७ठामाङ --- مسیحیی • - - - দিগকে সন্মান করিত, কেবল তাহীদের गांश्न वा शूछ् নিপুণতার জন্য নহে, ওলন্দাজগণ প্রথমতঃ সত্য ও ন্যায় এতদূর মানিয়া চলিতেন যে কোন স্থানের লোকের প্রতি अनङ्कटे इहे८ण cनशान झई८ङ कूकी ॐाईग्न गईग़ा गाईड । পর্তুগিজের প্রথম হইতেই ভারতবর্ষের লোকদিগের প্রতি নিষ্ঠ র ব্যবহার করিত। স্বতরাং ভারতবর্ষায়ের শীঘ্রই ওলন্দাজদিগের ভদ্রতায় মুগ্ধ হইয়া ছিলেন। কিন্তু এপিয়ার জল বায়ুর এমনই গুণ যে সত্যপ্রিয় ওলন্দাজের শীঘ্রই প্রবল অসত্যপ্রিয় ও অত্যাচারী হইয়া পড়িল এবং ইংরাজদিগের অভু্যদয়ে শীঘ্রই তাহীদের পতন হইল । ১৬১৮ খৃষ্টাব্দে ইংরাজদিগের সহিত ওলন্দাজদিগের সংঘর্ষ উপস্থিত হইল । ইতিপূৰ্ব্বেই ইংরাজের এদেশে বাণিজ্য আরম্ভ করিয়াছিলেন, কিন্তু ওলন্দাজদিগের সহিত প্রতিযোগিতায় মসলাবাণিজ্যে বিশেষ কিছুই করিয়া উঠিতে পারেন নাই । এই সময়ে ইংলণ্ড ও হলগুের গবর্ণমেণ্ট মধ্যস্থ হইয়া উভয় কোম্পানির লোক লইয়। একটী সত্বরক্ষিণী সভা ংস্থাপন করির দিলেন ও তদ্বtয়। অtশু সমস্ত গোলযোগ মিটিয়া গেল। কিন্তু এই সভায় ওলন্দাজসভোর সংখ্যাই অধিক ছিল, মুতয়tং তদুtয় তাহার ইচ্ছামত সমস্ত কাৰ্য্যই চালাইতে লাগিল । ১৬২৩ খৃষ্টাব্দে অম্বিয়নীয় ইংরাজের তাহাদের রিরুদ্ধে যড়যন্ত্র করিতেছে বলিয়া দশজন ইংরাজ ও অপর দশ ব্যক্তিকে অভিযুক্ত করিল । বিচারে সকলেরই প্রাণদণ্ড হইল। এই ঘটনায় ইংরাজেয় অত্যন্ত বিরক্ত হইলেন। উভয় জাতির মধ্যে ভয়ানক বিদ্বেষানল জলিয়া উঠিল । অনেক দিন পর্য্য স্ত মনোমালিন্য থাকিয় অবশেষে ১৬৫৪ খৃষ্টাবো ইংরাজগণ ওলনাজদিগের নিকট ৮,৫০,০০০ টাকা ক্ষতিপূরণ পাইলেন। কিন্তু বিবাদ মিটিল না। ১৬৬৪ খৃষ্টাব্দ পর্ষ্যস্ত ইংরাজগণ ওলন্দাজদিগেয় বৈরিতার জন্য ভারতবর্ষের পূৰ্ব্ব বা পশ্চিম উপকূলে বিশেষ কিছু করিয়া উঠিতে পারিলেন না। ১৬৬৫ অব্দে ইংরাজদিগের সহিত হলণ্ডের যুদ্ধ উপস্থিত হয় এবং ওলন্দাজের ইংরাজদিগের যাণিজ্যে বিশেব ক্ষতি করে । অবশেষে ফরাসীবিপ্লব আরম্ভ হইলে তাহীদের প্রতাপেয় হ্রাস হুইয়। ষায় । ইংরাজের সিংহল প্রভৃতি অধিকার করিয়া ভাইয়া অন্যান্য স্থানেও তাহীদের প্রতিপত্তি খৰ্ব্ব করেন । সেই পৰ্য্যস্ত ওলন্দাজের কিয়ৎ পরিমাণে হত শ্ৰী হুইল । ১৬৮৭ খৃষ্টাব্দে ওলন্দাজের ইংরাজদিগকে বাণ্টাম হইতে দুয় করিয়া দিয়াছিল এবং ভারতসাগরীয় দ্বীপপুঞ্জে এক চেটিয়া মসলাবাণিজ্য অক্ষুণ্ণ রাখিয়াছিল। ১৬৮৭ অব্দে হলণ্ডের [ &cs ) {} - ७ञांख्ने? প্রিন্স