পাতা:বিশ্বকোষ পঞ্চদশ খণ্ড.djvu/৪৩৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মোগল [ 8లిపి ) মোগল ভিয়াল-বিজয়ে প্রবৃত্ত হুইয়া সমগ্র খৃষ্টানজগৎকে সঞ্জসিত করিয়াছিলেন । এইরূপ ভাবে প্রায় ৭৭ বৎসর কাল অতিবাহিত করিয়া তাছার পরম্পরে বিচ্ছিন্ন হইয় পড়েন। এই অস্তধিচ্ছেদের ফলে, তাছাদের যুরোপীয় সাম্রাজ্য এমন কি কোরিয়া হইতে এসিয়াটিক সাগর পর্য্যস্ত সমগ্র মোগলসাম্রাজ্য শতখণ্ডে বিভক্ত হইয়া যায়। যুরোপের মধ্যে একমাত্র রুষ দেশে মোগলের আধিপত্য প্রতিষ্ঠিত ছিল । চেঙ্গিস থার চারিপুত্র হইতেই চারিট বিভিন্ন মোগলশাখার উৎপত্তি হয় । ঐ সকল বংশের সস্তানসস্ততিগণ ক্রমে বিস্তৃত হইয় পড়িলেও মোগলরাজ্যে বিদ্বেষ প্রতিষ্ঠা লাভ করিতে পারে নাই । একমাত্র চাঘতাইবংশ মোগল-জাতির গৌরব রক্ষা করিতে সমর্থ হইয়াছিলেন। চেঙ্গিস খণর নির্দিষ্ট চাঘতাই রাজ্য প্রধানতঃ তিনভাগে বিভক্ত । ১ সার ও কাসগরের উত্তরস্থিত প্রদেশ । চহ। জনমানবশূন্ত মরুসদৃশ । ২ কাসগর, য়ারখন্দ, খোটেন, অফ স্ব ও তরকান প্ৰভৃতি নগরশোভিত দেশ । দক্ষিণাংশ জনাকীর্ণ ও সমৃদ্ধশালী, উত্তরাংশ মরুময় । জক্ষত্তেশ নদীর উত্তর উপকুল হইতে দক্ষিণে হিন্দুকুশ ও হাজারা পৰ্ব্বতমালা, তাসখন্দ, সমরখন্দ, বোথার ও বাল্খ পৰ্য্যস্ত বিস্তীর্ণ রাজ্য। এই অংশ শস্তক্ষেত্রপুর্ণ এবং নগরমালা মণ্ডিত ছিল । যাযাবর নামক স্বদেশবৎসল দুদ্ধর্ষজাতি মরুসদৃশ প্রথমাংশের একমাত্র অধিবাসী । ইহার উচ্ছ জ্বলভাবে জীবিকা নিৰ্ব্বাহ কল্পিত । দ্বিতীয়াংশের অধিবাসীর সম্প্রদায়ভেদে প্রায় একস্থান হইতে অপর স্থানে গমন করিত, কে বা জননী-জন্মভূমিতে স্থিরস্থায়িক্ৰপে বাস করিত । তৃতীয়াংশের অধিকাংশ অধিবাসীই স্থায়িভাবে বসবাস করিয়াছিল, তাহার সকলেছ প্রায় মোগলবংশসস্থত। এই সকল সম্প্রদায় ব্যতীত, ইহার দক্ষিণপূৰ্ব্বদিকে কালিমকৃ নামে আর এক পরাক্রাস্ত ভুঞ্জবলসম্পন্ন সম্প্রদায়ের বসতি ছিল। চীনপ্রাচীরের সন্নিকটে ইহাদের আবাস । চাঘতাই কখন স্বায় রাজধানী বিস্বালীন নগরে, কখন ৰ ভ্ৰাত্ত। উকৃতাহুর সহিত কারাকোরম নগরে কালযাপন করিতেন । রাজ্যসংক্রাস্ত যাবতীয় কাৰ্য্য করাচার বু-স্থানের হন্তে শুস্ত ছিল । এইরূপে মন্ত্রীর শাসনাধীনে থাকাহেতু চাঘভাইয় উত্তরাধিকারিগণের মধ্যে মনোবাদের কারণ উপস্থিত হইল। শতাব্দকাল মধ্যে রাজপুত্ৰগণ পরস্পরে বিচ্ছিন্ন হইয়। সির ও জামু নদীর তীরবর্তী জনপদসমুহে ধাইয়া বাস করেন। ক্রমেই পরস্পরে বিরোধহেতু পরস্পরে নিস্তেজ ई झैं झैँ হইয় পড়ে এবং মন্ত্রিবংশ চাঘতাই সিংহাসলে প্রাধান্ত লাভ फ८द्र ।। 