পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৪৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল [ 8७t> ] মোগল নিশাপুর, খোরাসান, বালথ, তিরমিদ, তালকান, ঘোর,গজনী প্রভৃতি রাজ্য ও নগর সম্পূর্ণরূপে লুষ্ঠিত, ভস্মীভূত ও মথিত করিয়৷ শ্বায় মোগলবাহিনীকে সিন্ধুনদাভিমুখে পরিচালিত করেন। এখানে খুরিজমু-শাহজাদ জালাল উদ্দীন মঙ্গ বর্ণি স্বীয় দলবল লষ্টয় আত্মরক্ষায় ব্যস্ত ছিলেন । মোগলসৈন্ত ১২২৭ খৃষ্টাব্দে সিন্ধুতীরে উপনীত হইলে উভয় পক্ষে ঘোর সংঘর্ষ উপস্থিত হয় । প্রায় একাদশ বর্ষব্যাপী এই যুদ্ধে সমগ্র খারজম সাম্রাজ্য সম্পূর্ণরূপে বিধ্বস্ত ও বিপৰ্য্যস্ত হইয়া- ! fছল। এই যুদ্ধে মোগলক্ষস্তে অসংখ্য মুসলমান বন্দী হইয়। মোগলসৈম্ভের পশ্চাতে পদব্রজে গমন করিয়াছিল। নিহত মুসলমানের সংখ্যা গণনাতীত, একমাত্র সমরকন্দ-সমরে e • হাজার ইসলামধৰ্ম্মাবলম্বী কালসদনে প্রেরিত হয় । এতভিন্ন যে যে দেশ দিয়া মোগলবাহিনী পরিচালিত হইয়াছিল, BBBBBBB BBSBBBBBBBS BBBBBBB BBB BBB Bt হারাষ্টয়াছিল । খামল শস্তক্ষেত্রসমুহ শত্রুর উম্মাদনৰ্ত্তনে তৃণশৃগু এবং স্বয়ম্য হন্মমালাপরিশোভিত সমৃদ্ধিশালী নগরীসমুহ অগ্নিসংযোগে ভস্মীভূত, জনশূন্ত ও পদদলিত হইয়াছিল। অসংখ্য নরনারী ও দাস বিপণিতে বিক্রীত হইবার জন্ত মোগল-কারাগারে আবদ্ধ হইয়াছিল। এদিকে দুরদেশে যুদ্ধে ব্যাপৃত থাকায় চেঙ্গিসের স্বরাজ্য মধ্যে বিদ্রোহ বহ্নি প্রজ্বলিত হইবার উপক্রম হইল। দূতমুখে সংবাদ পাইয়া তিনি রিজম রাজ্য ধ্বংসের পরই, বিজয়মুখে উৎফুল্ল হইয়। ধীরে ধীরে স্ব রাজ্যে প্রত্যাবৃত্ত হয়তে লাগিলেন । পথি মধ্যে পীড়িত হহয়। } তিনি শয্যার আশ্রয় গ্রহণ করেন । এই সময় তাহার বয়স ২৫ বৎসর অতিক্রম করিয়াছিল, তথাপি তাহার তেজোব্যঞ্জক মুখী দশন করিলে যুব বলিয়tহ ভ্রম হইত। মৃত্যুর পুধ্যে বহুকাল ধারয়। তিনি যে যুদ্ধবিগ্রহে লিপ্ত ছিলেন, তাছাজে তিনি কাথে, খোটান, উত্তর ও দক্ষিণ চীন, কিলোকু, সকfসন, বুলগেরিয়া, আস ( ক্রিমিয়া ), রুষিয়া, জালন, ট্রান্স-অক্সিয়ান, বালথ, খোরাসান, ইরান, তুরান এভুক্তি দেশব্যাপ্ত একটী বিস্তীর্ণ সাম্রাজ্য গঠন করিয়া যান। ঐ সাম্রাজ্য তিনি স্বীয় পুত্ৰচতুষ্টয়ের মধ্যে বিভাগ করিয়া দেন। জ্যেষ্ঠ তুধি খ। পিতার বর্তমানে কালগ্রাসে পতিত হওয়ায় তংপুত্ৰ বতু খ তৎস্থলাভিষিক্ত হন । তিনি তৃতীয় পুত্র ওকতাই থাকে নিজ সাম্রাজ্যসিংহাসন দান করিয়া দ্বিতীয় চাঘতাই ও কনিষ্ট ভুলি থাকে অপরাপর সম্পত্তি বিস্তাগ कtग्रैभ्रौ ¢नन । উাহার পৌত্ৰ ৰতু কিফ চাকের সমতলক্ষেত্রের শাসনভার ●ध१५ इन । १ई ब्राध्{I छ +cé* मणैौ, अtब्रश कूष, ख কাম্পাঁর সাগরের উত্তরাংশে ডন ভল্গা নদীর তীৰৰী প্রদেশ ও কৃষ্ণ সাগরের পাশ্ববর্তী কিয়দংশ স্থানে বিস্তৃত ছিল। দ্বিতীয় পুত্র চাঘতাই পশ্চিমে দেন্ত কিফ চাক, দক্ষিণে মেক্রান, পূৰ্ব্বে মোগল জাতির আদিম বাসভূমি ও উত্তরে সাইবিরিয়৷ সীমাস্তবত্তী সমগ্র স্থানের শাসনকর্তৃত্ব লাভ করিয়াছিলেন ; এতদ্ব্যতীত কাসগার, খোটেন, ওঘৈর, বদক্সন, ৰালথ, খ,ারজম, খোরাসান, গজনি ও কাবুল প্রভৃতি প্রদেশ তাহার রাজ্যভুক্ত ছিল। তৃতীয় উকতাহ আদিম মোগলভূমি ও ংপাশ্ববর্তী স্থানসমূহের শাসনভার লাভ করিয়াছিলেন এবং চতুর্থ তুলির প্রতি চীনদেশের শাসনভার অর্পিত হয়েছিল। এইরূপে সাম্রাজ্য বিভাগ করিয়া দিয়া ১২২৭ খৃষ্টাব্দে চেঙ্গিস খ পরলোক যাত্র করেন। মৃত্যুকালেও তাঁহার হৃদয়ে রাজ্যশাসনের কুট-নীতি প্রাতভাত গুইয়াছিল । এক দিকে তিনি অমামুষিক অত্যাচার দ্বারা সাধারণের নিন্দা ভাজন হহ’লেও, তাহার স্তায় অসাধারণ শক্তিসম্পঃ মনুষ্য সংসারে অতি বিরল ছিল । ( জেঙ্গিস থ দেখ । ] চেঙ্গিসের পুত্ৰচতুষ্টয় স্ব স্ব রাজ্যশাসনের জন্য পৃথগ ভাবে সেনাদল রক্ষা করিয়াছিলেন । উলু, যাযাবর, মোগল ও অন্তান্ত তুর্ক জাতীয় সৈগু ঐ দলের অন্তভুক্তি ছিল । উক্তাহ’র মৃত্যুর পর তৎপত্নী তুরকিনা খাতুন মোগলসাম্রাজ্যের অধিনেত্রী হইয়াছিলেন । ইহার অধিকার কালে শাসনবিশৃঙ্খল উপস্থিত হওয়ায় মোগল আমীরগণ র্তাহাকে পদচ্যুত করিয়া তৎপুত্র কযুককে সিংহাসনে অভিষিক্ত করেন। কয়ুকের মৃত্যুর পর অধিনেতার নিৰ্ব্বাচন লইয়। মোগল সাম্রাজ্যে গৃহবিবাদ উপস্থিত হয় । কতিপয় বর্ষের মধ্যেই মোগলসামস্তগণ অধিনেতার অধীনতাপাশ উন্মোচন করিতে সচেষ্ট হন । কোন সময়ে চেঙ্গিস-সাম্রাজ্যের এরূপ অবনতি ঘটে, হতিহাসে তাহার প্রকৃত কোন বিবরণ লিপিবদ্ধ নাই । ১২২৯ খৃষ্টাব্দের মুদ্রায় মোগল অধিনেতাল্প পাশ্বে পারস্তাধিপতি অধু ৭ খ্যার নাম অঙ্কিত দেখা যায়। ১৩৯৪ খৃষ্টাম্বে কাজান খা অধিনেতার নাম পরিত্যাগপূৰ্ব্বক স্বনামে রাজমুদ্রা প্রচলিত করেন। সম্ভবতঃ এই সময়ে তুষি ও চাঘতাই বংশীয় মোগল অধিপতিগণ স্বাতন্ত্র্য অবলম্বন কল্পিজ্ঞাছিলেন । অতঃপর চেজিগবংশীয় নরপতিগণ আপনাদিগকে সম্রাটু ঘলিয়। অভিহিত করেন । এই মোগলরাজগণ দক্ষিণচীনের বিজয়কাৰ্য্য সম্পন্ন করিয়া ডন নদী উতীৰ্ণ হইয়া বুলগেরিয়া ও পোলরাজ্যে মোগলপতাকা উভউীন করেন । এতদ্ব্যতীত झ्न द्रौ, दन्निइ॥ फाग्रबनिब॥ ७ नtरेtनभिद्रा जाङम१ ७बर