পাতা:বিশ্বকোষ নবম খণ্ড.djvu/৬৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

總 ---- মসির খা গুপ। এই স্থানে দিগম্বর সম্প্রদায়ী জৈনদিগের মন্দির ছিল। একটা বটুপলা স্তম্ভের গাত্রে উৎকীর্ণ একচরণ লিপি দেখিয়৷ জানা যায়, মহাদরী নামক ইন্দ্ৰনদীর শিষ্য এই স্থানে পাশ্বনাথের • এক মন্দির নিৰ্ম্মাণ করান। এখানে নবগ্রহ চিহ্নাঙ্কিত এক প্রস্তর পাওয়া গিয়াছে। জৈনদিগের নিকট অহিচ্ছত্রা এখনও পবিত্র তীর্থ বলিয়া গণ্য । নসরত শাহ, গৌড়েশ্বর হোসেন শাহের পুত্র। হোসেন শাহের মৃত্যুর পর (১৫২২৷২৩ খৃষ্টাব্দে ) নসরত বাঙ্গালার সিংহাসনে আরোহণ করেন। প্রথন প্রথম ইনি বেশ সন্ধুগুণের পরিচয় দিয়াছিলেন। আত্মীয় স্বজন তাহার স্নেহে মুগ্ধ হইয়াছিল। এই সময় তিনি মিথিলী, হাজিপুর, মুঙ্গের প্রভৃতি জয় করিয়াছিলেন । ইনি জাতিনির্বিশেষে কবি ও পণ্ডিতগণের উৎসাহদাতা ছিলেন। ইহার আদেশে বঙ্গভাষায় মহাভারত অনুবাদিত ङ्झेग्नोझिल । "শ্ৰীযুত নায়ক সে যে মসরত থান । রচাইল পাঞ্চালী গুণের নিদান।” ( কৰ্মীন্দ্রের পরাগলী ভারত ) নসরত শাহের দৃষ্টাস্তেই পরাগল খ ও ছুটি খাঁ নামে তাহার সেনাপতিদ্বয় কবীন্দ্র ও শ্রীকরনদী দ্বারা মহাভারত প্রচার করিয়াছিলেন । বৈষ্ণব কবিগণের পদাবলী মধ্যেও নসরতের নাম দৃষ্ট হয়— "সে যে নসির শাহ জানে। যারে হানিল মদন বাণে ॥" ১৫২৬ খৃষ্টাব্দের কিছু পরে বাবর বাঙ্গালা আক্রমণের উদ্যোগ করিলেন। নসরত দুইবার বহুমূল্য উপঢৌকন পাঠাইয়া কোন প্রকারে নিস্তার পাইলেন। অবশেষে ১৪২৯ খৃষ্টাব্দে তিনি বাবরের সহিত সন্ধি করিয়া ফেলিলেন । এই সময় হইতে র্ত্যহার প্রকৃতি পরিবর্তিত হইল ; তিনি অত্যাচারী হইয়া উঠিলেন। র্তাহার অত্যাচারে উৎপীড়িত হইয়া প্রজাগণ সকলেই তাহার প্রতি অসন্তুষ্ট হইল। শেষে ১৫৩৩ খৃষ্টাব্দে একজন খোজার হস্তে তিনি নিহত হইলেন। গৌড়ের বিখ্যাত ‘সোণা মসজিদ এই নসরত শাহের নিৰ্ম্মিত। তাহার পর, তাহার ভ্রাতা মাক্ষ্মদ শাহ নসরতের পুত্র ফিরোজ শাহকে মারিয়া সিংহাসন অধিকার করিলেন। নল (স্ত্রী) নস বা টাপ, যা নমতে কুটিলতাং প্রকাশয়তি, নস কৌটিল্যে আছ, ততো টাপ। নাসিকা । খৃষ্টাবা হইতে ১৭৬৮ খৃষ্টাব্দ পর্যন্ত রিচার্ড ۹۹۰ لا و ifiia f= বুরকির বোম্বাইয়ের গবর্ণর ছিলেন। সেই गरळ उचत्र । Nabo