উইলিয়ম ইংলণ্ডের রাজা হইলে উভয় জাতির মধ্যে সৌহৃদ্য স্থাপিত হয়। কিন্তু বাণিজ্যবিষয়ে ওলন্দাজलेि८१ब्रहे ७वंiथांना शांरिक ग़? शांग्न । श्र8ाम* *ठांकौन्न ८*ब ভাগ হইতেই ওলন্দাজদিগের ক্ষমতা হ্রাস হইয় আসে । ১৭৬০ খৃষ্টাব পৰ্য্যন্ত য়ুয়োপে বে বিদ্বেষ যহি জলিয়াছিল, তাহাতে তাহদের বাণিজ্যেয় বিশেষ ক্ষতি হয় নাই । বরং ওলন্দাজেয় বাঙ্গালা হইতে ইংরাজদিগকে দূর করিবার জন্য মিরজাফরের অনুরোধে বটেভিয়া হইতে ৭ খানি রণতরি পাঠাইরা দেয় । কিন্তু পরাস্ত হইয়। এ মতলব পয়িত্যাগ করে । অবশেষে ১৭৮৯ অব্দে ফরাসী রাষ্ট্রবিপ্লব উপস্থিত হইল। ফরাসী সেনাপতি পিচেগু হলও অধিকার করিলেন । তদবধি ওলন্দাজের। ফরাসীদিগের শাসনাধীন হইল। এদিকে ফরাসী শত্রু ইংরাজের। ওলন্দাজদিগের বাণিজ্যস্থান গুলি অধিকার করিতে সচেষ্ট হইলেন । সিংহল প্রভৃতি স্থান তাহদের হস্তগত হইল। যদিও ১৮৯২ খৃষ্টাবো অামিন্স সন্ধি স্বায়া ওলন্দাজের অনেক বিদেশীয় অধিকার পুনঃপ্রাপ্ত হইয়াছিল, তথাপি সিংহল ও কেপ কলনি ইংরাজদিগকে ছাড়িয়া দিতে হইল। নেপোলিয়ন ফ্রান্সের সম্রাট হইলে হলও প্রথমতঃ তাহার ভ্রাতা লুইয়ের অধীনে ও পরে ফরাসী সাম্রাজ্যের অন্তভুক্তি হয়। এই সময়ে ওলন্দাজের ইংলও আক্রমণের জন্যও যথাসাধ্য চেষ্টা ও বক্স এবং ভারত মহাসাগরে ইংরাজদিগের বাণিজ্যেয় বিশেষ ক্ষতি করিয়াছিল। ১৮১১ খৃষ্টাব্দে ইংরাজেরা এই উপদ্রব নিবারণের জন্য বটেভিয়া আক্রমণ করিয়া হস্তগত কয়েন। সেই অবধি ওলন্দাজের স্থত ঐ হইল । বদিও ১৮১৫ খৃষ্টাকো পারিসের সদ্ধি দ্বারা তাহার। উক্তস্থান পুনঃপ্রাপ্ত হইল, কিন্তু পূৰ্ব্বষং অণর প্রবল হইতে পারে নাই । এক্ষণে ওলনীজদিগের অবস্থা উন্নত নহে । তাহাদের স্থিতিশীল অবস্থ দাড়াইরাছে । ভারত মহাসাগরের দ্বীপপুঞ্জে এখনও তাহtদের মসলার বাণিজ্য আছে । বটেভির তাহার প্রধান স্থান । এখানে একজন গবর্ণরজেনারল ও কয়েকজন মন্ত্রীসমাজের সদস্ত আছেন । কিন্তু গবর্ণয় জেনারেল ইচ্ছ। করিলে মন্ত্ৰীসমাজের মতের বিরুদ্ধে কার্য্য করিতে পারেন ন। দ্বীপবাসী ওলন্দাজের জাতীয় ভাবে একটু দীন হইয়। পড়িয়াছে, তাহাদের মধ্যে বিদ্যার চর্চা নাই বলিলে হয়। ওলাউঠা, কঠিন রোগবিশেষ। ইহাতে পেট নামায় ও যমন छेtठं वणिग्न हेशीघ्र नांग Gठांडेठा छ्ट्रेब्रांरछ् । काँहाँग्न७ भएपछ ७३ ८ब्रांश्न ७थ५८म ॐशाष्ठ शहेब्राहिश दणिब्रा हेशग्न नाम फेणोफे%ो इग्न । [ फेणl cलष । ]
পাতা:বিশ্বকোষ দ্বিতীয় খণ্ড.djvu/৬০১
অবয়ব