পাতা:বিশ্বকোষ বিংশ খণ্ড.djvu/১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ব্যবস্থান ব্যবসিত (খ্রি) বি-অব-সো-জ। ১ প্রতারিত। গ্রেপ্রয়ােগ ২ অনুষ্ঠিত । ৩ চেষ্টিত । ৪ উস্তুত। ৫ স্থিরীকৃত। নিশ্চিত। “তঃসমীক্ষ্য ব্যবসিতং পিতু নির্দেশপালনে।” (রামায় ২২৪১) ব্যৰদিতি (স্ত্রী) বি-অব- লো-ক্তিন । ব্যবসায় । ব্যবস্থা (স্ত্রী) বি-অবস্থা। জাতশ্চোপসর্গে। ইত্যঙ, তত ট্টাপ। শাস্ত্রনিরূপিত বিধি। শাস্ত্রে যে সকল বিধান অভিহিত হইয়াছে, তাছাকে শাস্ত্রীয় ব্যবস্থা কহে । "দীর্ঘকায়াঃ ব্রহ্মচর্য্যং ধারণঞ্চ কমণ্ডলোঃ । দেবরেণ স্বতোৎপত্তি দত্তকন্যা প্রদীয়তে ॥ ইত্যাদীগুভিধায় এতানি লোকগুপ্তাৰ্থং কলেরাদেী মহাত্মভিঃ। নিবৰ্ত্তিতানি কৰ্ম্মাণি ব্যবস্থাপুৰ্ব্বকং বুধৈ: ॥” (উদ্ধাহতত্ব ) কলির আদিতে মহাত্মগণ, , ( ব্রাহ্মণের পক্ষে ) দীর্ঘকাল ব্ৰহ্মচৰ্য্যপালন, কমণ্ডলু ধারণ, দেবর দ্বারা মতোৎপত্তি প্রভৃতি ব্যবস্থাপূৰ্ব্বক নিষেধ করিয়াছেন। লান্ত্রে যে সকল ব্যবস্থা অভিহিত হষ্টয়াছে, তদনুসারে চলা সকলেরই কর্তব্য। অজ্ঞব্যক্তি যদি কোন ধৰ্ম্ম কৰ্ম্মের অনুষ্ঠান করেন, তাহা হইলে শাস্ত্রজ্ঞ পণ্ডিতের নিকট ব্যবস্থা লইয়৷ তদনুসারে কৰ্ম্মের অনুষ্ঠান করিবেন। প্রায়শ্চিত্ত বা চাম্ৰায়ণ করিতে হইলে শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণের নিকট লিখিত ব্যবস্থা, লইয়৷ তদনুসারে প্রায়শ্চিত্তাদি আচরণ করিতে হয়। যদি কোন ব্রাহ্মণ ধৰ্ম্মশাস্ত্রের সিদ্ধান্ত না জানিয়া ব্যবস্থা দেন, তাছা হইলে ধিনি সেই ব্যবস্থামুসারে কার্য্য করিবেন, তিনি পবিত্র হইবেন। কিন্তু যিনি ব্যবস্থা দিয়াছেন, সেই পাপ, তাহাতেই যাইৰে । সুতরাং ধৰ্ম্মশাস্ত্রের বিশেষরূপ সিদ্ধান্ত না জানিয়া ব্যবস্থা দেওয়া বিধেয় নহে। “অজ্ঞাত্ব ধৰ্ম্মশাস্ত্রাণি প্রায়শ্চত্তং বদেত্ত য: | প্রায়শ্চির্তী ভবেৎ পুতং তৎপাপং তেযু গচ্ছতি ॥” ( প্রায়শ্চিত্তবি" ) ধৰ্ম্মশাস্ত্র না জানিয়া যিনি প্রায়শ্চিত্তের ব্যবস্থা দেন, সেই ব্যবস্থানুসারে প্রায়শ্চিত্তকারী পাপযুক্ত হয়, এবং সেই পাপ তাহাতে গমন করে। ২ নিয়ম । ( কথাসরিৎসাঃ ১০৯৭১ ) ৩ পৃথক পৃথক স্থাপন । g ৪ স্থিতি, স্থিরতা । ব্যবস্থাতৃ (ত্রি) ৰি-জৰা-ফুচ ব্যবস্থাপক, যিনি বাবস্থা कtब्रेन । ব্যবস্থান (ক্লী) বি-অব-স্থা-লুটি, । ব্যবস্থিতি ।

  • চাতুর্বর্ণাৰ্যবস্থানং বস্থিন দেশে ন বিষ্ঠতে। • তং রেচ্ছদেশ জানীয়াৰ্যাৱৰ্ত্তস্ততঃ পরম্ " (অমরটাকায় छब्रङ१ङ इठिकम ) (५६) २ विदू । (छांब्रङ <५०8alse )