IX [ ৬৬৯ ] নসিরাবাদ অব্বাসী নামক স্থানে যে ইংরাজ কৰ্ম্মচারী কাপ্তেন ছিলেন, তাহাকে নসির খা নামে পারস্তরাজের অধীনস্থ একজন সামস্তুরাজ রামাবনীর নিকট মস্কট আরব দমু্যদিগের দমনার্থ আদেশ প্রদান করেন। এই নসির খ আপনাকে উষ্ণ দেশাধীশ্বর বলিয়া পরিচয় দিয়াছেন। নসিরজঙ্গ, ১৭৪৮ খৃষ্টাব্দে নিজাম উল মুলুকের মৃত্যু হইলে তাহার দ্বিতীয় পুত্র নসিরজঙ্গ দাক্ষিণাত্যের সুবাদারী-মসনদে আরোহণ করেন।. ইনি আর্কটের যুদ্ধে মহম্মদ আলী ও ইংরাজদিগের পক্ষাবলম্বন করিয়াছিলেন। ইনি কিছুদিন অাকটে ছিলেন। ১৭৫০ খৃষ্টাব্দে ফরাসীদিগের বিরুদ্ধে যুদ্ধ করিতে গিয়া কড়পার পাঠান নবাব কর্তৃক নিহত হন। ইহাকে মারিবার জন্য যে তিনজন গুপ্ত শত্রু পরামর্শ করিয়াছিল, তাহারাও একদিনে মারা যায়। ইহার মরণে চাদ সাহেব, ডুপ্লে ও পুদিচেরীর লোক বিশেষরূপে ভয়শূন্ত হয়। মসিরপুর, বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত হায়দরাবাদ জেলার একটা নগর। কথিত আছে এই নগর ৯৮৯ খৃষ্টাব্দে প্রতিझैिङ क्षुम्न । নসিরপুর (নসরপুর) সিন্ধুপ্রদেশ একটা নগর। হায়া বাদ হইতে উত্তরপূৰ্ব্বে ৮ ক্রোশ দূরে অবস্থিত। দিল্লীর থিলজী-বংশীয় সম্রাট স্বলতান ফিরোজশাহ ১৩৫৩ খৃষ্টাব্দে ইছা নিৰ্ম্মাণ করান। সম্রাটু ফিরোজশাহ গুজরাট হইতে প্রত্যাগমনের সময় শঙ্কর ( হাকরা ) নদীতীরে একটী দুর্গ নিৰ্ম্মাণ করেন। ঠটা বিভাগে এক্ষপে এই নামে একট সরকারের নামকরণ হইয়াছে। নলির শাহ, উড়িষ্যার পাঠান নবাব কতহু ধার জ্যেষ্ঠ পুত্র। নদিরাবাদ, ১ ময়মনসিংহ জেলার প্রধান স্থান, ব্রহ্মপুত্রনদের পশ্চিমতীরে অবস্থিত। অক্ষা ২৪° ৪৫/৫০° উঃ, ত্রাঘি” ৯০° ২৬ ৫৪% পূঃ । এস্থান সম্বন্ধে কোন বিখ্যাত ঐতিহাসিক ঘটনা নাই। কৌতুকাবহ প্রাচীন সামগ্রীর মধ্যে কেবল ছুইটী হিন্দু মন্দির আছে। ২ বোম্বাই প্রেসিডেন্সির অন্তর্গত খাদেশ জেলার একটা উপবিভাগ। ইহার উত্তরে তাপ্তী, পূৰ্ব্বে ভাগর এবং পশ্চিমে গির্ণ নদী প্রবাহিত । ৩ খাদেশ জেলার নসিরাবাদ উপবিভাগের একটা নগর। অক্ষা ২০° ৫৮৩- উঃ, দ্রাৰিং ৭৫° ৪১' ৩৮ পূঃ । এখানে কাচের চুড়ি প্রস্তত হয়। ৪ রাজপুতানায় একটী সৈন্তনিবাস। ১৮১৮ খৃষ্টাঙ্গে সর ডেভিড় অষ্টরলোনী এই নিবাস সংস্থাপিত করেন। ' ৫ সিন্ধু দেশের অন্তর্গত শিকারপুর জেলায় একটী