5ोघडfहे-यश*शब्र छैाशरमब्र श्ल कौफ़ांशूछनौग्न छांग्र চালিত হইতেন । রাজা ১ম ইমাল বুগা খায় রাজ্যকাল BBB BDDD BDD BBBB BBD DDDS BBD DDS স্থাপন করেন নাই । ঐ সময়ে চাঘতাইগণ দুইভাগে বিভক্ত হইয়৷ ছুইটী স্বতন্ত্র রাজ্য স্থাপন করেন। একটী রাজ্য মোগলভূমি ও কাস্গর প্রদেশ এবং অপরটা মাত্রাবল্লাছার প্রদেশে প্রতিষ্ঠিত হয় । অতঃপর চেঙ্গিসবংশীয় যে সকল নরপতি রাজত্ব করিয়াছিলেন, তাহারা বিলাসলালসায় বিভোর ও প্রজাপালনে অক্ষম ছিলেন, সুতরাং মন্ত্রিবর্গই রাজকায্য পৰ্য্যালোচনা করিতেন। ট্রান্স-অক্সোনিয়। প্রদেশে অরাজকতার লক্ষণ দেথা গিয়াছিল। অস্তবিববাদহ এই দুর্দশার একমাত্র কারণ। gB BBD BBBBB KBBBBB BD BBB BB BBB হয় । এরূপ সঙ্কটের সময় অসাধারণ শক্তিসম্পন্ন মোগলগৌরবরাব তৈমুরলঙ্গ প্রতিদ্বন্দ্বৗদিগকে পরাভূত করিয়া এসিয়ার ভাগ্যাকাশে সমুদিত হন । তাহার অভু্যদয়ে মোগলজাতি নধতেজে প্রদীপ্ত হইয়া উঠে । চেঙ্গিস খণর অভু্যদয় কালে মোগলঞ্জাতি অজ্ঞানখকারে নিমজ্জি ন্ত ছিল । নিকটবর্তী চীনের ও তিব্বতের চিরপ্রচলিত বৌদ্ধধৰ্ম্মেয় সংস্পশে যদি ও তাহারা তদেশবাসীর আচার ব্যবহার কিয়ুৎপরিমাণে অগ্নকরণ করিতে অভ্যাস করিয়াছিল, তথাপি তাহদের মনে আদেী ধৰ্ম্মভাবের উদয় হয় নাই । চেঙ্গিসের মৃত্যুর পর, মোগলজাতির মধ্যে ইসলামধন্মের প্রভাব বিস্তৃত হয়। তুষি খার পুত্র বর্কা খ ( fকফ চাক, তুর্কিস্থান ও সক্সিনের শাসনকর্তা ) ইসলামধৰ্ম্মে দীক্ষিত হইয়াছিলেন । তুষির পৌত্র ও বতুর পুত্র উজবেক ইসলাম ধন্মের আশ্রয়গ্ৰহণ করিয়া তদ্ধায় প্রচারে ব্ৰতী হন। উজবেক খার যত্নে সমগ্র কিফ চাকবাসী মুসলমানধৰ্ম্ম গ্রহণ করে । অতঃপর চাঘতাই বংশীয় তোগলক তৈমুর থ। অধিনেতৃপণে প্রতিষ্ঠিত হইয়। ইসলাম মতের পক্ষপাতী হন । তিনি কোরাণোক্ত ধৰ্ম্মে ৰিশ্বাসী হইয়। স্বয়ং তন্মতে দীক্ষালাভ করেন । তাহার আদেশে তদধীম অধিকাংশ প্রঞ্জাই ইসলাম ধৰ্ম্মে দীক্ষিত হয় । তদনন্তর ইসলাম ধৰ্ম্মের জ্যোতিঃ ক্রমশঃই মোগলজগতে বিস্তৃত হইয় পড়ে। তৈমুরলঙ্গের অভু্যদল্পকালে সমগ্ৰ মোগলজাতির মধ্যে ইসলাম ধর্শের প্রভাব বিস্তৃতিলাভ কনিয়াছিল। চেঙ্গিস থার বংশে স্কুলী খাঁ, তাহান্ন ভ্রাত। ডকুতাই,