াজদের যে কুল, তাছাকে সাধাকুল বলে ; ইহারা গোষ্ঠীপতি বলিয়া পরিগণিত। চক্ৰপাণি ও বক্রেশ্বর দত্তদ্বয়ের কুল, গোবৰ্দ্ধন মিশ্রর নিকট হইতে সহজে প্রাপ্ত বলিয়া "সহজকুল’ মামে বিখ্যাত । - রাষ্ট্ৰীয়দিগের মধ্যে সিংহ, দাস, নদী, সেন, লাং, বৰ্দ্ধন, পাল [ v२ ] স্থবৰ্ণবণিকৃ ও ধর এই আট ঘরের লোক আছে বলিয়া ইহাদিগকে অষ্টয়াটা বলে। মার্কণ্ডেয় সিংহ, মথুরা দাস, মাধব নদী, অশ্বধর সেন, মল্লস্বভাজন লাহা, রত্ন বৰ্দ্ধন, ক্ষুয়ন পাল ও চিত্র ধর এই আটজন লোক রাষ্ট্ৰীয়দ্বিগের আদি পুরুব ও পরিগণিত । 1. * বংশজদিগের মধ্যে বংশধর চক্রথ্যাত, শুদ্ধবংশজ চন্দ্রখাত, গৌণবংশজ চক্ৰখ্যাত, কলসারণ চক্ৰখ্যাত, দর্পনারায়ণ দেখাত, স্বধকের দেখাত, তাবাপন্ন দত্ত্বখ্যাত, সাধন আঢ্যখ্যাত, অশোককানন আঢ্যখ্যাত, কংশরিশীল কলসান্ধুরথ্যাত, শয্যাধারণ শীলখ্যাত ও বৈরাগী শালখাত,এষ্ট কয় শ্রেণীর লোক দেখিতে পাওয়া যার। গৌণবংশজদিগের মধ্যে মান্তবর দেখাত, পালশনি দত্ত খ্যাত, তরুণাকরচন্দ্রখ্যাত ও স্বসাধন আঢ্যখ্যাত, এই কয় শ্রেণীর লোক আছে। মৌলিকগণ, করণ দেখাত, হংসোপাগন দত্তখাত, অশ্বকৰ্ণ চন্দ্রখ্যাত, আশা কর আচ্যখ্যাত, গোপাল স্ট্রলখ্যাত, গুণধর সিংহখ্যাত, বাণপতি থরখ্যাত, চাকলাই বড়ালখাত, দরশfন পালখাত, স্বচাচর নাথ ও সুদৰ্প নাথথ্যাত, শ্রেষ্ঠ মৌলিকথ্যাত, বণিকৃরাজখ্যাত, কৰ্ণেশ্বর ননীখ্যাত, কুলজয় বৰ্দ্ধনখ্যাত, বিদ্যাপতি দাসখ্যাত, পটঞ্জালি লাছাখ্যাত, সদবাল সেনথ্যাত, এই এই কর শ্রেণীতে এবং কষ্টমৌলিকগণ ঘনকুশী দেখ্যাত, ঘনকুশী দত্তথাত, কেদারি চন্দ্রখ্যাত, কুলঞ্জয় আঢ্যখ্যাত, কুন্দলী শীলখ্যাত, ধরাপতি সিংহখ্যাত, ডুমুলা ধরখ্যাত, বামুলী বড়ালখাত, সারসাই পালথ্যাত, থ্যাতিবন্ধ-বিহীন নাথ উপাধিধারী, সুধারণ মল্পিকথাত, মাটিয়র নন্দীথ্যাত, শাসনী বৰ্দ্ধনখ্যাত, কিন্তুরী দাসথ্যাত, নিশাকর লাহাথাত ও কুলাল সেনখ্যাত এই কর শ্রেণীতে বিভক্ত। অতিকষ্টমৌলিকদিগের কোন খ্যাতিবন্ধ নাই । বাসস্থান অনুসারে তাছার বিষ্ণুপুরনিবাসী দে ও শীল, বালিগড়নিবাসী দত্ত, চন্দ্রকোণানিবাসী চন্দ্র, নাথ, বৰ্দ্ধন, মালারণনিবাসী আঢ্য, বীরভূমিনিৰালী সিংহ, ক্ষীরপাইনিবালী ধর ও বড়াল, কাশীজোড়ানিবাসী পাল, রাধানগরনিবাসী মল্লিক, কৃষ্ণগুঞ্জনিবাসী নদী, মুদিপুরনিবাসী দাস, শক্তিপুরনিৰাসী সাছ এবং বর্ধমাননিবাসী সেন, এই ষোল শ্রেণীতে বিভক্ত । - কুলীনেরাও ছয় শ্রেণীতে বিভক্ত । ১ । মঙ্গলকোটনিবাসী চঞ্জ, রোহিতাগিরি বন্ধবিশিষ্ট, সিদ্ধকুল, প্রামাণিক ও সৰ্ব্বকৰ্ম্মাধিকারী কুলীনগ4, ইহুদিগেল্প আদিপুরুষ জয়পতি চঞ্জ । - g ২। আঢ্যখ্যাত, বসবাশন খ্যাতিবন্ধসমস্থিত, উজ্জ্বলাপক্ষ কুল, প্রামাণিক, তত্ত্বাধখানকৰ্ম্মান্বিত ও আজাপুরনিবাসী কুলীনগণ, ই হাদিগের আদিপুরুষের নাম শ্ৰীধর জাঢ্য । - ৩। দেখাত, মঙ্গলকোটনিবালী, কিন্ত্রণাকর খ্যাতিৰঞ্চ