[ 58 l ব্যবস্থানপ্রজ্ঞপ্তি (স্ত্রী) সংখ্যাভেদ, শততিটিয়ন্তে এক ব্যবস্থানপ্রজ্ঞপ্তি হয়। ললিতৰিন্তরে এই গণনার বিষয় এইরূপ লিখিত আছে, শত কোটতে এক অযুত, শত অযুতে এক নিযুত, শত নিযুতে এক কঙ্কর, শত কঙ্করে এক বিবর। শত বিবরে এক অক্ষোভ্য, শত অক্ষোভ্যে এক বিৰাহ, শত বিবাহে এক উৎসঙ্গ, শত উৎসঙ্গে এক বহুল, শতবহলে এক নাগবল, শত নাগবলে এক তিটিলষ্ট, শত তিটিলম্ভে এক ব্যবস্থানপ্রজ্ঞপ্তি । ‘.

  • কখং পুনঃ কোটশতোত্তর গণন গতির প্রবেষ্টব্য । বোধিসত্ত্ব আহ। শতকোটনামযুতং নাট্রোচ্যতে । শতমযুতানাং নিযুক্তং নামোচাতে, ইত্যাদি, শতং তিটিলন্তানাং ব্যবস্থানপ্রজ্ঞপ্তিনামোচাতে, পতং ব্যবস্থানপ্রজ্ঞীনাং হেতুছিলঃ নামোচ্যতে।” ( ললিতবিস্তর ১৬৮ পৃ• ) ব্যবস্থাপক (ত্রি) ব্যবস্থাপতি বি-অবস্থা-চি-খুল, যিনি ব্যবস্থাপন করেন, যিনি ব্যবস্থা দেন, শাস্ত্রবিধি যিনি বলেন, বিধিদায়ক । २ निशामूक । ৩ সংস্থাপক । ব্যবস্থাপত্র (ক্লী) ঝবস্থাবিষয়কং পত্ৰং। যাহাতে ব্যবস্থা লেখা থাকে। শাস্ত্রীয় ব্যবস্থা তালপত্রাদিতে লিথিয়া দিতে হয়। ব্যবস্থাপদ্ধতি ( স্ত্রী) ব্যবস্থায়াঃ পদ্ধতি: প্রণালী। নিয়ম

প্রণালী । ব্যবস্থাপন (রী ) বি-অব-স্থা-ণিচ-লুন্টু। ১ ব্যবস্থাপ্রণয়ন । ২ নিৰ্দ্ধারণ, নিরূপণ ॥ ৩ নিশ্চিতকরণ । ব্যবস্থাপনীয় (ত্রি) বি-অব-স্থা-ণিচ, অনীয়র। যোগ্য, ব্যবস্থাপনের উপযুক্ত । ব্যবস্থাপ্য (ত্রি ) বি-অব-স্থাপি-যৎ । ব্যবস্থাপন করা যায়। ব্যবস্থাপিত (ত্রি) বি-অব-স্থা-ণিচ-ক্ত। ১ স্থিরীকৃত। ২ নিৰ্দ্ধ রিত। ৩ প্রকৃতিপ্রাপিত। ৪ নিয়মপুৰ্ব্বক স্থাপিত। । ৫ নিয়মিত । ব্যবস্থিত (ত্রি) বি-অবস্থা-ক্ত। বিধিপূৰ্ব্বক স্থিত, ব্যবস্থাপিত। “অৰ্থ বাবস্থিতা দৃষ্ট ধাৰ্ত্তরাষ্ট্রান্‌ কপিধ্বজঃ। প্রবৃত্তে শস্ত্রসম্পাতে ধনুরুস্তম্য পাওবঃ ॥” (গীত। ১ অ• ) ব্যবস্থিতি ( স্ত্রী ) বি-অবস্থা-ক্তিস্থ। ব্যবস্থান। ব্যবহরণ ( ক্লী) বি-অব-থ-লুট। অষ্টাদশ পদ ব্যবহার। ব্যবহর্তব্য (ক্লী) বি-অব-দ্বন্তব্য। ব্যবহার প্রদর্শনের উপযুক্ত। “নরেন ব্যবহত্তব্যং পাখিবেন যথাক্রমম্।” । o (शब्रिवरन ९२७१) ব্যবহর্ভু (পুং ) কি-অৰ দ্ব"চ, ব্যবহারকর্ড, যিনি ব্যবহার করেন, বিচারকরেন, প্রাড় বিবাক, জজ, হাকিম। ব্যবস্থাপন ব্যবস্থাপনাৰ্ছ, যাহ!